গতকাল অপ্রত্যাশিত ভাবেই সুচকের নিম্নমুখী প্রবনতার মধ্যদিয়ে শেষ হয়েছে ইউরোপের শেয়ার বাজারের লেনদেন। অন্যদিকে শেয়ারবাজারে আপাতত সব ধরণের প্রণোদনাকে নাকচ করে দিয়েছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)। সিএনএন সূত্রে এ তথ্য জানা যায়।
গতকাল ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ECB) এর প্রেসিডেন্টের Mario Draghi এক বিবৃতিতে জানিয়ে দেন যে, আগামি জানুয়ারি মাসের আগে বাজারে কোন ধরনের প্রনোদনা কার্যক্রম সম্ভব নয়।
এর আগে গত ১৮ নভেম্বর চলমান মন্দাভাব কাটাতে শেয়ার বাজারে প্রনোদনা সহায়তার ঘোষনা দিয়েছিল ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ECB) এর প্রেসিডেন্ট । ফলে আশায় বুক বেধেছিলেন বিনিয়োগকারিরা।
ইসিবির এই বক্তব্যে হতাশ হাজার হাজার বিনিয়োগকারিকে। গতকালই মারাত্বক ভাবে কমেছে লেনদেন। গতকাল লন্ডন FTSE 100 Index ৩৭.২৬( 0.৫৫ %)পয়েন্ট কমে দাড়িয়েছে ৬,৬৭৯.৩৭ পয়েন্টে ।
অন্যদিকে জার্মান DAX Index ১২০.৪৪ (১.২১%) পয়েন্ট কমে দায়িয়েছে ৯,৮৫১.৩৫ পয়েন্টে। এছাড়া CAC 40 Index ৬৭.৯৭ (১.৫৫%) কমে ৪,৩২৩.৮৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন নিম্নগামী ছিল ব্যাংক,জ্বানালী ও সেবা খাত সহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম ।
স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে/সি