শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান মডার্ন স্টিল মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির সর্বশেষ কমিশন সভায় কোম্পানিটির আইপিও আবেদন বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিএসইসি প্রণীত করপোরেট গভর্ন্যান্স কোড (সিজিসি) লংঘনের দায়ে মডার্ন স্টিলের আইপিও বাতিল হয়েছে।
এছাড়াও কোম্পানিটির আইপিওর বিষয়ে বিএসইসির কাছে পাঠানো পর্যবেক্ষণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বেশ কিছু নেতিবাচক দিক তুলে ধরেছে বলে জানা গেছে। আইপিও বাতিলে এসব বিষয়ও ভূমিকা রেখেছে বলে জানা গেছে।
আইপিও বাতিলের চিঠি ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ইস্যুয়ার প্রতিষ্ঠান এবং ইস্যু-ম্যানেজারকে দেয়া হয়েছে।
কোম্পানিটির আইপিও নিয়ে ডিএসইসি অনেকগুলো নেতিবাচঁক অবজাভেশন দিয়েছে। যে অবজারভেশনগুলো বিএসইসির নজরেও পড়েছে। সব মিলিয়ে কোম্পানিটির আইপিও বাতিল করেছে বিএসইসি।
উল্লেখ, বুকবিল্ডিং পদ্ধতির আইপিওতে শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছিল মডার্ন স্টিল মিলস। শেয়ারবাজার থেকে ২শ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে গত বছরের ২ এপ্রিল কোম্পানিটি রোড শো করে।
স্টকমার্কেটবিডি.কম/এ