শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪০ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৪০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৭৬ টাকা।
কোম্পানিটির চলতি বছরের অক্টোবর- ডিসেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৩২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৫২ টাকা।
চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২২৬.২৬ টাকা, যা গত ৩০ জুন ২০১৮ সালে ছিল ২২৫.৯০ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড