জিপিএইচর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই উদ্যোক্তা পরিচালক কোম্পানির মোট ১০ লাখ শেয়ার তার মেয়েকে হস্তান্তর করবেন।

জানা গেছে, জাহাঙ্গীর আলমের কাছে কোম্পানির মোট ৪ কোটি ৬৪ লাখ ১০ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার তার মেয়ে সাদমান সাইকা শেফাকে হস্তান্তর করবেন।

উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতিতে শেয়ার হস্তান্তর করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বিও একাউন্টে নর্দার্ন জুটের বোনাস

juteস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ন জুটের বোনাস শেয়ার আজ মঙ্গলবার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে নর্দার্ন জুট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

এর আগে নর্দান জুট ১৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

বরকতুল্লাহ’র বোনাস বিওতে প্রেরণ

barস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বরকতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস লিমিটেডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার আজ ২৩ ডিসেম্বর বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. ব্রাক ব্যাংক
  3. ডেসকো
  4. বেক্সিমকো ফার্মা
  5. স্কয়ার ফার্মা
  6. গ্রামীণফোন
  7. সামিট অ্যালায়েন্স পোর্ট
  8. কাশেম ড্রাইসলেস
  9. অগ্নি সিস্টমেস
  10. তুং হাই নিটিং ।

দিনশেষে সূচকের অবস্থান কমেছে

low indexনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। মঙ্গলবার দিনশেষে সূচকের অবস্থান কমেছে। পাশাপাশি লেনদেনও তুলনামুলক কমেছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে।

এ সময়ে লেনদেন নেওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২০২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিন লেনদেন হয়েছিল ২৬৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক একই সময়ে ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১৩ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

লেনদেন হয়েছে ৭০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

সৌদির ঘোষণায় স্বস্তিতে মার্কিন শেয়ারবাজার

usaস্টকমার্কেট ডেস্ক :

সৌদি আরবের ঘোষণায় পরপরই পাল্লা দিয়ে বেড়েছে আমেরিকার শেয়ারবাজারের সূচক। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারন বিনিয়োগকারিদের মধ্যে। গতকাল সৌদি তেল বিষয়ক মন্ত্রী আলী-আল-নাইমি ঘোষণার পরেই এই স্বস্তি আসছে বলে রয়টার্স দাবি করছে।

গতকাল সোমবার সূচক বেড়েছে প্রায় সব কয়টি শেয়ারবাজারে । দিনশেষে Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ১৫৪.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭,৯৫৯.৪৪ পয়েন্ট, TR US ইন্ডেক্স ০.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৬.৬০ পয়েন্ট। Nasdaq Composite .IXIC ইন্ডেক্স ১৬.৯৮ পয়েন্ট বেড়ে ৪,৭৬৫.৩৮ পয়েন্টে অবস্থান করছে।

এক মাসের মুল্য পতনের পর সামান্য বেড়েছে তেলের দাম। তবে আশঙক্ষা ছিল যে হটাৎ করেই বেড়ে যেতে পারে তেলের দাম, কেননা তেল উৎপাদনকারি দেশগুলোর সংস্থা ওপেক তেলের উৎপাদন কমিয়ে দাম বাড়ানোর চেষ্টা করতে পারে বলে গুঞ্জন ছিল। তবে গতকাল সৌদি-আরব এবং ওপেকের এক বিবৃতিতে সে আশঙক্ষা দূর হয়েছে।

গতকাল সৌদি আরবের তেল বিষয়ক মন্ত্রী আলী-আল-নাইমি বলেন, দাম যাই হোক তেলের উৎপাদন কমাবে না ওপেক । তিনি আরও বলেন, সৌদি আরবের বরং উচিত তেলের উৎপাদন আরও বৃদ্ধি করা যাতে কোম্পানিগুলোর মার্কেট শেয়ার বাড়ানো যায়।

স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর

ভারত-শেয়ারবাজারে বেড়েছে সেনসেক্স

indiaস্টকমার্কেট ডেস্ক :

ভারতের শেয়ারবাজারে গতকাল সোমবার এক লাফে সেনসেক্স বেড়েছে ৩২৯.৯৫ পয়েন্ট। লেনদেন শেষে সূচকের অবস্থান দাঁড়িয়েছে ২৭ হাজার ৭০১.৭৯ অঙ্কে।

এই দিন বেড়েছে রুপির দামও। ডলারে রুপির দাম ৫ পয়সা বাড়ার সুবাদে বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৩.২৫ রুপি।

দীর্ঘ দিন ধরে পড়ছিল শেয়ারের দাম। গত সপ্তাহের মাঝামাঝি থেকে বাজার ঘুরতে শুরু করার আগে এক সপ্তাহেই সেনসেক্সের পতন হয় ১,০৪৯ পয়েন্ট। কিন্তু বাজার উঠতে শুরু করার পর ৫ দিনের লেনদেনেই নিট হিসাবে সেনসেক্সের উত্থান হয়েছে ১,৪৫৮ পয়েন্ট।

গতকাল অনেকটা আকষ্কিক ভাবেই ৩০০ পয়েন্টের উপর বেড়ে গেছে সূচক যা সত্যিই স্বস্তি ফিরিয়ে এনেছে দেশটির শেয়ারবাজারে।

স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর

সিডিবিএলে মোবাইল-সেবা নিতে রেজিস্ট্রেশন

cdblস্টকমার্কেট ডেস্ক :

সদ্য ঘোষিত অনলাইন ও মোবাইল এসএমএস সেবা চালু করতে রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই সেবাটি পেতে ডিপি হাউজে রেজিস্ট্রেশন করতে বিনিয়েগকারীদের আহবান জানিয়েছে ডিএসই।

উল্লেখ্য, সিডিবিএলে আগে থেকে অনলাইন সেবা ব্যবস্থা চালু ছিল। তবে বিনিয়োগকারীদের সুবিধার্থে এসএমএস সেবা এই প্রথম চালু করা হচ্ছে।

এই পদ্ধতিতে সিডিবিএলের ওয়েবসাইটে বিনিয়োগকারীরা নিবন্ধন (রেজিষ্ট্রার) করলে তাদের পোর্টফলিওর (পত্রকোষ) হালনাগাদ তথ্য জানতে পারবেন সহজে। কোনো কোম্পানির শেয়ারের দাম কত টাকায় অবস্থান করছে এবং গ্রাহক কত টাকা মুনাফা বা লোকসানে আছেন তা সহজে জানা যাবে।

এছাড়া বিও হিসাব থেকে টাকা ডেবিট-ক্রেডিট হলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠাবে সিডিবিএল।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

  1. ডেসকো
  2. লাফার্জ সুরমা সিমেন্ট
  3. ব্র্যাক ব্যাংক
  4. কাসেম ড্রাইসেল
  5. স্কয়ার ফার্মা
  6. গ্রামীন ফোন
  7. বেক্স-ফার্মা
  8. সাপোর্ট
  9. অগ্নি সিস্টেমস
  10. ফুয়ান ফুড।

স্বয়ংক্রিয় লেনদেনে গতি নেই শেয়ারবাজারে

houseনিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালু করা হয়েছে। বাজার কর্তৃপক্ষ নানামূখী পদক্ষেপের পরও এব্যবস্থায় লেনদেনে গতি আনতে পারছে না। আবার বিনিয়োগকারীরাও নতুন পদ্ধতিতে অভ্যস্ত হতে পারছেন না।

বাজার তথ্য থেকে জানা যায়, স্বয়ংক্রিয় লেনদেন চালুর পরে ৬ কার্যদিবসে লেনদেন হয়েছে এক হাজার ৩৩০ কোটি টাকা। যা গড়ে প্রতিদিন প্রায় ২২১ কোটি টাকা। অপরদিকে চালুর আগের ৫ কার্য দিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ১৭৮ কোটি টাকা, যা গড়ে প্রতিদিন ছিল প্রায় ৪৪৯ কোটি টাকা।

অর্থাৎ এ সময়ের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৫০ শতাংশ কিছুটা বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো জানা গেছে, নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালুর আগে ডিএসইর ব্রড ইনডেস্ক ছিল ৪৯৪৩ পয়েন্ট, শরিয়া ইনডেস্ক ছিল ১১৫৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ ইনডেস্ক ১৮২৭ পয়েন্ট ছিল।

কিন্তু ৬ কার্যদিবসের লেনদেনের ৫ কার্য দিবস বাজারে পতন ঘটেছে। এর মধ্যে ডিএসইর ব্রড ইনডেস্ক ৯৩ পয়েন্ট কমে ৪৮৪৯ পয়েন্টে, শরিয়া ইনডেস্ক ১২ পয়েন্ট কমে ১১৪৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ ইনডেস্ক ৩৭ পয়েন্ট কমে ১৭৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপরদিকে নতুন লেনদেন ব্যবস্থার আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ২৯ হাজার ৫১৪ কোটি টাকা নতুন লেনদেন ব্যবস্থার পর তা এসে দাঁড়িয়েছে ৩ লাখ ২৩ হাজার ৩০৯ কোটি টাকায়। অর্থাৎ ৬ কার্যদিবসের ব্যবধানে মূলধন কমেছে ৬ হাজার ১০৫ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা জানান, নতুন স্বয়ংক্রিয় লেনদেন চালুর পর অনেক বিনিয়োগকারী বিষয়গুলো বুঝে উঠতে পারছে না। একইসঙ্গে ডিসেম্বর ক্লোজিংকে সামনে রেখে বিশেষ করে বেশ কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সক্রিয় ভূমিকা পালন করছে না। ফলে লেনদেন শ্লথ গতিতে হচ্ছে।

আবার নতুন স্বয়ংক্রিয় ব্যবস্থায় টেকনিক্যাল বিষয়গুলো বিনিয়োগকারীরা বুঝতে সক্ষম হলে একটা সময় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করছেন তারা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর