২০ লাখ টাকা খরচে বিশেষ ব্যবস্থায় চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বন্ধ থাকা মিরপুর-১০ নম্বর স্টেশন এবং ওয়ার্কশপ ও ডিপো থেকে কিছু যন্ত্রপাতি এনে প্রাথমিকভাবে বিশেষ ব্যবস্থায় কাজীপাড়া স্টেশন চালু করা হচ্ছে। আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে কাজীপাড়া মেট্রো স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন কবে নাগাদ চালু করা হবে, সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন রোডের প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান।

ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যার ঘটনায় দুজন আটক
ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যার ঘটনায় দুজন আটক

জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনে গত ১৯ জুলাই মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ভাঙচুর করা হয়। এরপর গত ২৫ আগস্ট মেট্রো রেল চলাচল স্বাভাবিক হলেও বন্ধ আছে মিরপর-১০ ও কাজীপাড়া দুটি স্টেশন। এর মধ্যে আগামীকাল শুক্রবার থেকে চালু করা হচ্ছে কাজীপাড়া স্টেশন।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘এখন থেকে মেট্রো রেল শুক্রবার করেও চলবে।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *