সদ্য আইপিওতে আসা চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত্র সর্ববৃহত এনার্জি উতপাদনকারী কোম্পানি CGN Power এর প্রথম দিনেই ব্যাপক সাড়া জাগিয়েছে হংকং শেয়ারবাজারে।
বুধবার লেনদেনের প্রথম দিনে ২.৭৮ হংকং ডলারে আইপিওতে আসা বা প্রায় ২৪.১% শতাংশ বেড়ে গেছে। ফলে প্রথম দিন শেষে শেয়ার প্রতি মুল্য ২.৭৮ হংকং ডলার থেকে বেড়ে দাড়িয়েছে ৩.৩১ হংকং ডলার।
উল্লেখ্য শেয়ার বাজার থেকে ৩.২ বিলিয়ন ডলার মুলধন সংগ্রহের লক্ষ্যে এই আইপিও বাজারে আনা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে CGN Power এর শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় সূচক বেড়েছে হংকং শেয়ারবাজারে। দিনশেষে Hang Seng ইন্ডেক্স ৩৮.৬৯ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৫২৪.৫২ পয়েন্টে অবস্থান করছে।
সুত্র- রয়টার্স
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এএআর/সি