- এসআইবিএল
- শাহজিবাজার পাওয়ার
- সামিট অ্যালায়েন্স পোর্ট
- ইফাদ অটোস
- লাফার্জ সুরমা
- গ্রামীন ফোন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
- ডেল্টা লাইফ
- স্কয়ার ফার্মা
- বেক্সিমকো লিমিটেড।
Day: January 22, 2025
শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন
উভয় শেয়ারবাজার সূচকের পতন ও আগের দিনের চেয়ে লেনদেন কম হয়েছে। এদিন অধিকাংশ শেয়ারের দর কমেছে।
সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স ২০ কমে অবস্থান করছে ৪ হাজার ৭১৯ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে ২৯৮ কোটি ৫ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছিল মোট ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
এদিন লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত ৩৫টির।
ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে এসআইবিএল, শাহজিবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইফাদ অটোস, লাফার্জ সুরমা, গ্রামীন ফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ডেল্টা লাইফ, স্কয়ার ফার্মা ও বেক্সিমকো লিমিটেড।
অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনশেষে সাধারণ মূল্য সূচক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৮১ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে মোট ২৮ কোটি ৩৮ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
এ দিন লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৩৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
স্টকমার্কেটবিডি.কম/এইচ
বিএসআরএম’র আইপিওতে ২০ গুন আবেদন
সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন সম্পন্ন করেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, এই কোম্পানির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৮৬১ কোটি ৫০ লাখ টাকার আবেদন জমা হয়েছে।
এছাড়া ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৯১ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীরা ৫৮ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড ২২০ কোটি ৩৭ লাখ টাকার আবেদন জমা দিয়েছে। সব মিলিয়ে মোট এক হাজার ২৩২ কোটি ৩৮ লাখ টাকার আবেদন জমা পড়েছে। যা চাহিদার ২০ গুনের বেশি।
গত ১ ফেব্রুয়ারি রবিবার থেকে শুরু করে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পযর্ন্ত ছিল বিএসআরএম’র প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আবেদনের সময়সীমা। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য সময় ছিল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নতুন ও পুরাতন উভয় পদ্ধতিতে শেয়ারবাজার থেকে কোম্পানিটির আইপিও টাকা উত্তোলন করেছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ
স্পট মার্কেটে যাবে ব্যাটবিসি
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (ব্যাটবিসি) আগামীকাল থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামীকাল ৩ মার্চ মঙ্গলবার ও ৪ মার্চ বুধবার এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে।
আগামী ৫ মার্চ কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে ওই দিন এর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
স্টকমার্কেটবিডি.কম/
রেকিট বেঙ্কাইজারের দর বাড়ার তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত রেকিট বেঙ্কাইজার বিডি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে ২ মার্চ সোমবার কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত মাসের ২৬ তারিখ ও চলতি মাসের ১ তারিখে অস্বাভাবিকহারে শেয়ারটির দর বেড়েছে। ২দিনে শেয়ারটির দর প্রায় ১৪৬ টাকা বেড়ে ১২০০ (প্রায়) টাকা থেকে ১৩৪৬.৫০ টাকায় দাঁড়িয়েছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ কার্যদিবসে শেয়ারটির দর প্রায় ১৭০ টাকা বেড়ে ১০৭০ (প্রায়) টাকা থেকে ১২৪০ (প্রায়) টাকায় উন্নীত হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/
মুন্নু সিরামিকসের পরিচালকদের শেয়ার হস্তান্তর
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি মুন্নু সিরামিকসের উদ্যোক্তা পরিচালক আফরোজা খান নিজ প্রতিষ্ঠানের মোট ৪ লাখ শেয়ার অপর পরিচালকের নিকট হস্তান্তর করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আফরোজা খানের কাছে কোম্পানির মোট ২৮ লাখ ৭৩ হাজার ১৩১টি শেয়ার ছিল। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার কোম্পানির অপর পরিচালক ও তার পুত্র রাশেদ মাইমুনুল ইসলামের কাছে হস্তান্তর করবেন ।
উল্লেখ্য, এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন।
স্টকমার্কেটবিডি.কম/
আল-আরাফাহ ব্যাংকের ১৪% শতাংশ নগদ লভ্যাংশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গতকাল ইতিমধ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
এ বছরে কোম্পানিটি কনসুলেটেড শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা।
আগামী ৩১ মার্চ ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।
স্টকমার্কেটবিডি.কম/এএআর
স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর
ফেব্রুয়ারিতে বিদেশীদের নিট বিনিয়োগ কমেছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশী বিনিয়োগকারীদের নিট বিনিয়োগ অনেকটা কমে এসেছে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ডিএসইতে নিট বিদেশী বিনিয়োগ কমেছে ৮৬ শতাংশ। ডিএসই সূত্রে পাওয়া তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে আসে।
ডিএসই থেকে পাওয়া তথ্যানুসারে, ফেব্রুয়ারিতে নিট বিদেশী বিনিয়োগ হয়েছে ৩১ কোটি টাকা, যা জানুয়ারিতে ছিল ২২৮ কোটি টাকা। গত মাসে বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন ২১৯ কোটি টাকা, যা আগের মাসে ছিল ১৯৭ কোটি টাকা। জানুয়ারিতে ৩৬৫ কোটি টাকার শেয়ার কেনে বিদেশী বিনিয়োগকারীরা, যেখানে ফেব্রুয়ারিতে কিনেছে ২৫০ কোটি টাকার। ফেব্রুয়ারিতে তাদের মোট লেনদেন দাঁড়িয়েছে ৪৬৯ কোটি টাকা, যা আগের মাসে ছিল ৫০২ কোটি টাকা।
চলমান রাজনৈতিক অস্থিরতায় শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে আসছে। রাজনৈতিক প্রতিকূলতায় অনেক কোম্পানির বিশেষ করে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর আয় কমার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতিতে বিদেশী বিনিয়োগকারীরা বেশি ঝুঁকি নিতে চাচ্ছেন না।
২০১৪ সালে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিল ৬ হাজার ২০৫ কোটি টাকা। সে সময় ৪ হাজার ৪০৬ কোটি টাকার শেয়ার কেনার বিপরীতে তারা বিক্রি করেছে মোট ১ হাজার ৭৯৮ কোটি টাকার শেয়ার কিংবা বন্ড ও মিউচুয়াল ফান্ড। এক বছরে ঢাকার শেয়ারবাজারে নিট বিদেশী বিনিয়োগ হয় ২ হাজার ৬০৮ কোটি টাকা।
ডিসেম্বরে বিদেশীদের মোট লেনদেন ছিল ৬০৪ কোটি ৭৫ লাখ টাকা। নভেম্বরে বিদেশী বিনিয়োগকারীদের কেনাবেচা ছিল ৫১৩ কোটি ৮৩ লাখ টাকার, যার মধ্যে ক্রয় ৩৪৮ কোটি ৩৮ লাখ টাকা ও বিক্রি ছিল ১৬৫ কোটি ৪৫ লাখ টাকা।
অক্টোবরে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন ছিল ৪০৯ কোটি ৯৮ লাখ ৮২ হাজার টাকা।
সেপ্টেম্বরে নিট বিদেশী বিনিয়োগ আগস্টের চেয়ে প্রায় ৩৩ গুণ বাড়ে। আগস্টে নিট বিদেশী বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র ১২ কোটি ৪৬ লাখ টাকা।
এর আগে এপ্রিলে বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগ হয়েছিল ১ হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকা। এ সময় নিট বিদেশী বিনিয়োগ হয় ৫৭২ কোটি ৮ লাখ টাকা, যা ২০১৪ সালের সর্বোচ্চ।
২০১৪ সালের জানুয়ারিতে ডিএসইতে নিট বিদেশী বিনিয়োগ ছিল ২৭৮ কোটি ৩৬ লাখ টাকা। সে মাসে বিদেশী বিনিয়োগকারীরা মোট শেয়ার কেনাবেচা করে ৫২৭ কোটি ৯৪ লাখ টাকার। ফেব্রুয়ারিতে নিট বিনিয়োগ হয় ১২১ কোটি ৫ লাখ টাকা ও লেনদেন হয় ৫৩৩ কোটি ৫ লাখ টাকা। এছাড়া মার্চে নিট বিদেশী বিনিয়োগ ৯৭ কোটি টাকা ও মোট লেনদেন ছিল ৩১৩ কোটি টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর