মেঘনা পেট্রোলিয়ামের বোর্ড সভা আজ

megnaস্টকমার্কেট ডেস্ক :

মেঘনা পেট্রোলিয়াম  আজ ১৯ নভেম্বর, বুধবার বোর্ড সভা আহ্বান করেছে। এদিন বিকেল সাড়ে ৫ টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

আগের বছর মেঘনা পেট্রোলিয়াম বিনিয়োগকারীদের ৭০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

হাউস ও মার্চেন্ট ব্যাংক পরিদর্শন করবে সিডিবিএল

cdblনিজস্ব প্রতিবেদক :
ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) অর্থাৎ স্টক ব্রোকার/ডিলার ও মার্চেন্ট ব্যাংক পরিদর্শন করবে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিমাসে সিডিবিএল ডিপি পরিদর্শন করবে। ডিএসই সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

পরিদর্শনকালে স্টক ব্রোকার/ডিলার ও মার্চেন্ট ব্যাংকগুলো যথাযথভাবে ডিপোজিটরি নীতিমালা পরিপালন করছে কিনা তা যাচাই-বাছাই করবে সিডিবিএল।

নির্দেশনা অনুযায়ী পরিদর্শনে প্রাপ্ত ফলাফল পরের মাসের ১০ দিনের মধ্যে বিএসইসিতে জমা দেবে সিডিবিএল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

উইন্ডসরের বোর্ড সভার দিন পুন:ঘোষণা

BENGLEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের বোর্ড সভার দিন পুনরায় ঘোষণা করা হয়েছে। আগামী ২২ অক্টোবর, শনিবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।

এর আগে ২৩ অক্টোবর কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে ওই দিন পর্ষদ সভা অনুষ্ঠিত হয়নি।

বৈঠকে কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।

কোম্পানিটি ২০১৩ সালে বিনিয়োগকারীদের ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এআর

  1. শাহজিবাজার পাওয়ার কোম্পানির
  2. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  3. যমুনা ওয়েল
  4. ডেসকো
  5. তিতাস গ্যাস
  6. ফার্মা এইডস
  7. নাভানা সিএনজি
  8. বরকতুল্লাহ ইলেকট্রো ডায়নামিক
  9. সাইফ পাওয়ারটেক
  10. ফু-ওয়াং ফুড।

ইউনাইটেড এয়ারের তদন্তের সময় বাড়ল

unitedনিজস্ব প্রতিবেদক :

ব্যবসায়িক কার্যক্রম সংক্রান্ত সম্প্রতি সৃষ্ট জটিলতা খতিয়ে দেখতে ইউনাইটেড এয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে গঠিত কমিটিকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় সময় বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত সেপ্টেম্বর ২৮ ইউনাইটেড এয়ারের বিরুদ্ধে তিন সদসস্যের তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। হঠাৎ ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ও দুই দিন পর পুনরায় চালুর ঘোষণা, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং অস্বাভাবিক হারে শেয়ারের দরপতনের কারণ উদ্ঘাটনে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন— পরিচালক আবুল কালাম আজাদ (আহ্বায়ক), উপ-পরিচালক নজরুল ইসলাম ও আল মাসুম মৃধা (সচিব)।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর

শেয়ারবাজারে অধিকাংশ শেয়ারের দরই কমেছে

low indexনিজস্ব প্রতিবেদক :

আগের দিনের ধারাবাহিকতায় সোমবার দেশের উভয় শেয়ারবাজারে অধিকাংশ শেয়ারের দর কমেছে। কমেছে মূল্য সূচক ও লেনদেন। দিনের প্রথম ঘণ্টা ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন হয়। এরপর সূচক পড়ে যায়। দিনের বাকি সময় নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২০০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬৯১ কোটি ৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৯৬৩ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৭৫৩ কোটি ২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে সোমবার ডিএসইতে লেনদেন কমেছে ৬২ কোটি ১ লাখ ৫২ হাজার টাকা বা ৮.২৩ শতাংশ।

সোমবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৩৪৩ কোটি ৯৫ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪৯.৭৭ শতাংশ।

ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানির, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডেসকো, তিতাস গ্যাস, ফার্মা এইডস, নাভানা সিএনজি, বরকতুল্লাহ ইলেকট্রো ডায়নামিক, সাইফ পাওয়ারটেক ও ফু-ওয়াং ফুড।

দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির। লেনদেন হয়েছে ৪৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

রবিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৫১ কোটি ৫২ লাখ টাকা। সে হিসেবে সোমবার সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৮২ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

যমুনা অয়েলের বোর্ড সভা আজ

jomunaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি যমুনা অয়েলের বোর্ড সভা আজ সোমবার সন্ধ্যা ৬টায় কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই বৈঠক থেকে আলোচ্য বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

গত বছর কোম্পানিটি ১০০% লভ্যাংশ দিয়েছিল। তার মধ্যে ছিল ৯০% নগদ ও ১০% বোনাস লভ্যাংশ। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ২১ টাকা ৮১ পয়সা।

কোম্পানিটি ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. এসপিসিএল
  2. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  3. ফার্মা এইড
  4. ফুওয়ান ফুড
  5. যমুনা ওয়েল
  6. তিতাস গ্যাস
  7. নাভানা সিএনজি
  8. ডেসকো
  9. জেএমআই সিরিঞ্জ
  10. সাইফ পাওয়ার।

আধ-ঘন্টায় ১৩৯ কোটি টাকার লেনদেন

h indexনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শরু হয়েছে। আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত আধা ঘণ্টায় ডিএসইতে ১৩৯ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আধ-ঘন্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টি কোম্পানির। আর দর কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

প্রথম আধ-ঘন্টায় লেনদেনর শীর্ষে রয়েছে- এসপিসিএল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফার্মা এইড, ফুওয়ান পুড, যমুনা ওয়েল, তিতাস গ্যাস, নাভানা সিএনজি, ডেসকো, জেএমআই সিরিঞ্জ ও সাইফ পাওয়ার।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৭৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক .৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৫ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এআর/এলকে

জাহিন স্পিনিংয়ের আবেদন শুরু ২৮ ডিসেম্বর

zahinস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া জাহিন স্পিনিংয়ের আবেদন শুরু হবে ২৮ ডিসেম্বর রোববার থেকে। আবেদন চলবে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত। আর প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ১৩ জানুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩০তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ  শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি শেয়ার ইস্যু করবে।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিএ টেক্সটাইল প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১২ টাকা  ৬৯  পয়সা ।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এলকে