দর কমেই যাচ্ছে শেয়ারবাজারে। আজ রোববার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ২৩২ পয়েন্ট। অবস্থান করছে ৩ হাজার ৮৯৭ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ সময় পর্যন্ত কমেছে ৬১০ পয়েন্ট।
ডিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে মাত্র ২১৩ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় সব কটির দর কমেছে। ৩৪২টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৫টির দর। অপরিবর্তিত আছে ৪টির দর।
আজ সকালে লেনদেনের শুরুতেই সূচক পড়তে থাকে। ৩ মিনিটের মধ্যে সূচক কমে ডিএসইএক্স নেমে আসে ৪ হাজার পয়েন্টের নিচে। পরে বেলা ১১টায় সূচকটি ১৭৬ পয়েন্ট হারায়। এক টানা দর পতন চলতে থাকে। বেলা ১১টা ৪১ মিনিটে উধাও হয় ২০০ পয়েন্ট। এবং দুপুর সাড়ে ১২টা নাগাদ ২৩২ পয়েন্ট হারায় ডিএসইএক্স।
এর আগে ২০১৫ সালের ৪ মে ডিএসইএক্স সূচকটি কমে ৩ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করে।
গত কার্যদিবস (বৃহস্পতিবার) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১০১ পয়েন্ট।
অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯৬টির দর কমেছে। ৯টির বেড়েছে। অপরিবর্তিত আছে ৩টির দর।
স্টকমার্কেটবিডি.কম/এ