২২ হাজার পয়েন্টের মাইলফলক ছুঁয়েছে ওয়াল স্ট্রিট

wall stস্টকমার্কেট ডেস্ক :

চাঙা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। ২২ হাজার পয়েন্টের মাইলফলক ছুঁয়েছে ওয়াল স্ট্রিটের (যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার) ডাও জোন্স সূচক। গতকাল বুধবার প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের শেয়ারের দাম বাড়ায় ইতিবাচক হয়ে ওঠে শেয়ারবাজার। ডাও জোন্স সূচক প্রথমবারের মতো উঠেছে ২২ হাজার পয়েন্টের ওপরে।

লেনদেন শেষে এই সূচক শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে অবস্থান নেয় ২২ হাজার ১৬ পয়েন্টে। এ ছাড়া ঊর্ধ্বমুখী ছিল এসঅ্যান্ডপি-৫০০ ও নাসডাক সূচকও।

চলতি বছরের শুরু থেকেই বেশ চাঙাভাব লক্ষ করা যাচ্ছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। গত সাত মাসে ডাও জোন্স সূচক বেড়েছে প্রায় ১১ শতাংশ। পাশাপাশি এসঅ্যান্ডপি-৫০০ ১০ শতাংশ ও নাসডাক বেড়েছে ১৭ শতাংশ।

বিশেষজ্ঞরা প্রথমে বলছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ ব্যবসায়িক নীতি ও করপোরেট করে সংস্কার আনার জন্য বাড়ছে দর। তবে এখন বলছেন, করপোরেট খাতে আয় বৃদ্ধির কারণেই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *