স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন কে ৬টি কন্টেইনার জাহাজ (প্রতিটি ২,৫০০-৩,০০০ টিইইউ) অধিগ্রহণের প্রাথমিক অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন।
জানা গেছে, এই জাহাজগুলি দক্ষিণ কোরিয়া থেকে ৩৩ কোটি ০৩ লাখ মার্কিন ডলার (প্রায়) ব্যয়ে অধিগ্রহণ করা হবে। এই উদ্দেশ্যে কোরিয়ার ইডিসিএফ এবং বিএসসির মধ্যে একটি ধারণাপত্র স্বাক্ষরিত হয়েছে; যার অধীনে ইডিসিএফ প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করছে।
প্রকল্পটি কোরিয়ার ইডিসিএফের অনুমোদন সাপেক্ষে সম্পন্ন করা হবে। তাছাড়া, ৬টি কন্টেইনার জাহাজের (প্রতিটি ২,৮০০ – ৩,০০০ টিইইউ) আরেকটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।তথ্যসূত্র:বিএসসি
স্টকমার্কেটবিডি.কম///