নিজস্ব প্রতিবেদক :
শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির লেনদেন শুরুর পর পরই বোনাস লভ্যাংশ ঘোষণার প্রবণতা দেখা গেছে। এমন লভ্যাংশ ঘোষণার অন্যতম কারণ হচ্ছে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ। কোনো নিষেধাজ্ঞা না থাকায় ঘোষিত লভ্যাংশের শেয়ার বিও হিসাবে আসার পর পরই তা বিক্রির ঘোষণা দিচ্ছেন উদ্যোক্তারা।
শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথমবার বোনাস লভ্যাংশ ঘোষণার পর সাত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের স্বল্প সময়ের মধ্যে বোনাস শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়টি লক্ষ করা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে— ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সানলাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, জিবিবি পাওয়ার ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।
এসব কোম্পানির কোনো কোনো উদ্যোক্তা বিও হিসাবে বোনাস শেয়ার জমা হওয়ার সাতদিনের মধ্যে তা বিক্রির ঘোষণা দিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই প্রাপ্ত বোনাস শেয়ারের সবই বিক্রি করেছেন।
সিকিউরিটিজ আইন অনুযায়ী, নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক কোম্পানির প্রসপেক্টাস ইস্যুর পরবর্তী তিন বছর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বোনাস শেয়ার বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা নেই।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের প্রসপেক্টাস অনুমোদন দেয় বিএসইসি। গত ১৬ অক্টোবর বিও হিসাবে বোনাস শেয়ার জমা হওয়ার সাতদিন পর থেকেই তা বিক্রির ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির চার উদ্যোক্তা-পরিচালক।
২০১৩ সালের ৩১ জানুয়ারিতে লেনদেন শুরুর পর দুই হিসাব বছরে ৫ শতাংশ করে বোনাস লভ্যাংশ দেয় সানলাইফ ইন্স্যুরেন্স। বিও হিসাবে ঘোষিত বোনাস শেয়ার লভ্যাংশ জমার পর এ প্রতিষ্ঠানের প্রায় সব উদ্যোক্তা-পরিচালক বোনাস শেয়ার বিক্রি করে দিয়েছেন।
২০১৫ সালের ২ অক্টোবর এ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের সাধারণ শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। গত ২৩ সেপ্টেম্বর বিও হিসাবে ঘোষিত লভ্যাংশের শেয়ার জমার পর প্রতিষ্ঠানটির উদ্যোক্তা, চেয়ারম্যান ও পরিচালকসহ মোট ১০ জন ৭ লাখ ১৪ হাজার বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালকদের চলতি বছরের ৩০ নভেম্বর শেয়ার কেনাবেচায় নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। তবে এর আগেই বোনাস শেয়ার বিক্রির মাধ্যমে উদ্যোক্তা- পরিচালকরা বাজার থেকে অর্থ তুলে নিয়েছেন। চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ৯ নভেম্বর নভেম্বর সময়ে নয় উদ্যোক্তা-পরিচালক ৯ লাখ ১৩ হাজার ৮০০ শেয়ার বিক্রি করেছেন।
স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে