২০১৯-২০ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা হবে বুধবার

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৯-২০ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী বুধবার (৩১ জুলাই)।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।

রবিবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) সাঈদা খানম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সম্বলিত ‘মনিটরি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ (সম্ভাব্য) ধরে ঘোষণা করা হবে ২০১৯-২০ সালের মুদ্রানীতি। যা চলতি বছরের প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতির লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৫ শতাংশ কম।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে প্রথম ছয়মাসের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৬ দশমিক ৫ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *