আগের প্রস্তাবিত রাইট শেয়ার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে আইএফআইসি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ১৬ মে অভিহিত মূল্যে ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করার ঘোষণা দিয়েছিল আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ। তবে এবার আগের ঘোষণা সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছে।
এক্ষেত্রে ৪টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করতে চায় ব্যাংক কর্তৃপক্ষ।
যা কোম্পানির বিশেষ সাধারন সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত হবে।
শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামি ১০ অক্টোবর বেইলী রোডের অফিসার্স ক্লাবে ইজিএম অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামি ১৬ সেপ্টেম্বর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম