স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজারের বিভিন্ন খাতের ৯টি কোম্পানির সাম্প্রতিক সময়ে শেয়ার দর বৃদ্ধির কারণ তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
আজ মঙ্গলবার এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বিএসইসি। নির্দেশনায় বলা হয়, এসব কোম্পানির শেয়ার অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণ বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্তাধীন এসব কোম্পানি হলো – আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, এমারেল্ড ওয়েল লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, পেপার প্যাকেজিং এন্ড প্রসেসিং লিমিটেড, দি ঢাকা ডায়িং এন্ড ম্যানুফেক্চারিং লিমিটেড, ফুয়াং সিরামিকস ইন্ডস্ট্রিজ লিমিটেড ও বীকন ফার্মা লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এস