ইফাদ অটোসের ব্যাংকে ১০ গুণ আবেদন

ifadনিজস্ব প্রতিবেদক :

ইফাদ অটোসের আইপিওতে শুধুমাত্র বাংলাদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে ব্যাংকিং মাধ্যমে ১০ গুন অর্থ্যৎ ৬৫১ কোটি ৮১ লাখ টাকার আবেদন জমা পড়েছে। সূত্র থেকে এই তথ্য জানা যায়।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গত ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলে। আর প্রবাসী বিনিয়োগকারীরা গত ৬ ডিসেম্বর পর্যন্ত আইপিও আবেদন জমা দেন।
ডিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৭তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থ কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে। ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ইফাদ অটোসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫.১৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৪৪.১২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর/সি

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. কেয়া কসমেটিকস
  3. লাফার্জ সিমেন্ট
  4. বেক্সিমকোফার্মা
  5. এবি ব্যাংক
  6. বেক্সিমকো
  7. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  8. যমুনা অয়েল
  9. এমজেএলবিডি
  10. অগ্নি সিস্টেম।

রিপাবলিক ইন্স্যুরেন্সের রাইট শেয়ারে নাকচ বিএসইসি

Republic-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ইস্যুর আবেদন নাকচ করেছে বিএসইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রাইট ইস্যু রুল ২০০৬ অনুযায়ী কোম্পানিটি রুল ৩(ই) পূরণ করতে ব্যর্থ হয়েছে। এতে নিয়ন্ত্রক সংস্থা কোম্পানির রাইট ইস্যুর আবেদন নাকচ করেছে।

প্রসঙ্গত, কোম্পানির পরিচালনা পর্ষদ ১:১ হারে অর্থ্যাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। প্রতিটি শেয়ারে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ার ইস্যুর আবেদন করেছিল রিপাবলিক ইন্স্যুরেন্স।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এআর/সি

সোমবার তাল্লু স্পিনিংয়ের লেনদেন বন্ধ

talluস্টকমার্কেট ডেস্ক :

আগামীকাল সোমবার তাল্লু স্পিনিং মিলস কোম্পানির শেয়ার রেকর্ড ডেটের কারণে স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার থেকে তাল্লু স্পিনিংয়ের শেয়ার স্বাভাবিক লেনদেন শুরু করবে। এর আগে ১৮ ও ৩০ নভেম্বর স্পট ও ব্লক/অডলটে লেনদেন হয়েছে তাল্লু স্পিনিংয়ের শেয়ার।

বস্ত্র খাতের এই কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

সূচকের মাপকাঠিতে নভেম্বরের আন্তর্জাতিক শেয়ারবাজার

worldমোঃ তরিকুল ইসলাম :

ষাঁড়ের লড়াই আর ভাল্লুকের জ্বর। এটাই যেন শেয়ারবাজারের সার্বিক চিত্র। সূচক উঠবে আবার সূচক নামবে। চিরন্তন এই রীতি মেনেই শেয়ারবাজারে পুঁজি ঢালেন বিনিয়োগকারীরা। সূচকের পতন ঘটলে বিনিয়োগকারীরা যেমন বাজারবিমূখ হয়, তেমনিভাবে সুচকের অস্বাভাবিক বৃদ্ধি ঘটলে তার পতনও অনিবার্য। নভেম্বর মাসে এশিয়া, আমেরিকা এবং ইউরোপের শেয়ারবাজারগুলো ছিল বিনিয়োগকারীদের আশা-নিরাশার দোলাচলে।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায় যে, সূচকের অত্যধিক বৃদ্ধি বা হ্রাস উভয়ই পুঁজিবাজারের জন্য ক্ষতির কারণ হতে পারে। নভেম্বর মাসে এশিয়া, আমেরিকা এবং ইউরোপ এই তিনটি অঞ্চলের মধ্যে এশিয়ার জাপান থেকে শুরু করে ভারত অবধি ছিল রেকর্ড ভাঙ্গা লেনদেনের ছড়াছড়ি। সেই সাথে উল্লেখযোগ্য হারে বেড়েছে সুচক। জাপানের নিক্কেই, হংকং এর হ্যাংসেং বা চীনের সাংহায় সবগুলো শেয়ারবাজারই মোটামুটি ভালো ছিল।

বাজিমাত করেছে ভারতের সেনসেক্স ইন্ডেক্স। মাসের শুরুতে যেখানে সেনসেক্স ইন্ডেক্স ছিল ২৭,০০০ পয়েন্টের অনেক নিচে সেখানে মাস শেষে তা দাঁড়িয়েছে ২৮,৬০০ পয়েন্টে। এছাড়া নভেম্বরে এশিয়ার বাজারে আলোচনায় ছিল জাপান সরকারের অর্থনৈতিক প্রনোদনা, ভারতের শেয়ার বাজার থেকে কিংফিসার এয়ারলাইন্স কে বহিষ্কার এবং সাংহায়-হংকং শেয়ারবাজার যুক্ত হবার মতো চাঞ্চল্যকর ঘটনা।

অন্যদিকে ইউরোপের শেয়ার বাজার বিনিয়োগকারিদের কেবল হতাশই করেছে। মাসের মধ্যভাগে বাজার কিছুটা শান্ত হলেও শেষমেশ তলানীতেই থেকে গেছে সূচক। বড় ধরনের পতনের ঘটনা ঘটেছে লন্ডন শেয়ারবাজারে। পুরোমাসে লন্ডনের FTSE 100 সুচক মাত্র একবারের জন্য ৬,৮০০ পয়েন্টে পৌঁছালেও মাস শেষে তা ৬,৫০০ পয়েন্টের সামান্য উপরে রয়েছে। লেনদেনের এই মন্দাভাব ছিল জার্মানি, ইতালিসহ ইউরোপের অন্যান্য শেয়ারবাজারে। অর্থাৎ এশিয়ার যেমন ছিল ষাড়েল লড়াই বিপরীতভাবে ইউরোপে ছিল ভাল্লুকের জ্বর।

তবে মাঝামাঝি ছিল আমেরিকার শেয়ারবাজার। মাসের শুরুটা হয়েছিল সূচকের মিশ্রভাবের মধ্যদিয়ে এবং একই রকম অবস্থা বজায় ছিল মাসের শেষ কর্মদিবসেও। মাসের দ্বিতীয় সপ্তাহে সুচকের গতি বাড়িয়ে দিয়েছিল চীনা প্রতিষ্ঠান ‘আলীবারার” আইপিও। বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে পড়েছিলেন বাজারে। ফলে আলিবাবার প্রতিটি শেয়ারের মুল্য ২৫ ডলার থেকে হয়ে গিয়াছিল ৩৬ ডলার।

এছাড়া একই ধরেরন ঝড় তুলেছিল “ভার্জিন আমেরিকা এয়ারলাইন্স” এর শেয়ার। অর্ন্তভূক্তির প্রথম দিনেই প্রতিটি শেয়ারের দাম ২৩ ডলার থেকে বেড়ে ৩০ ডলারে উন্নিত হয়েছিল। সব মিলিয়ে ভালো একটি মাস পার করল আমেরিকার শেয়ার বাজার।
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

ডিএসইতে কমেছে সূচক, লেনদেন ২৩২ কোটি

low indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক আগের কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন অধিকংশ শেয়ারের দর কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৩২ কোটি ৩৭ লাখ টাকা। আগের দিন এ বাজারে ২৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৬০ পয়েন্টে।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির। আর দর কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এছাড়া আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কেয়া কসমেটিকস, লাফার্জ সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, এবি ব্যাংক, বেক্সিমকো, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, যমুনা অয়েল, এমজেএলবিডি ও অগ্নি সিস্টেম।

স্টকমার্কেটবিডি.কম/এআর

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. কেয়া কসমেটিকস
  3. লাফার্জ সিমেন্ট
  4. বেক্সিমকো ফার্মা
  5. এবি ব্যাংক
  6. বেক্সিমকো
  7. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  8. যমুনা অয়েল
  9. এমজেএলবিডি
  10. অগ্নি সিস্টেম।

প্রথম প্রান্তিকে আইসিবির ইপিএস বেড়েছে ৯৬%

icbস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে ৯৬ শতাংশ। কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই, ১৪-সেপ্টেম্বর, ১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

গত ৩ মাসে কোম্পানিটির কর পরবর্তী কনসুলেটেড মুনাফা হয়েছে ৯৯ কোটি ৩১ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় হয়েছে ২৩ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৫০ কোটি ৭৭ লাখ টাকা। আর ইপিএস ছিল ১২ টাকা ৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

অর্ধবার্ষিকীতে জিপিএইচের মুনাফা বেড়েছে

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের শেয়ার অর্ধবার্ষিকে (মে-অক্টোবর, ১৪) মুনাফা বেড়েছে। কোম্পানির অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৬ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ টাকা। যা আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ১৪ কোটি ৩৪ লাখ টাকা। এ সময়ে মুনাফা বেড়েছে ১ কোটি ৩৯ লাখ টাকা। অর্ধবার্ষিকে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২১ পয়সা।
এদিকে গত ৩ মাসে (আগস্ট-অক্টোবর, ১৪) কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ৬ কোটি ৯৭ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৬ কোটি ৫৫ লাখ টাকা। আর ইপিএস করেছিল ৫৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

আফতাব অটো ও আল-আরাফাহর লেনদেন বন্ধ আজ

suspendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন রেকর্ড ডেটের কারণে আজ বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো— আফতাব অটোমোবাইলস ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আফতাব অটোমোবাইলস: ২০১৪ সালের ৩১ আগস্ট সমাপ্ত হিসাব বছরের জন্য কেম্পানিটির পরিচালনা পর্ষদ ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা ও শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) ৫৩ টাকা ৩৫ পয়সা।

২৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এর বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক: ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড (সাত বছর রিডিমঅ্যাবল) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাসেল-৩-এর অধীনে টায়ার-২-এর শর্ত পূরণ করতে কোম্পানিটির এ বন্ড ছাড়া হচ্ছে। নিয়ন্ত্রণকারী সংস্থা ও শেয়ারহোল্ডারদের সম্মতিসাপেক্ষে এ বন্ড ছাড়া হবে প্লেসমেন্টের মাধ্যমে। এজন্য ২৩ ডিসেম্বর সকাল ১০টায় পুরানা পল্টনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ভবনে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এআর