গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে সূচক। এ সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০৬ কোটি টাকার। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ বা ৩৭ দশমিক ১৬ পয়েন্ট।
সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৯৫ কোটি ৬ লাখ ৪৫ হাজার ২৩৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৮ কোটি ৯২ লাখ ১১ হাজার ৩০৯ টাকার। এসময় ডিএসইতে লেনদেন বেড়েছে।
এ সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ দশমিক ৪৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৪৬ শতাংশ। আর ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ দশমিক ১২ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ৪ দশমিক ৯৫ শতাংশ।
এদিকে সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টি কোম্পানির। আর দর কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর