‘এ’ ক্যাটাগরিতে মতিন স্পিনিং

matin-spinning-logo-mmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলসকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি আগামীকাল সোমবার থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছর কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, মতিন স্পিনিং ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/

ইফাদ অটোসের আইপিওতে ১৪ গুণ আবেদন

ifadস্টকমার্কেট ডেস্ক :

প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের কাছ থেকে ইফাদ অটোস লিমিটেডে ৯২৫ কোটি টাকার আবেদন জমা পড়েছে। যা উত্তোলনকৃত টাকার চেয়ে সাড়ে ১৪ গুণ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৯২৫ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৭০০ টাকার আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ৯২১ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৭০০ টাকার এবং প্রবাসী আবেদনকারীদের কাছ থেকে ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা কোম্পানির উত্তোলনকৃত টাকর ১৪.৫১ গুণ। ৩০ নভেম্বর পর্যন্ত তথ্যানুযায়ী।

কোম্পানিটির আইপিওতে গত ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ৬ ডিসেম্বর পর্যন্ত।

ইফাদ অটোস শেয়ারবাজার থেকে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলনের জন্য ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ২০০টি শেয়ারে মার্কেট লট।

আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.১৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে (রিভেলুয়েশনসহ) ৪৪.১২ টাকা।

কোম্পানিটির আইপিওতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেনকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৭ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/

ইনফরমেশন সার্ভিসের কোনো সংবেদনশীল তথ্য নেই

infomationস্টকমার্কেট ডেস্ক :

সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এই জবাব দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত তিন কার্যদিবস ধরে বাড়ছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর। এ সময়ে দর বেড়েছে ১ টাকা বা ৯.৮০ শতাংশ।

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের করপরবর্তী মুনাফা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ০.০১ টাকা। আগের বছরের একই সময়ে ছিল যা যথাক্রমে ১০ লাখ টাকা লোকসান ও প্রতি শেয়ারে লোকসান ০.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কস/এইচ

সোনালি আঁশের বোর্ড সভা সোমবার

Sonali_Aanshস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালি আঁশের বোর্ড সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় এই সভাটি অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকে কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ২ টাকা ৬৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কস/এইচ

শাহজিবাজারের এজিএম হবিগঞ্জের পরিবর্তে ঢাকায়

sahzibazerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু পরিবর্তন করা হয়েছে। হবিগঞ্জের পরিবর্তে রাজধানী ঢাকাতে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির এজিএম রাধানীর খিলক্ষেতে বসুন্ধরা কনভেনশন সিটি (গুলনাকাশা) অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় পরবর্তী নোটিসে জানানো হবে।

উল্লেখ্য, কোম্পানির পর্ষদ সভায় ফতেপুর, শাহজিবাজার, মাধবপুর, হবিগঞ্জ এজিএম অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কস/এইচ

  1. বেক্সিমকো ফার্মা
  2. হামিদ ফেব্রিক্স
  3. বেক্সিমকো লিমিটেড
  4. সামিট পোর্ট অ্যালায়েন্স
  5. এবি ব্যাংক
  6. কেয়া কসমেটিকস
  7. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  8. মেঘনা পেট্রোলিয়াম
  9. যমুনা অয়েল
  10. ফ্যামিলি টেক্সটাইল।

নিম্নমুখী সূচক নিয়ে কমেছে লেনদেন

indexনিজস্ব প্রতিবেদক :

দিনের শুরুতে সূচকের উর্ধ্বমুখী ভাব নিয়ে লেনদেন শুরু হলেও শেষ হয়েছে নিম্নমুখী প্রবণতা। পাশাপাশি এদিন টাকার অংকে লেনদেনও কম হয়েছে।

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা, হামিদ ফেব্রিক্স, বেক্সিমকো, সামিট পোর্ট অ্যালায়েন্স, এবি ব্যাংক, কেয়া কসমেটিকস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মেঘনা পেট্রোলিয়াম, এবং যমুনা অয়েল।

অপরদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৯৫ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

বিনিয়োগকারীদের আস্থা অর্জনে কাজ করবে সিএসই

CSE-MDনিজস্ব প্রতিবেদক :

বিনিয়োগকারীদের আস্থা অর্জন, ঝুঁকি চিহ্নিতকরণ ও নিরসনের লক্ষ্যে কাজ করবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। তাই এখন সমস্যা সমাধান মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল মারুফ মতিন।

রবিবার সিএসইর ঢাকা অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সিএসইতে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে এটিই তার প্রথম মতবিনিময় সভা।

মারুফ মতিন বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের দরজায় পৌঁছাতে চাই। যাতে তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারি। পাশাপাশি কিসে তাদের ঝুঁকি তাও সিএসই জানতে চায়। যাতে সহজেই সমস্যা সমাধান করা যায়।’

তিনি আরও বলেন, পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা এবং তা কমিয়ে আনার বিষয়ে বিনিয়োগকারীদের সচেষ্ট থাকতে হবে। এ জন্য বিভিন্ন পোর্টফোলিওতে বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সঙ্কট রয়েছে। এ সঙ্কট নিরসনে বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য তথ্য তুলে ধরতে হবে। পাশাপাশি কাদের ব্যর্থতার কারণে বাজারের এমন অবস্থা তা স্পষ্ট করতে হবে।

মিউচ্যুয়াল ফান্ডের নামে চুরি হয়েছে জানিয়ে সিএসইর এমডি বলেন, বিশেষ করে মিউচ্যুয়াল ফান্ডের ওপর বিনিয়োগকারীদের খুব খারাপ ধারণা রয়েছে। মিউচুয়াল ফান্ডের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্পর্কে তাদের জানাতে হবে। এতে আস্থার বিষয়টি স্পষ্ট হবে।’

মারূফ মতিন বলেন, পৃথিবীর সকল দেশেই শেয়ারবাজারে কারসাজি হয়। যারা এর সাথে জড়িত তারা খুবই চালক প্রকৃতির। প্রতিনিয়তই তারা কারসাজির নিত্যনতুন পথ খোঁজেন। তাই নিয়ন্ত্রক সংস্থাকে সতর্ক থাকতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

বিডি ওয়েল্ডিংয়ের দর বাড়ার কোনো কারণ নেই

bdweldinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডাস লিমিটেডের শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ছে। যা ডিএসইর নজরে আসে। এর পর ডিএসই পক্ষ থেকে কোম্পানিটিকে শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানাতে নোটিশ দেয়া হয়। ডিএসইর নোটিশের জবাবে কোম্পানিটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের শেয়ার দরে যে অস্বাভাবিকতা লক্ষ করা যাচ্ছে এর জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই তাদের কাছে।

উল্লেখ্য গত সাত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার দর ২.৮ টাকা বা ২০.৪৩ শতাংশ বেড়েছে। অর্থাৎ এ সময়ে কোম্পানির শেয়ার দর ১৩.৭ টাকা থেকে ১৬.৫ টাকা পর্যন্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

মাইডাস ফিন্যান্সের কর্পোরেট উদ্যোক্তা-শেয়ার বিক্রি

midasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফিন্যান্সের কর্পোরেট উদ্যোক্তা কোম্পানি মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস) শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। এই কোম্পানি ৭৫ লাখ শেয়ার বেচবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এই কর্পোরেট উদ্যোক্তার কাছে মাইডাস ফিন্যান্সের মোট ৪ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ৭৬৬টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে কোম্পানিটি উল্লিখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার দরে বেচবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে