গত সপ্তাহে সূচকের মিশ্রভাব থাকলেও মঙ্গলবার থেকে আবারো সূচক বৃদ্ধি শুরু হয়েছে মার্কিন শেয়ারবাজারে। যা বৃহস্পতিবারও অব্যহত ছিল। এদিন প্রায় সবগুলো সূচকই বেড়েছে দেশটিতে।
তবে এদিন স্বাস্থ্য ও সেবা খাতের পাশাপাশি এবার শিল্প ও জ্বালানি খাতের শেয়ারেরও দর বেড়েছে। এছাড়া মোট লেনদেনের পরিমানও বেড়েছে উল্লেখযোগ্য হারে।
গতকাল দিনশেষে ডো জোন্স সূচক ৭.৯৪ (০.০৭%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৯৩.৬৭ পয়েন্ট। এসএণ্ডপি৫০০ সূচক ২.৭৭ পয়েন্ট (০.১৪%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫১.৪৯ পয়েন্ট।
নাসডাক সূচকও ২৩.৮৫ (০.৫১%)পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৯.৫৭ পয়েন্টে অবস্থান করছে।
সূত্র : ব্লুমবার্গ
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল