শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফারইস্ট ফিন্যান্সের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার এই কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণেই কোম্পানির পরিচালনা পর্ষদ বৃহস্পতিবারের সভা স্থগিত করা হয়েছে।
সূত্র জানায়, আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় কোম্পানির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির লভ্যাংশ ঘোষণা। গত ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
স্টকমার্কেটবিডি.কম/এএআর