দেশে ঋণ পরিশোধের দায়বন্ধতা বড় দুর্বল : মির্জা আজিজ

06-2নিজস্ব প্রতিবেদক :

আমাদের দেশে ঋণ পরিশোধের দায়বন্ধতার বড় দুর্বলতা রয়েছে। ঋণ গ্রহীতাদের মধ্যে ঋণ নেওয়োর ক্ষেত্রে যতটা আন্তরিকতা আছে পরিশোধের ক্ষেত্রে তা দেখা যায় না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্ট ড. এবি মির্জা আজিজুল ইসলাম।

শনিবার সকাল ১০টায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত ‘তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহীতা’ শীর্ষক রাউন্ড টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ঋণ যারা দিচ্ছেন তাদের উচিত কাকে ঋণ দিচ্ছে, ঋণের উদ্দেশ্য কি, যে কোম্পানিকে দিচ্ছে তার অবস্থা কেমন তা যাচাই করা এবং ঋণ নেওয়ার পর তা সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে কিনা- তা নিয়মিত তদারকি করা। তিনি বলেন, কর্পোরেট গভার্ণেন্স বাস্তবায়ন করতে হলে সমাজের সব স্থানে কর্পোরেট গভার্ণেন্স নিশ্চিত করতে হবে।

মির্জা আজিজুল ইসলাম আরো বলেন, আমাদের দেশে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দুর্বলতা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের যে তদারকি সেটি সঠিক সময়ে হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে স্বজনপ্রীতিরও ঘটনা ঘটে।’

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খান, কো-গভার্ণেন্সের অধীনে আমরা নানা প্রক্রিয়া হাতে নিয়েছি। মালিকরা যাকে নিজের মানুষ মনে করছেন তাকেই স্বাধীন পরিচালক করছেন। ভবিষ্যতে স্বাধীন পরিচালকেদের ক্ষেত্রে একটি নীতিমালা করা হবে।

তিনি বলেন, শতভাগ কোম্পানির কর্পোরেট গভর্নন্স আছে কি না তা আমাদের পক্ষে দেখা (স্ক্যান) সম্ভব না। কিছু কিছু কোম্পানির শাস্তি দিয়ে আমরা বাকিদের সতর্ক করে দিচ্ছে। এছাড়া ফিন্যান্সিয়াল রিপোটিং অ্যাক্ট পাশ হলে সবকিছু জবাবদিহীতার মধ্যে চলে আসবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, কোম্পানি ভাল হলে শেয়ারবাজার ভাল হবে। এখনো ৯০ শতাংশ কোম্পানি আওতাভূক্তের বাইরে। আমরা ভাল কোম্পানিগুলোকে তালিকাভূক্ত করতে চাই। যদি সবাইকে একটা আইনের মধ্যে আনতে পারি, তাহলে ভাল হয়।

তিনি আরো বলেন, কোম্পানিকে ভালভাবে চালাতে হলে কোম্পানির ভাল ম্যানেজমেন্ট দরকার। এ জন্য কো-গভার্ণেন্স ইস্যুতে অনেক কিঝু করা হয়েছে। শুধু লিস্টেড কোম্পানিগুলোর উপর চাপিয়ে দিলে হবেনা। অন্য বিষয়গুলোর দিকেও তাকাতে হবে। কোম্পানি ভাল চললে বিনিয়োগকারীর অভাব হয়না। না চললে বিনিয়োগকারী থাকেনা।

বিএসইসির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, আমাদের দেশের অধিকাংশ কোম্পানি পারিবারিক। ফলে এই কোম্পানিগুলো প্রাতিষ্ঠানকি সুশাসন মেনে নিতে চায় না। স্বাধীন পরিচালককে সহজভাবে নিতে চায় না। স্বাধীন পরিচালকদের অনেকে বোঝা মনে করেন।

মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশন (বিএমবিএ) ও শেয়ার মার্কেট টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের (এসটিজেএ) উদ্যোগে ও বিএমবিএ’র সভাপতি তানজিল চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন, এফবিসিসিআই প্রেসিডেন্ট মীর নাসির হোসাইন, এইমস অব বাংলাদেশ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইওয়ার সাঈদ এবং বিএমবিএ’র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামানসহ আরো অনেকে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এআর

সূচক বেড়ে রেকর্ড গড়লো টোকিও এক্সচেঞ্জ

japanস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের শুরুতেই কিছুটা সূচক পতন ঘটলেও সপ্তাহ শেষে তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এশিয়ার অন্যতম বৃহতম শেয়ারবাজার টোকিও স্টক এক্সচেঞ্জ। বিগত ৭ বছরের রেকর্ড ভেঙ্গে এদিন নিক্কেই ইন্ডেক্স পৌঁছেছে ১৭,৯২০.৪৫ পয়েন্টে।

গতকাল শুক্রবার সপ্তাহের শেষ দিনে ঘটেছে রেকর্ড গড়ার ঘটনা ঘটেছে।

এর আগে ২০০৭ সালেই কেবল এতো বেশি সূচক বৃদ্ধির ঘটনা ঘটেছিল। সূচকের উর্ধগতির ফলে সপ্তাহ শেষে স্বস্তির নিঃশাস ফেলতে পেরেছেন জাপানি বিনিয়োগকারিরা ।

গতকাল সূচক এবং লেনদেন উভয়ই বেড়েছে। দিনশেষে নিক্কেই ইন্ডেক্স ৩৩.২৪ পয়েন্ট বেড়ে ১৭,৯২০.৪৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন উল্লেখযোগ্য হারে বেড়েছে যোগাযোগ ও প্রযুক্তি খাতের শেয়ারের দাম। সব মিলিয়ে একটি সফল সপ্তাহ তথা সফল মাস পার করল জাপাল শেয়ার বাজার।

সূত্র- রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি

  1. হামিদ ফেব্রিকস
  2. বেক্সিমকো ফার্মা
  3. কেয়া কসমেটিকস
  4. বেক্সিমকো
  5. তিতাস গ্যাস
  6. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  7. এবি ব্যাংক
  8. গ্রামীণফোন
  9. সামিট পোর্ট অ্যালায়েন্স
  10. যমুনা অয়েল ।

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ৪.৫১%

peস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৯৪ পয়েন্ট। যা আগের সপ্তাহে ছিল ১৭ দশমিক ১৭ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৪ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিশ্লেষকদের মতে, পিই রেশিও ১৫ ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ। তবে বিনিয়োগের ক্ষেত্রে পিই রেশিও বিবেচনা করা উচিত বলে মনে করেন তারা।

সূত্র থেকে আরো জানা যায়, ব্যাংকিং খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৯ পয়েন্টে, এনবিএফআই খাতের ১৯ দশমিক ২ পয়েন্টে, সিমেন্ট শিল্প খাতের ৩১ দশমিক ৬ পয়েন্ট, সিরামিক শিল্প খাতের ৩৬ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৪ দশমিক ২ পয়েন্ট, প্রকৌশল খাতের ২৩ দশমিক ৮ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩০ দশমিক ৭ পয়েন্ট।

সর্বশেষ তথ্যানুযায়ী, তথ্য ও প্রযুক্তি খাতের ২৩ দশমিক ১ পয়েন্টে, পাট খাতের মাইনাস ১৩ দশমিক ৭ পয়েন্ট, বিবিধ খাতের ৩১ দশমিক ৯ পয়েন্ট।

এছাড়া কাগজ খাতের দশমিক ১২ দশমিক ৫ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৬ দশমিক ১ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৪১ দশমিক ১ পয়েন্ট, চামড়া খাতের ২১ দশমিক ৩ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ২৪ দশমিক ৪ পয়েন্ট, বস্ত্র খাতের ১১ দশমিক ৮ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই ১৬ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এআর

বিএমবিএ ও জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে বৈঠক আজ

tableনিজস্ব প্রতিবেদক :

‘তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহীতা’ শীর্ষক রাউন্ড টেবিল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) ও শেয়ার মার্কেট টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে বৈঠক হবে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

মার্চেন্ট ব্যাংক এসোসিয়েশনের সভাপতি তানজিল চেীধুরী ও শেয়ার মার্কেট টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাসিব হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহীতা নিয়ে আলোচনা সভায় উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মিজ্জা আজিজুল ইসলাম।

এছাড়া বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার আরিফ খান, এফবিসিসিআই সাবেক প্রেসিডেন্ট মীর নাসির হোসাইন, ইনভেস্ট করপোরেশন অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান, ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই) পরিচালক শাকিল রিজভীসহ আরো অনেকে উপিস্থত থাকবেন।

স্টকমার্কেটবিডি.কম/এআর/এলকে

সপ্তাহ শেষে নিম্নমুখী ভারতের শেয়ারবাজার

sensexস্টকমার্কেট ডেস্ক :

ভারতে জুড়ে চলা ব্যাংক ধর্মঘটের জেরে চলতি সপ্তহে দ্বিতীয়বারের মতো বড় ধরনের সূচক পতনের ঘটনা ঘটল ভারতের শেয়ারবাজারে।

গতকাল শুক্রবার দিনশেষে SENSEX সূচক ১০৪.৭২ পয়েন্ট কমে ২৮,৪৫৮.১০ পয়েন্টে অবস্থান করে। NIFFTY সূচক ২৬.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮,৫৩৮.৩০ পয়েন্টে।

এদিন NIFFTY তে মোট লেনদেন হয়েছে ৫০ টি কোম্পানির শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ২১ টির এবং কমেছে ২৯ টির।শীর্ষ লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে ছিল ASIAN-PAINTS ও TATA-STEEL ।

উল্লেখ্য বেতন বৃদ্ধির দাবিতে ব্যাংক কর্মচারি ইউনিয়নের ডাকে ভারত জুড়ে চলছে ব্যাংক ধর্মঘট। যার ফলশ্রুতিতে অনেকটা অচলবস্থা নেমে এসেছে শেয়ারবাজার সহ অন্যান্ন আর্থিক প্রতিষ্ঠানে।

সূত্র-Financial Express

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/

দীর্ঘমেয়াদে খুলনা পাওয়ারের অবস্থান ‘এএ’

kpplস্টকমার্কেট ডেস্ক :

ঋণমানে বিদ্যুত্ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান খুলনা পাওয়ারের অবস্থান দীর্ঘমেয়াদে ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’। যার অর্থঋণ ঝুঁকি সক্ষমতায় অনেক ভালো অবস্থানে আছে এ কোম্পানি।

কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির মুনাফা বেড়েছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ সময় কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৫৬ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৪৪ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ১ টাকা ২৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এআর/