নিজস্ব প্রতিবেদক :
মেয়াদ ১০ বছর শেষ হওয়ায় তালিকাচ্যুত হচ্ছে আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত মেয়াদি এ ফান্ড আগামী ২৯ ডিসেম্বর স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হচ্ছে। তবে এর পর তিন-চতুর্থাংশ ইউনিটমালিকদের সম্মতিতে ফান্ডটি বেমেয়াদি ফান্ডে রূপান্তরিত হতে পারবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে মেয়াদি মিউচুয়াল ফান্ডের সংজ্ঞা অনুযায়ী, মেয়াদ ১০ বছর অতিক্রম করায় ১ম বিএসআরএস ও আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড অবসায়নে যায়।
সম্প্রতি দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস বাংলাদেশ ইউনিটমালিকদের মতামত নিয়ে এইমস প্রথম এবং গ্রামীণ ওয়ান স্কিম-১ মিউচুয়াল ফান্ডের আরো ১০ বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছিল। কিন্তু গত ৯ সেপ্টেম্বর বিএসইসি ওই প্রস্তাব নাকচ করে দেয়।
এছাড়া গত ২৯ অক্টোবর রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত আটটি মিউচুয়াল ফান্ডকে শর্তসাপেক্ষে অবসায়ন বা বেমেয়াদি ফান্ডে রূপান্তরের অনুমোদন দেয়া হয়েছে।
শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার পর প্রতি তিন মাসে একটি ফান্ড অবসায়ন বা বেমেয়াদি ফান্ডে রূপান্তর হতে পারবে। এক্ষেত্রে আট মিউচুয়াল ফান্ড অবসায়নে যেতে ২৪ মাস বা দুই বছর সময় পাবে আইসিবি।
আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। সংশোধিত মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুযায়ী, মেয়াদি এ মিউচুয়াল ফান্ড ২৯ ডিসেম্বর তালিকাচ্যুত হচ্ছে।
এজন্য ২৪ ডিসেম্বর থেকে ইউনিটমালিকদের জমাকৃত লভ্যাংশ ও রিফান্ড সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি। সর্বশেষ ৫ নভেম্বর দেয়া হিসাবে বর্তমান বাজারদর অনুযায়ী আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ডের প্রতি ইউনিটের সম্পদমূল্য হচ্ছে ১৯ টাকা ২৫ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে