এপোলো পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

Apollo ispatস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাবুক্ত কোম্পানি এপোলো ইস্পাতের পরিচালক আবদুর রহমান কোম্পানিটির শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঘোষণা অনুযায়ী তিনি ১৫ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আবদুর রহমানের হাতে থাকা এপোলো ইস্পাতের ৭০ লাখ ৭৫ হাজার শেয়ার ছিল।

ঘোষণা অনুযায়ী তিনি বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বেচা শেষ করলেন। তিনি ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারগুরো বিক্রি করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এএইচ

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. এমজেএলবিডি
  3. স্কয়ার ফার্মা
  4. সামিট অ্যালায়েন্স পোর্ট
  5. ডেসকো
  6. তিতাস গ্যাস
  7. গ্রামীণফোন
  8. বেক্সিমকো ফার্মা
  9. সাইফ পাওয়ারটেক
  10. বিডিথাই অ্যালুমিনিয়াম।

শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে

low indexনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে রবিবার মূল্য সূচক ও টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। দিনভর নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। দিনের শেষভাগে সূচক রেখা উপরের দিকে উঠতে দেখা গেছে। ডিসেম্বর ক্লোজিংয়ের কারণে সূচক ও লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য অনুযায়ী, রবিবার ডিএসইতে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি ১ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ১৯১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন মোট লেনদেনে অংশ নেয় ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮০১ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, এমজেএলবিডি, স্কয়ার ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, ডেসকো, তিতাস গ্যাস, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ারটেক ও বিডিথাই অ্যালুমিনিয়াম।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৪১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিসেম্বর মাসে বরাবরের মতো বাজারে ধীর গতি বিরাজ করে। কারণ এ সময় প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগ পরিকল্পনা নির্ধারণ করছে। এ লক্ষ্যে অনেকে বিনিয়োগ গুটিয়ে নিচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/

আইসিবির আট ফান্ডের এনএভি প্রকাশ

icbস্টকমার্কেট ডেস্ক :

শোয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের আটটি আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২৩ ডিসেম্বর ২০১৪ তারিখের হিসাব অনুযায়ী আইসিবি মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০ টাকা ফেস ভ্যালুর বিপরীতে প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট অ্যাসেট (এনএভি) ভ্যালু ক্রয় মূল্য অনুসারে ২২২.৮৩ টাকা এবং বাজার মূল্য অনুসারে ১,৫১৬.৩৭ টাকা। দ্বিতীয় আইসিবির ইউনিটপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ক্রয় মূল্য অনুসারে ৯৮.৮৮ টাকা এবং বাজার মূল্য অনুসারে ২৯৪.৮৬ টাকা, তৃতীয়টির ক্রয় মূল্য অনুসারে ৬৭.৩৪ আর বাজার মূল্য অনুসারে ৩২২.৩৩ টাকা, চতুর্থটির ক্রয় মূল্য অনুসারে ৭৬.৮৬ আর বাজার মূল্য অনুসারে ২৮৩.৮৮ টাকা।

পঞ্চমটির ক্রয় মূল্য অনুসারে ৫৮.০০ আর বাজার মূল্য অনুসারে ২৪৬.৮৯ টাকা, ষষ্ঠটির ক্রম মূল্য অনুসারে ২৬.৮৯ আর বাজার মূল্য অনুসারে ৬০.৮৩ টাকা, সপ্তমটির ক্রম মূল্য অনুসারে ৩৮.০৯ আর বাজার মূল্য অনুসারে ১০৮.৪৫ টাকা এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ক্রয় মূল্য অনুসারে ৩২.৭৩ টাকা আর বাজার মূল্য অনুসারে ৭২.৬২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

সিটি ব্যাংকের জমি ও ভবন পুনর্মূল্যায়ন

citi bankস্টকমার্কেট ডেস্ক :

জমি ও ভবন পুনর্মূল্যায়ন অনুমোদন করেছে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ। ডিএসই সূ্ত্রে এ তথ্য জানা গেছে।

পুনর্মূল্যায়নের পর জমির মূল্য বেড়েছে ৭ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকা। পুনর্মূল্যায়নের আগে জমির মূল্য ছিল ৩৪ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। পরে জমির দাম দাঁড়িয়েছে ৪২ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা।

পুনর্মূল্যায়নের পর ভবনের দাম বেড়েছে ২ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা। পুনর্মূল্যায়নের আগে ভবনের দাম ছিল ১৮ কোটি ১৫ লাখ ৮০ হাজার টাকা ও পরে ২০টি ভবনের দাম দাঁড়িয়েছে ২০ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. এমজেএলবিডি
  3. স্কয়ার ফার্মা
  4. ডেসকো
  5. সামিট অ্যালায়েন্স পোর্ট
  6. তিতাস গ্যাস
  7. সাইফ পাওয়ার
  8. বেক্স- ফার্মা
  9. গ্রামীণফোন
  10. বিডি থাই।

এশিয়ান টাইগার ফান্ডের আবেদন ১১ জানুয়ারি

ipoস্টকমার্কেট ডেস্ক :

সদ্য অনুমোদন পাওয়া এশিয়ান টাইগার সন্ধানি লাইফ গ্রোথ ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে। তা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। আর প্রবাসী বিনিয়োগকারীরা এ সুযোগ পাবে ২৪ জানুয়ারি পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এশিয়ান টাইগার ১০টাকা অভিহিত মূল্যে ১০ কোটি ইউনিট ইস্যু করবে বাজারে। এর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে ফান্ডটি।

এই ফান্ডের মার্কেট লট ৫০০টিতে। এটি ১০ বছর মেয়াদি একটি ফান্ড হবে।

ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আর ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

বাংলাদেশ ফান্ডের এনএভি প্রকাশ

mutualস্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ ফান্ডের গত ২৩ ডিসেম্বরের হিসাব অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভি) প্রকাশ করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বে-মেয়াদী মিউচুয়াল এই ফান্ড বর্তমানে ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে ইউনিটপ্রতি সম্পদ বাজার মূল্য অনুসারে ১০৭.৬৮ টাকায় দাঁড়িয়েছে। এ ফান্ডের ইউনিটের বিক্রয় এবং পুনঃক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১১১ টাকা ও ১০৮ টাকা।

বর্তমানে ক্রয়মূল্য অনুসারে বাংলাদেশ ফান্ডের মোট সম্পদ দাঁড়িয়েছে ১ হাজার ৮২৯ কোটি ৫৩ লাখ ৭১ হাজার ৮১৫.৭৬ টাকা এবং বাজার মূল্য অনুসারে ১ হাজার ৮১৩ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৩৪০.৯৭ টাকা।

বাজারে ভয়বাহ ধসের প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে ২০১১ সালের ১১ মে এ ফান্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। ফান্ডটির আকার নির্ধারণ করা হয় ৫ হাজার কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

চীন বিরোধী আন্দোলনে হংকংয়ে লেনদেনে অচলবস্থা

hongস্টকমার্কেট ডেস্ক :

স্বাধীনতার দাবিতে গত কয়েকমাস ধরে হংকং জুড়ে চলছে চীন বিরোধী আন্দোলন। বিক্ষোভ হয়েছে স্টক মার্কেটের সামনেও। পরিস্থিতি সামাল দিতে কিছু সময়ের জন্য হংকং স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকে। সূত্র-রয়টার্স

দেশজুড়ে চলছে চরম রাজনৈতিক অস্থিরতা। ফলে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে হংকং শেয়ারবাজারেও। যার মাসূল গুনতে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের। অব্যহতভাবে চলছে সুচক পতন।

মার্কেট সচল হলে গতকাল দিনশেষে Hang-Seng ইন্ডেক্স ১৫.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩,৩৪৯ পয়েন্টে।

বাজার সংশ্লিষ্টদের মতে স্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিশ্চিত করা না গেলে বড় ধরনের পতনের মুখে পড়তে পারে এশিয়ার অন্যতম বৃহিত এর শেয়ার বাজার।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এএআর/সি

প্রথম ঘন্টার লেনদেনে ধীর গতি

dse cseস্টকমার্কেট ডেস্ক :

সূচকে নিম্নমুখী প্রবণতায় রবিবার দেশের উভয় শেয়ারবাজারে দিনের প্রথম ঘন্টা লেনদেন হয়েছে। প্রথম ঘণ্টায় মূল্য সূচক কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনে ধীর গতি লক্ষ্য করা গেছে।

দিনের শুরুতে সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৭৯৩ পয়েন্টে।

লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ১৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির দর।

এ সময়ে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৯৬৯ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৮৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

লেনদেন হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এএআর