মেঘনার ২ কোম্পানির দর বাড়ার কারণ নেই

megnaস্টকমার্কেট ডেস্ক :

মেঘনার দুই কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম ও মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল কারণ নেই। ডিএসই সূত্রে পাওয়া।

সাম্প্রতিক সময়ে কোম্পানি ২টির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়া নিয়ে তদন্ত করে ডিএসই কর্তৃপক্ষ। এরই পরিপেক্ষিতে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে দর বাড়ার মতো কোনো মূল্য সংবদেনশীল নেই।

স্টকমার্কেটবিডি.কম/এআর

  1. বেক্সিমকো
  2. ইফাদ অটোস
  3. আমরা টেকনোলজিস
  4. এমজেলবিডি
  5. গ্রামীণফোন
  6. লাফার্জ সুরমা সিমেন্ট
  7. বেক্সিমকো ফার্মা
  8. অগ্নি সিস্টেমস
  9. স্কয়ার ফার্মা
  10. আরএকে সিরামিকস।