১০ মিউচুয়াল ফান্ডের প্রথম-প্রান্তিক প্রতিবেদন

mutualস্টকমার্কেট ডেস্ক :

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ মিউচুয়াল ফান্ড। এগুলো হচ্ছে-এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকে (জুলাই’১৪-সেপ্টেম্বর’১৪) এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ২ কোটি ৫২ লাখ টাকা এবং প্রতি ইউনিটে আয় হয়েছে ০.১৪ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা ও ০.১৪ টাকা।

প্রথম প্রান্তিকে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা এবং প্রতি ইউনিটে আয় হয়েছে ০.১৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা ও ০.১০ টাকা।

প্রথম প্রান্তিকে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মুনাফা হয়েছে ৪ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা এবং প্রতি ইউনিটে আয় হয়েছে ০.২৩ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকা ও ০.১০ টাকা।

প্রথম প্রান্তিকে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মুনাফা হয়েছে কোটি ২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা এবং প্রতি ইউনিটে আয় হয়েছে ০.১২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩ কোটি ৫৮ লাখ টাকা ও ০.১৬ টাকা।

প্রথম প্রান্তিকে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মুনাফা হয়েছে কোটি ১ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা এবং প্রতি ইউনিটে আয় হয়েছে ০.১৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা ও ০.১৫ টাকা।

প্রথম প্রান্তিকে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের মুনাফা হয়েছে কোটি ৭ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা এবং প্রতি ইউনিটে আয় হয়েছে ০.১২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৬ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা ও ০.১২ টাকা।

প্রথম প্রান্তিকে জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মুনাফা হয়েছে কোটি ৫ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা এবং প্রতি ইউনিটে আয় হয়েছে ০.২৬ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা ও ০.১৮ টাকা।

প্রথম প্রান্তিকে আএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মুনাফা হয়েছে কোটি ১ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা এবং প্রতি ইউনিটে আয় হয়েছে ০.১২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা ও ০.১২ টাকা।

প্রথম প্রান্তিকে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মুনাফা হয়েছে কোটি ৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা এবং প্রতি ইউনিটে আয় হয়েছে ০.২৪ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা ও ০.১২ টাকা।

প্রথম প্রান্তিকে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মুনাফা হয়েছে কোটি ১ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা এবং প্রতি ইউনিটে আয় হয়েছে ০.১৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ১ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকা ও ০.১২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

শাহজিবাজারের ২৫% নগদ এবং ৫% বোনাস লভ্যাংশ

sahjibazerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার বিনিয়োগকারীদের জন্য ২৫% নগদ এবং ৫% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে। সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

আজ রোববার অনুষ্ঠিত পর্ষদের বৈঠকে ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এই বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ১৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) প্রায় ২৮টাকা।

কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ নভেম্বর। আর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি।

স্টকমার্কেটবিডি.কম/এআর

তৃতীয় প্রান্তিকে তুং হাইয়ের মুনাফা বেড়েছে

tunস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডায়িংয়ের মুনাফা বেড়েছে ৪৭ শতাংশ। কোম্পানিটি গত ৩ মাসে কর পরবর্তী মুনাফা করেছে ২ কোটি ৮০ লাখ টাকা।

কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে। ডিএসই সূত্রে জানা যায়।

এসময় কোম্পানিটি শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ১ কোটি ৯০ লাখ টাকা। আর ইপিএস ছিল ৪২ পয়সা।

২০১৩ সালের ১০ শতাংশ বোনাস শেয়ার বিবেচনা করলে এই সময়ে ইপিএস হতো ৯৮ পয়সা। আর আগের বছল একই সময়ে ইপিএস হতো ৯৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

গোল্ডেন সনের শেয়ার প্রতি আয় ১৫ পয়সা

goldenস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রকৌশল খাতের গোল্ডেন সনের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১৫ পয়সা।

কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে। ডিএসই সূত্রে জানা যায়।

এসময় কোম্পানিটি কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ২৯ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৯ কোটি ২৮ লাখ টাকা। আর ইপিএস ছিল ৬১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

তৃতীয় প্রান্তিকে খুলনা পাওয়ারের আয় বেড়েছে

kpclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে ২৬ দশমিক ৮২ শতাংশ।

কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে। ডিএসই সূত্রে জানা যায়।

কোম্পানিটি গত ৩ মাসে কর পরবর্তী মুনাফা করেছে ৫৬ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা।

কোম্পানিটি গত ৩ (জুলাই, ১৪-সেপ্টেম্বর, ১৪) মাসে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ৪৪ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা। আর ইপিএস ছিল ১ টাকা ২৩ পয়সা।।

স্টকমার্কেটবিডি.কম/এআর

তৃতীয় প্রান্তিকে বিএসআরএম স্টিলসের একই ইপিএস

bsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রকৌশল খাতের বিএসআরএম স্টিলসের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৫১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএসও ৫১ পয়সা ছিল।

কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদেনে এ তথ্য বেরিয়ে আসে। ডিএসই সূত্রে জানা যায়।

কোম্পানিটি গত ৩ (জুলাই, ১৪-সেপ্টেম্বর, ১৪) মাসে কর পরবর্তী মুনাফা করেছে ১৭ কোটি ৪৫ লাখ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা ছিল ১৭ কোটি ৩৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

  1. ওয়াষ্টার্ণ মেরিণ
  2. সাইফ পাওয়ার
  3. সামিট পূর্বাঞ্চল পাওয়ার
  4. খুলনা পাওয়ার
  5. বিইডিএল
  6. তিতাস গ্যাস
  7. কেয়া কসমেটিকস
  8. এমজেএলবিডি
  9. সুহৃদ
  10. সাপোর্ট লিমিটেড।

তৃতীয় প্রান্তিকে আরএন স্পিনিংয়ের আয় কমেছে

rnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আরএন স্পিনিং মিলস লিমিটেডের ৩০ সেপ্টেম্বর ২০১৪ (জুলাই-সেপ্টেম্বর) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা এবং আয় আগের বছর একই সময়ে থেকে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.২৭ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো যথাক্রমে ৪০ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা এবং ১.৭১ টাকা।

এদিকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪০ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ১.৬৪ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো যথাক্রমে ১১১ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা এবং ৪.৫৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি

ওয়েস্টার্ন মেরিনের লেনেদেন শুরু

westr marinস্টকমার্কেট ডেস্ক :
প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষে আজ থেকে লেনেদেনে শুরু হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের। কোম্পানিটি এরই মধ্যে ৩১ মার্চ ২০১৪ (জানুয়ারি-মার্চ) সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা এবং বেসিক ইপিএস হয়েছে ০.৫৬ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিলো যথাক্রমে ৩ কোটি ২৮ লাখ টাকা এবং ০.৫১ টাকা। কোম্পানির শেয়ারপ্রতি আয় ওয়েটেড এভারেজ আইপিও-পূর্ববর্তী পরিশোধিত শেয়ারের ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে, যা ২০১৩ এবং ২০১৪ উভয় সালে ছিল ৬৪,৫৫১,৯০০ সংখ্যক শেয়ার। অবশ্য, ৩১ মার্চ ২০১৪ তারিখে সমাপ্ত ৩ মাস সময়ের জন্য আইপিও-পরবর্তী ১০৯,৫৫১,৯০০ সংখ্যক শেয়ারের ওপর ভিত্তি করে বেসিক ইপিএস হবে ০.৩৩ টাকা।

এদিকে জুলাই১৩ থেকে মার্চ১৪ পর্যন্ত ৯ মাস কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫ কেটি ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং বেসিক ইপিএস হয়েছে ২.৩৫ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিলো যথাক্রমে ১২ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা এবং ১.৯৫ টাকা। উল্লেখ্য, কোম্পানির শেয়ারপ্রতি আয় ওয়েটেড এভারেজ আইপিও-পূর্ববর্তী পরিশোধিত শেয়ারের ওপর ভিত্তি করে হিসাব করা হয়েছে যা ২০১৩ এবং ২০১৪ উভয় সালে ছিল ৬৪,৫৫১,৯০০ সংখ্যক শেয়ার। অপরদিকে, ৩১ মার্চ ২০১৪ তারিখে (জুলাই ২০১৩-মার্চ ২০১৪) আইপিও-পরবর্তী ১০৯,৫৫১,৯০০ সংখ্যক শেয়ারের ওপর ভিত্তি করে শেয়ারপ্রতি আয় ১.৩৮ টাকা এবং ৩১ মার্চ ২০১৪ তারিখে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হবে ৩৯.৪৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি

অবশেষে কমলো শাহজিবাজার পাওয়ারের দর

sahzibazerনিজস্ব প্রতিবেদক :

অবশেষে কমেছে শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর। রবিবার শেয়ারটির আগের দিনের চেয়ে ১৬.২ টাকা বা ৭.৭৮ শতাংশ কমে সর্বশেষ ১৯৭.৯ টাকায় লেনদেন হয়েছে।

দর বাড়ার কারণ তদন্তে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে ৪৪ কার্যদিবস এ কোম্পানির লেনদেন স্থগিত রাখা হয়। দ্বিতীয় দফায় গত ২০ অক্টোবর থেকে লেনদেন চালু হওয়ার পর শাহজিবাজার পাওয়ারের শেয়ারের বিক্রেতা কমে যায়। এতে করে প্রতিদিনই শেয়ার দর বাড়তে থাকে। তবে রবিবার বিক্রেতার চাপে দর কমেছে।

রবিবার ২ হাজার ২৪৭ বার হাতবদলের মাধ্যমে শাহজিবাজার পাওয়ারের ১২ লাখ ৫৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এ দিন কোম্পানিটির শেয়ার দর ১৬.২ টাকা বা ৭.৭৮ শতাংশ কমেছে। যেখানে কোম্পানিটির শেয়ার টানা ১৬ কার্যদিবস বাড়ার পর এই পতন। এ ছাড়া দ্বিতীয় দফায় লেনদেন শুরুর পর ৯ কার্যদিবস শেয়ারটি লেনদেনের কোনো ভাগে বিক্রেতা শূন্য হয়ে যেত। বিক্রেতার অভাবে লেনদেন হয়েছে খুবই কম।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/সি