ফারইস্ট ফিন্যান্সের বোর্ড সভা স্থগিত

farestস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফারইস্ট ফিন্যান্সের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার এই কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণেই কোম্পানির পরিচালনা পর্ষদ বৃহস্পতিবারের সভা স্থগিত করা হয়েছে।

সূত্র জানায়, আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় কোম্পানির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠকে আসতে পারে কোম্পানির লভ্যাংশ ঘোষণা। গত ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

সিঅ্যান্ডএ র ১১ % বোনাস লভ্যাংশ ঘোষণা

cnaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের নতুন কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এ বছরে এই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ১৩ পয়সা।

আগামী ১৫ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর ১৫ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

আমেরিকার শেয়ারবাজারে গ্রীস সংকটের প্রভাব

usaস্টকমার্কেট ডেস্ক :

গতকাল সপ্তাহের ৪র্থ দিনে ব্যাপক হারে সূচক পতন ঘটেছে আমেরিকার শেয়ারবাজারে। মূলত গ্রীস সংকটের সুষ্ঠ সমাধান না হওয়ায় বাজার এদিন কার্যত বিনিয়োগকারী শুন্য পড়েছিল বলে দাবি করেছে ব্লুমবার্গ।

এদিন মোট লেনদেন কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। দিন শেষে জ্বালানী খাতের সূচক কমেছে ১.৮৯ শতাংশ। এছাড়া কমেছে স্বাস্থ এবং ইউটিলিটি খাতের সূচক। গতকাল দিনশেষে TR-US INDEX 0.৪০ (০.২২%) পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫.০৩ পয়েন্টে । S&P 500 ইন্ডেক্স ২.৭৭ (০.১৪%) পয়েন্ট কমে ২,০৪৭.২৬ পয়েন্টে এবং NASDAQ ইন্ডেক্স ৪৯.৪২ পয়েন্ট কমে ৪৭২৯.৩০পয়েন্টে অবস্থান করছে।

উল্লেখ্য, গ্রীসে সিরিযা পার্টির বিজয়ের পরে ইউরো-জোনে থাকা না থাকা নিয়ে নতুন করে ধোয়াসা তৈরি হয়েছে গ্রিসে। ফলে যে কোন সময় বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের আশংখায় রয়েছে ইউরো জোনের দেশগুলো। আর তার প্রভাবে বেশ সতর্ক ভাবেই বাজার পর্যাবেক্ষন করছেন মার্কিন বিনিয়োগকারিরা। একারণেই বাজারে সূচক ও লেনদেন কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্টকমার্কেটবিডি.কম/তরি/এলকে

সিএসইতে বেড়েছে অধিকাংশ খাতের সূচক

cseস্টকমার্কেট ডেস্ক :

চট্রগ্রাম স্টিক একচেঞ্জ (সিএসই) তে সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবারে লেনদেন শেষে খাত ভিত্তিক বিবেচনায় অধিকাংশ খাতের সূচক ছিল উর্ধগামী। যার ফলে সিএসই সার্বিক সূচকও ছিল ইতিবাচক ধারায়। গতকালের মতো আজও সবচেয়ে বেশি সূচক বেড়েছে জীবন বিমা খাতের। দিনশেষে এই খাতের সূচক ১৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১লক্ষ ২৪ পয়েন্ট। তবে শতকরা হিসাবে সবচেয়ে বেশি বেড়েছে টেলিকমিউনেকেশন খাতের সূচক। আজ এ খাতে সূচক বেড়েছে প্রায় ১.৬৮ শতাংশ।

তবে এদিন সবচেয়ে বেশি কমেছে লিজিং এন্ড ফাইনান্স খাতের সূচক। এ খাতে আজ সূচক দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৮১ পয়েন্ট। যা গতকালের চেয়ে ৯৬ পয়েন্ট কম।

উল্লেখ্য, সিএসইতে মোট ১৮ টি খাতের মধ্যে আজ সূচক বেড়েছে ১২টি খাতে এবং কমেছে ৬ টি খাতের সূচক।

স্টকমার্কেটবিডি.কম/টিআই/এলকে

  1. ইফাদ অটোস
  2. গ্রামীণফোন
  3. এমজেএল বিডি
  4. সামিট এ্যালায়েন্স পোর্ট
  5. এসিআই লিমিটেড
  6. লাফার্জ সুরমা সিমেন্ট
  7. সিএ্যান্ডএ টেক্সটাইল
  8. এসিআই ফরমুলেশন
  9. স্কয়ার ফার্মা
  10. ফু-ওয়াং ফুড

লেনদেনের শীর্ষে ইফাদ অটোস

ifadস্টকমার্কেট ডেস্ক :

প্রথম দিনেই শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে নতুন আসা কোম্পানি ইফাদ অটোস। কোম্পানিটি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্রগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) তে লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৩০ টাকায় লেনদেন শুরু করে। এদিন শেয়ারটি সর্বোচ্চ লেনদেন হয় ৬৯ টাকা দরে। তবে দিনশেষে কোম্পানিটির শেয়ার দর ৩৭ টাকা ৭০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৭০ পয়সায় ।

এদিন কোম্পানির ১ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৭৮ টি শেয়ার সর্বোমট ৫৫ হাজার ৩৫৫ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৭৪ কোটি ৯৩ হাজার টাকা ।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৬ তাকা ৯০ পয়াসা। এদিন সিএসই তে ইফাদ অটোসের মোট লেনদেনের পরিমান ছিল ১৭ কোটি ৭৯ লাখ ৫১ হাজার টাকা।

প্রসঙ্গত: ইফাদ অটোসের অনুমোদিত মূলধন রয়েছে ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৫ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ার রয়েছে ১১ কোটি ৫০ লাখ ।

স্টকমার্কেটবিডি.কম/টিআই/এলকে