২০১৭ সালের প্রথম দশ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১৮ হাজার ২৫ কোটি ৪২ লাখ ৫৪ হাজার টাকা। মূলধনের পাশাপাশি সূচক বেড়েছে ৩০৬ পয়েন্ট।
২০১৭ সালের শুরু থেকে লেনদেন ধীরে ধীরে বেড়ে হাজার কোটির গড় থেকে দেড় হাজার কোটিতে দাঁড়িয়েছে। এক কথায় বলতে গেলে শেয়ারবাজারের সব সূচক এখন ঊর্ধ্বমুখী।
ডিএসইর তথ্য মতে, চলতি বছরের মোট ১৪ দিনের মধ্যে (রবিবার বাদে) দশ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে দেশের উভয় বাজারে নয় কার্যদিবস সূচক বেড়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ৩০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে।
নতুন মূলধন যোগ হওয়ায় ডিএসই’র বাজার মূলধন ৩ লাখ ৪১ হাজার ২৪৪ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫৯ হাজার ২৬৯ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার টাকায়।
বাজার সংশিষ্টরা বলেন, সঞ্চয়পত্র ও ব্যাংকের আমানতের সুদের হার ব্যাপক হারে কমানোর কারণে ব্যক্তি ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ারবাজারে নতুন করে বিনিয়োগ করছেন।
পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ব্যাপক তারল্য রয়েছে। এর ফলে তারা লাভের আশায় এ টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করছেন। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। এ কারণে লেনদেন প্রতিনিয়তই বাড়ছে।
সংশিষ্টদের মতে, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। এর ফলে নগদ তহবিলের প্রবাহ প্রতিনিয়তই বাড়ছে। মানি মার্কেটে বিনিয়োগের চেয়ে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগে লাভ বেশি থাকায় বিনিয়েগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগ করছেন।
স্টকমার্কেটবিডি.কম/এস