আইসিবির এমডি পদে মো. ফায়েকুজ্জামান পূন:নিয়োগ

md-icbনিজস্ব প্রতিবেদক :

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে পূন:নিয়োগ পেয়েছেন মো. ফায়েকুজ্জামান। সরকারি এ প্রতিষ্ঠানে তিনি পঞ্চমবারের মতো এমডির দায়িত্ব পেলেন তিনি।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর তার চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয়েছিল। সরকার এমডি পদে তাকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক পদে মো. ফায়েকুজ্জামানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বৃদ্ধি করা হলো।

ফায়েকুজ্জামান ২০১০ সালে অক্টোবর মাসে আইসিবির এমডি হিসেবে এক বছরের জন্য চুক্তিতে প্রথম নিয়োগ পান। এরপর এ নিয়ে চার দফা তার চুক্তির মেয়াদ বাড়ল।

তার চুক্তিভিত্তিক এই পদের মেয়াদ গত ৪ ডিসেম্বর শেষ হয়। এরপর আইসিবির একজন মহা-ব্যবস্থাপক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

ফায়েকুজ্জামান ২০১০ সালের অক্টোবর মাসে আইসিবির এমডি হিসেবে এক বছরের জন্য চুক্তিতে প্রথম নিয়োগ পান।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

বিআইএফসির রাইট শেয়ার বিওতে

bifcস্টকমার্কেট ডেস্ক :

বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে রাইট শেয়ার পাঠিয়েছে বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি শেয়ারবাজারে প্রতি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার মোট ৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৯৮১টি শেয়ার ছেড়ে ৩৩ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৮১০ টাকা উত্তোলন করে। প্রতিটি রাইট শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা।

কোম্পানিটির রাইটের সাবস্ক্রিপশন ৯ নভেম্বর শুরু হয়ে চলে ৩০ নভেম্বর পর্যন্ত। গত ১৯ অক্টোবর রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ছিলো।

কোম্পানির পরিশোধিত মূল্য ১০০ কোটি টাকায় উন্নীত করতে গত ২৪ মার্চ রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয় বিআইএফসি। এজন্য গত ২৪ এপ্রিল বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের অনুমতি নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

সূচক বেড়ে রেকর্ড টোকিও শেয়ারবাজারে

japanস্টকমার্কেট ডেস্ক :

গতকাল বুধবার ঘটেছে রেকর্ড গড়ার ঘটনা। বিগত ৬ বছরের রেকর্ড ভেঙ্গে এদিন একদিনে সূচক বেড়েছে ৩৯০.২১ পয়েন্ট যা একদিনে সূচক বৃদ্ধির ক্ষেত্রে রেকর্ড।

নির্বাচনের পর আবার আগের চেহারায় ফিরতে শুরু করেছে টোকিও শেয়ারবাজার। সপ্তাহের শুরুতেই কিছুটা সূচক পতন ঘটলেও রবিবারের নির্বাচনে শিঞ্জো আবের বিজয়ের পর তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ এই শেয়ার বাজারটি।

যার ফলে নিক্কেই ইন্ডেক্স পৌঁছেছে ১৭ হাজার ২১০.০৫ পয়েন্টে। এর আগে ২০০৮ সালেই কেবল একদিনে এতো বেশি একদিনে সূচক বেড়েছিল।

দিনশেষে নিক্কেই ইন্ডেক্স ৩৯০.২১ পয়েন্ট বেড়ে ১৭,২১০.০৫ পয়েন্টে অবস্থান করছে যা আগের দিনের চেয়ে ২.৩১% শতাংশ বেশি। এদিন উল্লেখযোগ্য হারে বেড়েছে যোগাযোগ ও প্রযুক্তি খাতের শেয়ারের দাম।

সূত্র- রয়টার্স

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

সোনালি ও কেয়ার লেনদেন বন্ধ রবিবার

suspendস্টকমার্কেট ডেস্ক :

রেকর্ড ডেটের কারণে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে আগামী ২১ ডিসেম্বর রোববার। কোম্পানি দুটি হচ্ছে- সোনালি আঁশ ও কেয়া কসমেটিকস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, এই ২ কোম্পানির লেনদেন আজ বৃহস্পতিবার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শেষ হবে।

 

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সিএসইতেও থাকলো না হাওলা চার্জ

cseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জতেও (সিএসই) হাওলা চার্জ উঠিয়ে দেওয়া হয়েছে। একইভাবে লাগা চার্জ শতকরা ২ পয়সার স্থলে ৩ পয়সা নির্ধারণ করেছে সিএসই।

এ বিষয়ে সিএসইর মহাব্যবস্থাপক গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, আমরা হাওলা চার্জ উঠিয়ে দিয়েছি। আর কমিশন হিসেবে (লাগা চার্জ) মোট লেনদেনের উপর শতকরা ৩ পয়সা ধার্য করা হয়েছে।

নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএসইর মতো সিএসইও লট প্রথা উঠিয়ে দিয়েছে। ফলে হাওলা চার্জ নির্ধারণ নিয়ে সমস্যা দেখা দেয়। এ প্রেক্ষাপটে ডিএসইর মতো সিএসইও হাওলা চার্জ উঠিয়ে দিল।

এরআগে গত বুধবার স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে হাওলা চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে লাগা চার্জ বাবদ ব্রোকারেজ হাউস থেকে শতকরা ৩ পয়সা নেবে ডিএসই। লাগা চার্জের নাম পরিবর্তন করে ‘ট্রানজেকশন ফি’ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

  1. কাশেম ড্রাইসেলস
  2. ফু-ওয়াং ফুড
  3. আরকে সিরামিকস
  4. স্কয়ার ফার্মা
  5. অগ্নি সিস্টেম
  6. তুংহাই
  7. বেক্স-ফার্মা
  8. লাফার্জ সিমেন্ট
  9. কেয়া কসমেটিকস
  10. সামিট এলায়েন্স পোর্ট।

পাঁচ দিন পর ঊর্ধ্বমুখী সূচক

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

টানা পাঁচ দিন কমার পর বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। তবে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন কিছুটা কম লক্ষ্য করা গেছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৫৬ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির দর।

লেনদেন হয়েছে ২৩১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বুধবার লেনদেন হয় ২৮৪ কোটি ৫৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে কাশেম ড্রাইসেলস, ফু-ওয়াং ফুড, আরকে সিরামিকস, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেম, তুংহাই, বেক্স-ফার্মা, লাফার্জ সিমেন্ট, কেয়া কসমেটিকস ও সামিট এলায়েন্স পোর্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১০২ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৯৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। লেনদেন হয়েছে ২২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

  1. কাশেম ড্রাইসেলস
  2. আরকে সিরামিকস
  3. তুংহাই
  4. স্কয়ার ফার্মা
  5. বেক্স-ফার্মা
  6. সাপোর্ট
  7. অগ্নি সিস্টেম
  8. লাফার্জ সিমেন্ট
  9. একটিভ ফাইন
  10. নাভানা সিএনজি।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

index upনিজস্ব প্রতিবেদক :

টানা পাঁচ দিন কমার পর বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। তবে আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেন কিছুটা কম লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৭২ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

এসময় লেনদেন হয়েছে ৪৩ কোটি ২৪ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে কাশেম ড্রাইসেলস, আরকে সিরামিকস, তুংহাই, স্কয়ার ফার্মা, বেক্স-ফার্মা, সাপোর্ট, অগ্নি সিস্টেম, লাফার্জ সিমেন্ট, একটিভ ফাইন ও নাভানা সিএনজি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১২৩ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ১৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টির দর। লেনদেন হয়েছে ৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ইষ্টার্ন কেবলসের বোর্ড সভা রবিবার

easternস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইষ্টার্ন কেবলসের বোর্ড সভা আগামী ২১ ডিসেম্বর রবিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এই সভায় কোম্পানির ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৬ টাকা ১০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে