ওয়েস্টার্ন মেরিনের পরিচালকদের শেয়ার বিক্রয় সম্পন্ন

weastaernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫ উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। তারা এই কোম্পানির মোট ১৪ লাখ ৭০ হাজার ১৮৪ বোনাস শেয়ার বিক্রি করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ওয়েস্টার্ন মেরিনের পরিচালক আরিফুর রহমান খান তার কাছে থাকা ৩৩ লাখ ৬৩ হাজার ৯৯৮ শেয়ারের মধ্যে ৩ লাখ ৫ হাজার ৮১৮ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন।

এছাড়া মনজুর মোরশেদ চৌধুরী ২৯ লাখ ৬৭ হাজার ৪২৩ শেয়ারের মধ্যে ২ লাখ ৬৯ হাজার ৭৬৫ শেয়ার, আবু মোহাম্মদ ফজলে রশীদ ২৯ লাখ ৬৭ হাজার ৪২৩ শেয়ারের মধ্যে ২ লাখ ৬৭ হাজার ৭৬৫ শেয়ার, শাহ আলম ২৯ লাখ ২৪ হাজার ১১১ শেয়ারের মধ্যে ২ লাখ ৬৫ হাজার ৮২৮ শেয়ার এবং ক্যাপ্টেন সোহাইল হাছান ৩৯ লাখ ৪৯ হাজার ৮৯ শেয়ারের মধ্যে ৩ লাখ ৫৯ হাজার ৮ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন।

ঘোষণা অনুযায়ী ৩০ দিনের মধ্যে এসব শেয়ার বিক্রি করেছেন এসব পরিচালক।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ফেসবুককে কাজে লাগাবে সিএসই

cseনিজস্ব প্রতিবেদক :

বিনিয়োগকারীদের আরও সচেতন করতে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় ফেসবুককে কাজে লাগাতে চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)। আর এজন্য সিএসই অফিসিয়্যাল পেইজ খোলা হয়েছে।

সোমবার সিএসই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির একটি ফেসবুক পেজ উদ্বোধন করা হয়।

এসময় সিএসই চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, শেয়ারবাজার সম্পর্কে বিনিয়োগকারীদের আরও সচেতন করতে অনলাইনে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহায়ক ভূমিকা পালন করবে।

এসময় তিনি আরো বলেন, আমরা ফেসবুকের মাধ্যমে বিনিয়োগকারীদের আরও সচেতনতা বৃদ্ধি করতে চাই। অনেক তথ্যই তারা এখান থেকে পেতে পারবেন। এর মাধ্যমে বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল মারুফ মতিন বলেন, এই ফেসবুক পেজ থেকে বিনিয়োগকারীরা সঠিক সময়ে সঠিক তথ্য পাবেন। এ জন্য আমরা সব সময়ই সচেষ্ট থাকব।

তিনি বলেন, এই পেইজে যেন বাজার সম্পর্কে কোনো ভূল মন্তব্য না থাকে সে জন্য থাকবে আমাদের কমেন্ট ফিল্টারিং প্যানেল। এছাড়া সিএসইর নামে ভূয়া পেইজ বন্ধের জন্য ইতোমধ্যে বিটিআরসির সাথে কথা বলেছি। এই ভূয়া পেইজ বন্ধ করতে হবে। কারণ এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমের সিকিউরিটি নিশ্চত নয়।

তিনি আরও বলেন, এই পেইজটিতে বাজারকে প্রভাবিত করে কিংবা কোনো বিনিয়োগকারীকে বলা হবে না যে আপনি এই শেয়ারটি কেনেন/ বিক্রি করেন। কেনা/ বেচার তথ্য দেয়ার অধিকার আমাদের নেই।

পেইজটি হবে সিএসই অফিসিয়্যাল পেইজ (www.facebook.com/bangladeshcse).

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. শাহজিবাজার পাওয়ার
  2. শাশা ডেনিমস
  3. এসআইবিএল
  4. গ্রামীন ফোন
  5. ইফাদ অটোস
  6. সাইফ পাওয়ার
  7. সামিট অ্যালায়েন্স পোর্ট
  8. স্কয়ার ফার্মা
  9. বিবিএস
  10. লাফার্জ সুরমা সিমেন্ট।

ছয় দিন পর সূচকের সামান্য উত্থান

h indexনিজস্ব প্রতিবেদক :

টানা ৬ দিন পতনের পর সোমবার সামান্য উত্থানে ফিরেছে দুই শেয়ারবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টি কোম্পানির। আর দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭১৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষস্থান দখল করে নিয়েছে শাহজিবাজার পাওয়ার, শাশা ডেনিমস, এসআইবিএল, গ্রামীন ফোন, ইফাদ অটোস, সাইফ পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মা, বিবিএস ও লাফার্জ সুরমা সিমেন্ট।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬১৮ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। এদিন লেনদেন হয়েছে ২৬ কোটি ১২ লাখ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইস্টার্ন হাউজিংয়ের কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

eastern---smbdস্টকমার্কেট ডেস্ক :

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের সহকারী পরিচালক এসএম রফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর মতিঝিল মডেল থানায় মামলাটি (নং-১০) করেন।

আসামিরা হলেন- রাজউকের উপনগর পরিকল্পনাবিদ মো. আশরাফ আলী আখন্দ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের সিনিয়র নির্বাহী কর্মকর্তা নাজিম নওয়াজ চৌধুরী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২৭ আগস্ট মো. হারুন অর রশীদ গং-এর আমমোক্তার বুড়িগঙ্গা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেন রাজউকের অনুমতির জন্য আবেদন করেন। আবেদনটি রাজউকের উপনগর পরিকল্পনাবিদের দফতরে যায়। এতে রাজধানীর বাড্ডা ভূমি অফিসের মেরাদিয়া মৌজার মোট ১৬ কাঠা ভূমি ব্যবহারের ছাড়পত্র চাওয়া হয়। আশরাফ আলী আখন্দ আবেদনকারীকে জানান, তার আবেদন বিবেচনার কোনো সুযোগ নেই। উক্ত ইস্টার্ন হাউজিংয়ের লে-আউটের অন্তর্ভুক্ত। এছাড়া ওই জমিটি ব্যবহার ছাড়পত্র প্রদান না করার জন্য রাজউক কর্তৃপক্ষের কাছে ইস্টার্ন হাউজিং অনুরোধ করেছে। জমির প্রকৃত মালিকপক্ষকে ছাড়পত্র প্রদান না করে হয়রানি করেছেন। একই সঙ্গে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেরা লাভবান হয়েছেন। ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

ফ্লোর ক্রয় করবে ডেল্টা হাউজিং

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড ফ্লোর ক্রয় করবে। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স ৩ হাজার ২ শ’ স্কয়ার ফুট পরিমাপের ফ্লোর কিনবে। রেজিষ্ট্রেশন ব্যয় বাদে রাজধানীর ৬৫/২/২ পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ারের ৮ তলায় এই ফ্লোরের দাম ৪ কোটি ৮২ লাখ ২৮ হাজার ৮ শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ইফাদ অটোসের দর বাড়ার তথ্য নেই

ifadস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের নতুন কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ কার্যদিবস ধরে ধারাবাহিকভাবে শেয়ারটির দর বাড়ছে। এ সময়ে শেয়ারটির দর ৫২ টাকা থেকে বেড়ে ৬০ টাকা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ৮ টাকা বা ১৫ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কতৃপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম/এএআর