দুলামিয়া কটনের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

dulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন লভ্যাংশ দেবে না। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করা হয়েছে। বুধবার কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ২৭ নভেম্বর।

শেষ হওয়া অর্থবছরে দুলামিয়া কটনের প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৪.১৫ টাকা ও প্রতি শেয়ারে সম্পদ দায় (এনএভিপিএস) ৩৪.১৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. বাংলাদেশ বিল্ডিং সিস্টেম
  3. কেপিপিএল
  4. কেয়া কসমেটিকস
  5. সামিট অ্যালায়েন্স পোর্ট
  6. সাইফ পাওয়ারটেক
  7. স্কয়ার ফার্মা
  8. সামিট পাওয়ার
  9. তিতাস গ্যাস
  10. গ্রামীণফোন প্রভৃতি।

অ্যাটলাস বাংলাদেশের বোর্ড সভার দিন ঘোষণা

atlasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের অ্যাটলাস বাংলাদেশের বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৯ নভেম্বর রোববার বিকেল ৪টায় এটি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকে কোম্পানিগুলোর ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল  ৯ টাকা ১৪ পয়সা।

‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৮৮ সালে বাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এআর

ইস্টার্ণ লুব্রিকেন্টসের বোর্ড সভা রোববার

easterস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ণ লুব্রিকেন্টসের বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৯ নভেম্বর রোববার বিকেল ৫টায় এটি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সভায় কোম্পানিগুলোর ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫ টাকা ৩৩ পয়সা।

‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ডিএসই ও কোরিয়া এক্সচেঞ্জের চুক্তি

DSE-1স্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশে ক্লিয়ারিং হাউস স্থাপনের লক্ষ্যে কোরিয়া এক্সচেঞ্জের (কেআরএক্স) সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জেসের (ডব্লিউএফই) ৫৪তম সাধারণ সমাবেশ ও বার্ষিক সভাশেষে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

বুধবার বিকেলে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিদেশী বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী পুঁজিবাজারে নতুন প্রোডাক্ট চালু, উভয় এক্সচেঞ্জের মধ্যে গবেষণা তথ্য আদান-প্রদান, মানবসম্পদের প্রশিক্ষণ, উভয় এক্সচেঞ্জের আইটি সিস্টেমের উন্নয়নের লক্ষ্যেও এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকে ডিএসইর পক্ষে স্মাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা এবং কোরিয়া এক্সচেঞ্জের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মি. কিয়ংসু চয়। এ সময় ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘কোরিয়া এক্সচেঞ্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রধান ও প্রাচীনতম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড বিশ্বের সর্বাধুনিক ট্রেডিং প্লাটফর্ম চালু করতে যাচ্ছে। বিশ্বের অত্যাধুনিক স্টক এক্সচেঞ্জে পরিণত করার লক্ষ্যে ডিএসইর এই পদক্ষেপ। এর মাধ্যমে বিনিয়োগকারীগণ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে লেনদেনে অংশগ্রহণ করতে পারবেন। নাসডাক ওএমএক্সের ম্যাচিং ইঞ্জিন বিশ্বের উন্নত দেশের স্টক এক্সচেঞ্জে ব্যবহৃত হয়। ডিএসই নাসডাকের সর্বোচ্চ গতিসম্পন্ন ম্যাচিং ইঞ্জিন নিয়েছে, যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ম্যাচিং ইঞ্জিন। অন্যদিকে ফ্লেক্সট্রেড পৃথিবীর সেরা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমগুলোর একটি। এই নতুন প্লাটফর্মের মাধ্যমে ইন্টারনেট ট্রেডিংয়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় ইস্যুয়ার ও বিদেশী বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী নতুন প্রোডাক্ট চালু করা যাবে।’

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর/সি

পদ্মা অয়েলের বোর্ড সভা ৯ নভেম্বর

padma1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের পদ্মা অয়েলের বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৯ নভেম্বর রোববার সন্ধ্যাটি ৬টায় এটি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকে কোম্পানিগুলোর ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৯০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২৩ টাকা ১৫ পয়সা।

‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৭৬ সালে বাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এআর

সিএমসি কামালের শেয়ার প্রতি আয় বেড়েছে

cmcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বস্ত্র খাতের সিএমসি কামালের শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ৩২ শতাংশ। কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এই তথ্য জানা যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জুলাই,১৪ থেকে সেপ্টেম্বর,১৪ সময়ে প্রতিষ্ঠানটি কর পরবর্তী মুনাফা করেছে ৩ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা। এ সময়ে শেয়ার প্রতি আয় করেছে ৩৭ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটি কর পরবর্তী মুনাফা করেছিল ২ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকা। এসময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৮ পয়সা।

উল্লেখ্য, গত ৯ মাসে (জানুয়ারি-১৪ থেকে সেপ্টেম্বর-১৪) প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৯ কোটি ১৭ লাখ টাকা। এই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৭ পয়সা। যা গত বছর এই সময়ে ছিল ১ টাকা ০১ পয়সা। একই সঙ্গে কর পরবর্তী মুনাফা ছিল ৮ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

মোদীর সংস্কারে নতুন উচ্চতায় সেনসেক্স

sensexতরিকুল ইসলাম :

গত তিন দিনে  ১০১৫ পয়েন্ট বেড়ে ফের নতুন উচ্চতায় পৌঁছাল সেনসেক্স। মূলত আর্থিক সংস্কার নিয়ে কেন্দ্রীয় মোদী সরকারের প্রতি আস্থা অটুট রেখে সোমবার মুম্বাই বাজারের এই সূচক ৫২০ পয়েন্ট বেড়ে যায়।

মূলধনের অভাবে ধুঁকতে থাকা নির্মাণ শিল্পে বিদেশি বিনিয়োগ নিয়ে শর্ত শিথিল করার সিদ্ধান্তকে এ দিন স্বাগত জানিয়েছে বাজার। এ ছাড়া সম্প্রতি ডিজেলের দাম বেঁধে দেওয়ার প্রথা থেকে সরে এসেছে সরকার। দাম বাড়িয়েছে প্রাকৃতিক গ্যাসের। কয়লা ক্ষেত্রের সংস্কারেও বড় পদক্ষেপ করেছে তারা। বিনিয়োগকারীদের আশা, সংস্কারের বাদবাকি ক্ষেত্রগুলিতেও এ বার কেন্দ্রীয় সরকার সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।

তার আগেই অবশ্য ২৭,৩৯০.৬০ অঙ্কে উঠে নজির গড়ে সেনসেক্স। পাশাপাশি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৭৮.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৫৬৯.২০ পয়েন্ট। তবে শেয়ার সূচকের বিপরীত দিকে হেঁটে এ দিন ডলারে টাকার দাম কমেছে ১০ পয়সা। এই নিয়ে পরপর চার দিন পড়ল টাকার দাম। এক ডলার হয়েছে ৬১.৪৫ টাকা। গত দু’সপ্তাহে সবচেয়ে নীচে।

শেয়ার বাজারের উত্থানের পিছনে সংস্কার নিয়ে আশা ছাড়াও যে-সমস্ত কারণ কাজ করেছে, তার মধ্যে রয়েছে:

• মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ আর্থিক ত্রাণ কর্মসূচি থেকে সরে এলেও তারা বেশ কিছু দিন কম সুদের জমানাই বজায় রাখবে বলে ইঙ্গিত দিয়েছে। বিশেষজ্ঞদের আশা, এর জেরে বিদেশি আর্থিক সংস্থাগুলি আগের মতোই লগ্নির জন্য ভারতের বাজারকে পছন্দ করবে। তা ছাড়া মার্কিন শীর্ষ ব্যাঙ্ক প্রতি মাসে বন্ড কেনার কর্মসূচি থেকে সরে এসে যে ত্রাণ প্রকল্প গুটিয়ে নেবে, সেটা প্রত্যাশিতই ছিল। ফলে তার প্রভাব বাজারে পড়েনি।

• বিভিন্ন সংস্থার ভাল আর্থিক ফলে শিল্পের হাল ফেরা নিয়ে আশা।
• ভারতের রেটিং নিয়ে মূল্যায়ন সংস্থা মুডিজ-এর ইতিবাচক রিপোর্ট-এর ফলে সার্বিক ভাবে শেয়ার কেনায় উৎসাহ বেড়ে যায়। আর্থিক সংস্কারের গতি বাড়াতে কেন্দ্রের সাম্প্রতিক পদক্ষেপ এবং মূল্যবৃদ্ধি রুখতে রিজার্ভ ব্যাঙ্কের নেওয়া ব্যবস্থার প্রশংসা করেছে মুডিজ। এই সমস্ত সিদ্ধান্ত সঠিক ভাবে রূপায়িত হলে তা আর্থিক বৃদ্ধিতে উৎসাহ দেবে, যা মূল্যায়ন বাড়াতে সাহায্য করবে।

• ডিসেম্বরে আগামী ঋণনীতিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক সুদ কমানোর পথে হাঁটতে পারে বলেও বাজার আশাবাদী।

• মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়ালে রফতানি বাড়ার আশায় এ দিন সংশ্লিষ্ট শেয়ারগুলির দর বেড়ে যায়। ইনফোসিস বেড়েছে ১.৭%, টিসিএস ২.১%।

প্রসঙ্গত, এ বছর ডলারের হিসেবে এ পর্যন্ত নিফটি বেড়েছে ৩১%। ফলে এটি এই মুহূর্তে এশিয়ার সেরা সূচক, যার পিছনেও মোদী সরকারের ক্ষমতায় আসাকেই চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

ডিএসইতে ৪৭ ও সিএসইতে ১৫৭ পয়েন্ট সূচক কমেছে

dse cseনিজস্ব প্রতিবেদক :

আজ বুধবার শেয়ারবাজারে সূচকের উঠা-নামার মধ্যে দিয়ে লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ৪৭ পয়েন্ট আর চটগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১৫৭ পয়েন্ট কমেছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টি কোম্পানির। আর দর কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৭২ পয়েন্টে।

আগের দিন ৬৮০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৬৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিবিএস, কেপিসিএল, কেয়া কসমেটিকস, সাপোর্ট, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, তিতাস গ্যাস ও গ্রামীন ফোন প্রভৃতি।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসই সার্বিক সূচক ১৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৬১ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৭৭টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। আগেরদিনও সিএসই সার্বিক সূচক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করে ১৫ হাজার ৬১৫ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এআর/সি

সুহৃদ ও শাহজিবাজারের বিক্রেতা উধাও

dse1স্টকমার্কেট ডেস্ক :

লেনদেনের ২ ঘণ্টায় বুধবার বিক্রেতা উধাও হয়ে গেছে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি। এতে কোম্পানি ২টি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

সংশ্লিস্টদের মতে, বাজারে কিছু শেয়ারের দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই এ ধরনের শেয়ার আরও বেশি দরে বিক্রির আশায় এখনই বিক্রি করছেন না বিনিয়োগকারীরা।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে সর্বশেষ  ২৩ হাজার শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ৫১ টাকা ৪০ পয়সায়। গত ৩ নভেম্বর এই শেয়ারের সমাপনী দর ছিল ৪৬ টাকা ৮০  পয়সা।

অপর দিকে আজ শাহজিবাজার পাওয়ারও হল্টেড তালিকায় রয়েছে। স্ক্রিনে সর্বশেষ ১ লাখ ৯৩ হাজার ৬০০টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ২০২ টাকা  ৯০ পয়সায়। গত ৩ নভেম্বর এই শেয়ারের সমাপনী দর ছিল ১৮৫ টাকা ৪০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে