1. সামিট পোর্ট অ্যালায়েন্স
  2. কাসেম ড্রাইসেল
  3. গ্রামীন ফোন
  4. বিডি থাই
  5. ওয়েষ্টার্ন মেরিন
  6. স্কয়ার ফার্মা
  7. অগ্নি সিস্টেমস
  8. বেক্সিমকো ফার্মা
  9. তুংহাই
  10. হামিদ ফেব্রিকস।

ডিএসইতে ১৪ মাসে সর্বনিম্ন লেনদেন

low indexনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন অটোমোশন ট্রেডিং প্লাটফর্মে লেনদেন শুরু হয়েছে আজ। ডিএসইতে প্রথম দিন নতুন এ প্ল্যাটফর্ম লেনদেন ছিল নিম্নমুখী। পাশাপাশি সূচকও কমেছে। ডিএসইর আজকের লেনদেন প্রায় ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পুরানো পদ্ধতি বাদ দিয়ে নতুন অটোমোশন ট্রেডিং প্ল্যাটফর্মে লেনদেন শুরু করেছে। এই নতুন পদ্ধতিতে লেনদেন অনেকেই পর্যবেক্ষণ করছে। আবার অনেকের কাছে নতুন অটোমোশন ট্রেডিং লেনদেনটি একেবারে নতুন। কিছুটা সময় লাগবে বুঝতে। তাই প্রথমদিন বিধায় আজ এত কম লেনদেন হয়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৮৯ লাখ টাকা। যা ডিএসইতে ১৩ মাস ২১ দিন বা ২৭৬ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ২০ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছিলো ১১০ কোটি ৪৩ লাখ টাকা। গত বছরের ২০ অক্টোবরের পর থেকে ডিএসইতে আজকের লেনদেনই সর্বনিম্ন। ডিএসইর সঙ্গে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও কমেছে। সিএসইতে আজ লেনদেন হয়েছে ২৫ কোটি ৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ব্রড ইনডেক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৩৩ পয়েন্টে। ডিএসইতে মোট ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১৭টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে- সামিট পোর্ট অ্যালায়েন্স, কাসেম ড্রাইসেল, গ্রামীন ফোন, বিডি থাই, ওয়েষ্টার্ন মেরিন, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেমস, বেক্সিমকো ফার্মা, তুংহাই ও হামিদ ফেব্রিকস।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

সি অ্যান্ড এ টেক্সটাইলের লটারির ড্র র ফলাফল

cnaনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শেষে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য সি অ্যান্ড এ সি অ্যান্ড এ টেক্সটাইলের লটারির ড্রর ফলাফল প্রকাশ করা হয়েছে।

সূত্র থেকে জানা গেছে, আজ বৃহস্পতিবার কোম্পানিটির লটারির ড্র রাজধানীর রমনায় অবস্থিতি ইনষ্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) এর সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

কোম্পানিটির আইপিওতে ৪৫ কোটি টাকার বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৬৮ কোটি ৯০ লাখ ৬৭ হাজার টাকা বা ১৯.৩০ গুণ আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৬৫ কোটি ৭১ লাখ ০৭ হাজার টাকার এবং প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ৩ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার আবেদন জমা পড়েছে।

ব্যাংক কোড  ক্লিক করুন

সাধারণ বিনিয়োগকারী  ক্লিক করুন

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ক্লিক করুন

প্রবাসী বিনিয়োগকারী  ক্লিক করুন

মিউচুয়াল ফান্ড  ক্লিক করুন

 

রিফান্ড ও এলোটমেন্ট সংক্রান্ত তথ্যের জন্য ক্লিক করুন

 

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ডিএসই নতুন যুগে প্রবেশ করেছে : এম এ মান্নান

mannanনিজস্ব প্রতিবেদক :

আজকে ডিএসই একটা নতুন যুগে প্রবেশ করেছে। এ সিস্টেম চালুর ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবে। আমাদের সরকার প্রধানের নেতৃত্বে দেশের অর্থনীতির সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন করতে চাই। সরকার এ কার্যক্রমকে অভিনন্দন জানাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোনরাগাঁও হোটেলে ডিএসইর নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে। সরকার তাদের ওপর অযাচিত হস্তক্ষেপ করবে না। সরকার জানে অর্থনৈতিক উন্নয়ন ছাড়া দেশ এগোবে না। এ জন্য অর্থনীতির যে ক্ষেত্রে সংস্কার প্রয়োজন আমরা তা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ডিএসইর এমডি ড. স্বপন কুমার বালা, নাসডাকের এমডি রবার্ট ফ্রিজ, ফ্লেক্সট্রেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা জেন মাইকেল বাঙ্কো প্রমুখ।

বিএসইসি’র চেয়ারম্যান বলেন, ডিএসই’র এ অটোমেশনের মাধ্যমে লেনদেন আরও দ্রুত ও স্বচ্ছভাবে হবে। দেশের শেয়ারবাজার স্থিতিশীল হওয়ায় বিদেশী বিনিয়োগকারীরা আমাদের বাজারে ঝুঁকছে। তারা আমাদের শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াচ্ছে।

বাজারে কারসাজি শণাক্ত করতে আমরা আধুনিক প্রযুক্তির সার্ভিলেন্স সফটওয়্যার ব্যবহার করা হযেছে। দেশের উভয় স্টক এক্সচেঞ্জ উন্নত সফটওয়্যার ব্যবহার করছে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

  1. কাসেম ড্রাইসেল
  2. গ্রামীন ফোন
  3. সামিট পোর্ট অ্যালায়েন্স
  4. হামিদ ফেব্রিকস
  5. বেক্সিমকো ফার্মা
  6. অগ্নি সিস্টেমস
  7. খান ব্রাদার্স
  8. তুংহাই
  9. বেক্সিমকো
  10. ওয়েষ্টার্ন মেরিন।

শেয়ারবাজারে সূচক পতনে লেনদেন চলছে

low indexস্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ১১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টি কোম্পানির। আর দর কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯০৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৫১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮১৯ পয়েন্টে।

এসময় ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে- কাসেম ড্রাইসেল, গ্রামীন ফোন, সামিট পোর্ট অ্যালায়েন্স, হামিদ ফেব্রিকস, বেক্সিমকো ফার্মা, অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স, তুংহাই, বেক্সিমকো ও ওয়েষ্টার্ন মেরিন।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে  (সিএসই) সার্বিক সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২১২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ২৪টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ডিএসইতে অটোমেশন পদ্ধতিতে লেনদেন

dse1নিজস্ব প্রতিবেদক :

নতুন প্রজন্মের অটোমেশন পদ্ধতিতে চালু করছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে ১৬ বছরের পুরনো লেনদেন পদ্ধতি বদলে যাচ্ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ সকাল সাড়ে ৯টায় নতুন পদ্ধতির উদ্বোধন করা হবে।

ইকুইটি ছাড়াও ইটিএফ, বন্ড, কমোডিটিসহ বিভিন্ন প্রডাক্টের জন্য আলাদা লেনদেনের সুবিধা দেবে নতুন সফটওয়্যারটি।

প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা সংবলিত নতুন লেনদেন ব্যবস্থা চালুর ফলে মার্কেট লট প্রথা উঠে যাচ্ছে। অডলটের ভোগান্তি থেকে রেহাই পাবেন বিনিয়োগকারীরা। এছাড়া আগামী বছরের এপ্রিল থেকে সেলফোন ও আইপ্যাডের মাধ্যমে এ সিস্টেমে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা।

নতুন লেনদেন ব্যবস্থায় ব্রোকার সাইডে কোনো সার্ভার আবশ্যক নয়। বর্তমানে এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশন বহন করছে। এ সফটওয়্যারের বিভিন্ন প্রডাক্টের জন্য আলাদা লেনদেন ব্যবস্থার পাশাপাশি উন্নত মানের রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। নতুন এ পদ্ধতিতে কোনো শর্টসেল হবে না।

কোনো শেয়ারের ক্রয়াদেশ অথবা বিক্রয়াদেশ কম কিংবা বেশি রয়েছে কিনা, তা খুব সহজেই বোঝা যাবে। এছাড়া সূচক, লেনদেনসহ বিভিন্ন চিত্র রিয়েল টাইমে দেখা যাবে। আগের ব্যবস্থায় লেনদেন চলাকালে প্রতি ৫ মিনিটে তা পরিবর্তন হতো।

ডিএসইতে ১৯৯৮ সালে প্রথম অটোমেটেড ট্রেডিং পদ্ধতি চালু হয়। লেনদেন ব্যবস্থায় আধুনিকায়নের অংশ হিসেবে চলতি বছরের ২১ মার্চ অটোমেটেড ট্রেডিং প্লাটফর্ম চালুর জন্য নাসডাক ওএমএক্স ও ফ্লেক্সট্রেড সিস্টেমসের সঙ্গে চুক্তি সই করে ডিএসই।

চুক্তির নয় মাসের মধ্যে আধুনিক প্রযুক্তির অটোমেটেড ট্রেডিং প্লাটফর্ম চালু করছে ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর