সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় বেড়েছে

dolerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৪৬ কোটি ৮৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের মাস আগস্টে তারা পাঠিয়েছিলেন ১৪৪ কোটি ৪৭ লাখ ডলার। এই হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২ কোটি ৩৭ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৪৫১ কোটি ৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) রেমিট্যান্স এসেছিল ৩৮৬ কোটি ৮৯ লাখ ডলার। এই হিসাবে প্রথম তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ৬৪ কোটি ডলার।

অর্থবছরের প্রথম মাস জুলাইতে রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ৭৭ লাখ ডলার। গত ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই অঙ্ক আগের ২০১৭-১৮ অর্থবছরের চেয়ে ৯ দশমিক ৬ শতাংশ বেশি। ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৪৯৮ কোটি ১৭ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *