১৩ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে

Spot-Market-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বিভিন্ন খাতের তালিকাভুক্ত ১৩ কোম্পানি মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: প্রাইম টেক্সটাইল, ন্যাশনাল পলিমার, হাক্কানী পাল্প, গোল্ডেন হার্ভেস্ট, কহিনূর কেমিক্যাল, বারাকা পাওয়ার, কেপিপিএল, বিডিকম অনলাইন, অলিম্পিক এক্সেসরিজ, হা-ওয়েল টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, ফু-ওয়াং ফুড এবং সেন্ট্রাল ফার্মা লিমিটেড।

জানা যায়, আগামী ১৯ নভেম্বর, বৃহস্পতিবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ২ কার্যদিবস অর্থাৎ ১৭-১৮ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানির শেয়ার লেনদেন।

এসময় ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ নভেম্বর লেনদেন স্থগিত রাখবে এসব কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *