সৌদি আরামকোর শেয়ার বিক্রিতে প্রথম দিনেই বিপুল সাড়া

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সৌদি আরব তার বিশাল তেল কোম্পানি আরামকোর শেয়ার বাজারে ছাড়ার প্রথম দিনেই বিপুল সাড়া পড়েছে। রবিবার যে পরিমাণ শেয়ার বাজারে ছাড়া হয়েছে, প্রথম কয়েক ঘণ্টায় চাহিদা তার চেয়ে বেশি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এই শেয়ার বিক্রি থেকে ১ হাজার ৩১০ কোটি ডলার আসতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের সম্পদের প্রতি আন্তর্জাতিক আগ্রহ কতটা, এই শেয়ার বিক্রির মাধ্যমে তার একটি ধারণা পাওয়া যাবে। যেসব ব্যাংক এই শেয়ার বিক্রির বিষয়টি ব্যবস্থাপনা করছে, তারা আগামী বৃহস্পতিবার পর্যন্ত শেয়ার কেনার আদেশ গ্রহণ করবে। এরপর শুক্রবার নির্ধারিত হবে প্রতি শেয়ারের শেষ পর্যন্ত দাম কত পড়বে।

আগামী রবিবার রিয়াদের সৌদি একচেঞ্জে আরামকোর শেয়ার লেনদেন হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবের অর্থনীতির খোলনলচে পাল্টানোর চেষ্টা করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ কারণে সৌদি আরবের বিষয়ে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কতটা, তা বোঝা যাবে আরামকোর এই শেয়ার বিক্রির মাধ্যমে। সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আকৃষ্ট করার জন্য দেশটি যে লক্ষ্য ঠিক করেছে, প্রায়ই সেই লক্ষ্য পূরণ হচ্ছে না।

মূলত তেলের ওপর নির্ভর করে সৌদি অর্থনীতি। মোহাম্মদ বিন সালমান মনে করেন, দেশটি ‘তেলে নেশাসক্ত’ হয়ে পড়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *