সূচক বেড়েছে মার্কিন শেয়ারবাজারে

usaস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে সূচকের মিশ্রভাব থাকলেও মঙ্গলবার থেকে আবারো সূচক বৃদ্ধি শুরু হয়েছে মার্কিন শেয়ারবাজারে। যা বৃহস্পতিবারও অব্যহত ছিল। এদিন প্রায় সবগুলো সূচকই বেড়েছে দেশটিতে।

তবে এদিন স্বাস্থ্য ও সেবা খাতের পাশাপাশি এবার শিল্প ও জ্বালানি খাতের শেয়ারেরও দর বেড়েছে। এছাড়া মোট লেনদেনের পরিমানও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

গতকাল দিনশেষে ডো জোন্স সূচক ৭.৯৪ (০.০৭%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৯৩.৬৭ পয়েন্ট। এসএণ্ডপি৫০০ সূচক ২.৭৭ পয়েন্ট (০.১৪%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫১.৪৯ পয়েন্ট।

নাসডাক সূচকও ২৩.৮৫ (০.৫১%)পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৯.৫৭ পয়েন্টে অবস্থান করছে।
সূত্র : ব্লুমবার্গ

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল

বিএ-টোব্যাকোর ১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

batbcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। আগামী ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির জন্য ৩ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই তারিখ পর্যন্ত যার হাতে শেয়ার থাকবে তিনি ঘোষীত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবেন।

এদিকে কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদেরকে তাদের বিও হিসাব হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে। বলেছে তাদের ১২ ডিজিটের কর সনাক্তকরণ নাম্বারটি (টিআইএন) দেওয়ার জন্য।

যেসব শেয়ারহোল্ডার এখনও তাদের এখনো বিও হিসাব খুলেননি তাদেরকেও টিআইএনের তথ্য দিতে বলা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিও হালনাগাদ ও টিআইএন জমা দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ভারতের শেয়ারবাজারে সূচক বৃদ্ধি অব্যহত

indiaস্টকমার্কেট ডেস্ক :

অতীতের যে কোন সময়ের চেয়ে বেশ ভাল সময় পার করছে ভারতের শেয়ারবাজার। পুরো নভেম্বর মাস জুড়েই সূচকের উর্দ্ধমুখী প্রবণতা আর রেকর্ড ভাঙ্গা গড়ার লেনদেন চলছে ভারতের সবগুলো শেয়ারবাজারে।

গত ১৫ দিনে মাত্র ২ কার্যদিবসে সূচক পতনের ঘটনা ঘটলেও এসময়ে ২৮ হাজার সূচকের মাইল ফলক স্পর্শ করেছে সেনসেক্স। গতকাল বৃহস্পতিবারও এ ধারা অব্যহত ছিল।

এদিন BSE Sensex Index ৩৪.৭১(0.১২%) পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৮,০৬৭.৫৬ পয়েন্টে। অন্যদিকে Nifty Index ১৯.৬০ (০.২৩%) পয়েন্ট বেড়ে  ৮৪০১.৯০ পয়েন্টে অবস্থান করছে।

এছাড়া BSE Oil & Gas ইন্ডেক্স , BSE IT ইন্ডেক্স এবং BSE Healthcare ইন্ডেক্স বেড়েছে যথাক্রমে ৩৩.৭৬পয়েন্ট , ১৩৭.৬৫  পয়েন্ট ও ১৪৫.৭১ পয়েন্ট  । এদিন মোট ৯৭ টি কোম্পানির শেয়ারের দেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দর।।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি

বিনিয়োগকারীদের মোবাইলে তথ্য দিবে বিএসইসি

mobilনিজস্ব পতিবেদক :

বিনিয়োগকারীদের মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে লেনদেন সংক্রান্ত তথ্য সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে ইন্টারনেটে লগ-ইন পদ্ধতিতে বিও হিসাবের তথ্য সেবা দেয়া হবে। এতে গ্রাহক সংখ্যা বাড়বে ও বিনিয়োগকারীরা উপকৃত হবেন বলে মনে করে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

এ লক্ষ্যে গত সোমবার বিএসইসি শেয়ার লেনদেন সংক্রান্ত তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) একটি চিঠি দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি আগামী ২০ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিডিবিএলের সেবাগুলোকে বেনিফিয়েশারি ওনার্স (বিও) হিসাবধারী বিনিয়োগকারীদের কাছে অধিকতর জনপ্রিয়, সহজলভ্য ও ব্যবহার উপযোগী করার লক্ষ্যে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এতে গ্রাহক সংখ্যা বাড়তে পারে এবং গ্রাহকরা উপকৃত হবেন।

এ লক্ষ্যে সিডিবিএলকে যে সব পদক্ষেপ নিতে বলা হয়েছে তা হচ্ছে, বিনিয়োগকারীদের জন্য সংশ্লিষ্ট ডিপোজিটরি পার্টিসিপেন্টদের (ডিপি) কাছে সেবার আবেদন পত্র ও ফি জমা দেয়ার পদ্ধতি প্রবর্তন করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা।

সেবাগুলোকে আরও উন্নততর এবং প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ করা। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অবগতি ও সচেতনতার জন্য প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া, উভয় স্টক এক্সচেঞ্জের ট্রেডিং ওয়ার্ক স্টেশনে স্ক্রল হিসেবে বহুল প্রচারের ব্যবস্থা করা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

আইসিবির বোর্ড সভা রোববার

icbস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের আইসিবি’র পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ নভেম্বর, রোবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

আর্থিক খাতের এ কোম্পানিটি ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১ হাজার কোটি টাকা ও ৪২১ কোটি ৯০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

আবারো স্থবিরতা আসছে জাপানের শেয়ারবাজারে

japanস্টকমার্কেট ডেস্ক :

মঙ্গলবার প্রধানমন্ত্রী শিনজো আবের আশ্বাসের পর জাপানের শেয়ারবাজারে উল্লেখযোগ্য হারে সুচক বাড়লেও সে ধারা কিছুটা স্থিমিত হয়ে আসছে।

বৃহস্পতিবার সুচকের উর্দ্ধমুখি ভাব থাকলেও তা ছিল খুবই সামান্য। এদিন মাত্র ১২ পয়েন্ট যোগ হয়েছে শেয়ার বাজারে । মোট লেনদেনের পরিমানেও তেমন কোন বৃদ্ধি লক্ষ্য করা যায়নি।

গত ১৮ নভেম্বর রেকর্ড ৩৭০ পয়েন্ট বেড়েছিল নিকি সুচক। বৃহস্পতিবার দিনশেষে Nikkei Index মাত্র ১২.১১ (০.০৭%)পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭,৩০০.৮৬ পয়েন্টে।  এর আগে বুধবার ১৭,২৮৮.৭৫ পয়েন্টে লেনদেন শেষ হয়।

বিশ্লেষকরা বলছেন, মন্দা কবলিত অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারের দেওয়া পদক্ষেপে বাজার কিছুটা চাঙ্গা হলেও এখনো স্বাভাবিক লেনদেনে ফিরতে পারেনি জাপানের শেয়ার বাজার।তবে আবারো বড় ধরনের পতনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে্ন না বাজার সংশ্লিষ্টরা  ।

সূত্র-রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি

ইউরোপের শেয়ারবাজারে সূচকের পতন

euস্টকমার্কেট ডেস্ক :

মাঝে মাঝে সূচকের কিছুটা উন্নতি হলেও বার বার বড় ধরনের সূচক পতনের গ্রাস থেকে কিছুতেই বের হতে পারছে না ইউরোপের নামী দামী শেয়ারবাজারগুলো। এর ফলে বিনিয়োগকারিদের মধ্যেও সৃষ্টি হচ্ছে আস্থাহীনতা।

গতকাল বৃহস্পতিবারও সুচক পতনের এই ধারা অব্যহত ছিল। এদিন লন্ডন FTSE 100 Index   ১৭.৭০ (0.২৬ %)কমে দাঁড়িয়েছে ৬,৬৭৮.৯০ পয়েন্টে।  এছাড়া CAC 40 Index  ৩১.৯৮ (০.৭৫%) কমে ৪,২৩৪.২১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া TR EUROPE ইন্ডেক্স কমেছে ০.৪৬ শতাংশ কমেছে। তবে সামান্য হারে বেড়েছে জার্মান DAX Index।

ইউক্রেনের চলমান রাজনৈতিক অস্থিরতা, জ্বানালী খাতে অস্থিরতা, তেলের মুল্য হ্রাস, আর বৈশ্বিক মন্দার মত নানা সমস্যায় জর্জরিত ইউরোপের অর্থনীতি। যা থেকে রেহাই পাচ্ছে না ইউরোপের শেয়ার বাজার গুলো ।

সুত্ত্র- Financial Times

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

শাহজি আতংকে বিনিয়োগকারীরা

biniogনিজস্ব প্রতিবেদক :

শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ারকে কেন্দ্র করে নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কঠোর অবস্থানের কারণে ব্রোকারেজ হাউস ও ব্যক্তিশ্রেণীর বড় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরণের আতংক তৈরি হয়েছে।

সব ব্রোকার হাউসকে গত মঙ্গলবার কমিশনের জরুরি সভায় শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ারের ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিএসইসি পাঠানোর বাধ্যবাধকতা আরোপে পুরো বাজার পরিস্থিতিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে।

বিনিয়োগকারীরা জানান, শেয়ার দর বাড়বে, আর সেখান থেকে বিনিয়োগকারীরা লাভবান হবেন। কিন্তু দর অতিমূল্যায়িত হলে তা নিয়ন্ত্রন করবে নিয়ন্ত্রন সংস্থারা। আর এটা করতে ব্যর্থ হয়েছে বিএসইসি। শাহজিবাজার নিয়ে যেন প্রতিটি শেয়ারের অতিমূল্যায়িত হওয়া এবং তার পরিণাম নিয়ে আতংক না ছড়া্য় সেদিকে নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) লক্ষ্য রাথতে অনুরোধ জানিয়েছেন তারা।

এ কারণে প্রায় কোনো ব্রোকার হাউসেই শাহজিবাজার পাওয়ারের শেয়ারের ক্রয়াদেশ নেয়া হচ্ছে না। ক্রয়াদেশ দিলে নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে বিভিন্ন ধরনের চাপ দেয়া হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি ব্রোকার হাউসের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন।

ব্যক্তিশ্রেণীর বড় বিনিয়োগকারী যাদের কাছে এ কোম্পানির শেয়ার এক লাখের বেশি রয়েছে, তাদের লেনদেনও কঠোর পর্যবেক্ষণে রেখেছে কমিশন।

এ পরিস্থিতিতে কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারী শেয়ারবাজারের লেনদেন থেকে বিরত রয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এতে গত দুইদিনে এ শেয়ারটির বিপুল পরিমাণ বিক্রয়াদেশ থাকলেও ক্রেতা না পাওয়ায় সর্বনিম্ন দরেও তা বিক্রি হয়নি। অথচ গত মঙ্গলবার পর্যন্ত উল্টো চিত্র ছিল।

বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, ব্যক্তিশ্রেণীর বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা, প্রতিষ্ঠান ও সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে ডিএসইর লেনদেন নেমে এসেছে ৫০০ কোটি টাকার নিচে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে