প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সকল পক্রিয়া শেষ করে আজ রবিবার থেকে দুই শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রথমদিনেই শেয়ারটির দর সর্বোচ্চ ৫৫ টাকায় উঠেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর প্রথম দিনে ৩৫০ শতাংশ বা ৪৫ টাকায় লেনদেন শুরু করে এসকে ট্রিমস। কিন্তু, বিনিয়োগকারীদের দর কষাকষিতে দিনশেষে তা ৪২.৪০ টাকায় স্থিতি পায়। এ সময় ডিএসইতে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৫৫ টাকা থেকে সর্বনিম্ন ৩৫.৩০ টাকায় লেনদেন হয়েছে।
এদিন, ডিএসইতে কোম্পানিটির ৮১ লাখ ৯৬ হাজার ১১৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার দর ৩৩ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯.৮০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে এসকে ট্রিমসের শেয়ার। এদিন সিএসইতে কোম্পানিটির২৩ লাখ ৩৫ হাজার ৮৪৬টি শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/জেড