নিজস্ব প্রতিবেদক :
দেশের উভয় শেয়ারবাজারে রবিবার মূল্য সূচক ও টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। দিনভর নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনের শেষভাগে সূচক রেখা উপরের দিকে উঠতে দেখা গেছে। ডিসেম্বর ক্লোজিংয়ের কারণে সূচক ও লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ডিএসইর তথ্য অনুযায়ী, রবিবার ডিএসইতে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি ১ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ১৯১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন মোট লেনদেনে অংশ নেয় ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮০১ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৯ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, এমজেএলবিডি, স্কয়ার ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, ডেসকো, তিতাস গ্যাস, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ারটেক ও বিডিথাই অ্যালুমিনিয়াম।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৪১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিসেম্বর মাসে বরাবরের মতো বাজারে ধীর গতি বিরাজ করে। কারণ এ সময় প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগ পরিকল্পনা নির্ধারণ করছে। এ লক্ষ্যে অনেকে বিনিয়োগ গুটিয়ে নিচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/