তসরিফার আইপিও ড্র র ফলাফল প্রকাশ

tasrifনিজস্ব প্রতিবেদক :

তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিযোগকারীদের কাছ থেকে পাওয়া আবেদনের লটারি ড্র হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ২৭ এপ্রিল ড্র হবে সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে এ ড্র অনুষ্ঠানটি শুরু হয়। নিম্ন ফলাললের লিন্ক দেওয়া হলো:

সাধারণ বিনিয়োগকারী  ক্লিক করুন

ক্ষতিগ্রস্ত কোটা ক্লিক করুন

মিউচুয়াল ফান্ড  ক্লিক করুন

প্রবাসী বিনিয়োগকারী  ক্লিক করুন

ব্যাংক কোড  ক্লিক করুন

 

এদিকে আইপিও অনুমোদন পাওয়া তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ১০ দশমিক ৫০ গুণ আবেদন জমা পড়েছে।

গত ২৪ মার্চ থেকে কোম্পানিটির আবেদন চলে ৩১ মার্চ। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ পায় ৯ এপ্রিল পর্যন্ত।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৪১ পয়সা ।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

চলতি বছরে সূচকের সর্বোচ্চ পতন

indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথমদিনে চলতি বছরের মধ্যে সূচকের সর্বোচ্চ পতন হয়েছে। এ দিন দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্য সূচক কমেছে ৯৭.৭৩ পয়েন্ট। এ ছাড়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন হওয়া ৩০৭ কোম্পানির মধ্যে দর কমেছে ২৪৮ টির। এছাড়া লেনদেনে অংশ নেওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড দর বেড়েছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর।

এদিন ডিএসইতে ৩৪১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি ১৫ লাখ টাকা কম বা ১০ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৭৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।

এর আগে ১৯ অক্টোবর ২০১৪ সালে সূচক কমে ১০৯ পয়েন্ট। তার পরের ছয় মাসে আজকের ৯৭.৭৩ পয়েন্টের পতন সর্বোচ্চ।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, এসিআই, ওয়েস্টার্ন মেরিন, শাঁশা ডেনিমস, এসিআই ফরমুলেশন, সাইফ পাওয়ার, কেপিসিএল, ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার, গ্রামীণফোন।

দেশের অপর শেয়ারবাজার বন্ধরনগরি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৬৭ পয়েন্ট কমে দিনশেষে ৭৬৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ দিন লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

কেয়ার ফের এজিএমের তারিখ পরিবর্তন

keyaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ফের পরিবর্তন করেছে। আগামী ১২ জুন এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এগিয়ে ১৬ মে নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ৩০ জুন ২০১৪ সালের সমাপ্ত অর্থবছরের অসমাপ্ত (পেন্ডিং) এজিএম জীপুরের কোনাবাড়ির জুরান এলাকায় অবস্থিত ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

২০১৪ সালের ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বোর্ড সভায় এজিএমের তারিখ ভেন্যু নির্ধারণ করেনি পরিচালনা পর্ষদ। পরবর্তীতে ২৯ ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৫ সালের ১৪ জানুয়ারি এজিএম অনুষ্ঠিত হবে। কিন্তু ১২ জানুয়ারি কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, অনিবার্যকারণবশত ১৪ জানুয়ারি এজিএম অনুষ্ঠিত হবে না। ১৪ জানুয়ারির পরিবর্তে ১২ জুন এজিএম অনুষ্ঠিত হবে।

কিন্তু ফের এজিএমের তারিখ পরিবর্তন করেছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

নির্বাচনের দিন শেয়ারবাজার বন্ধ

dseস্টকমার্কেট ডেস্ক :

আসন্ন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৮ এপ্রিল বা মঙ্গলবার স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া।

উল্লেখ্য, আগামি ২৮ এপ্রিল সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে সাধারন ছুটি ঘোষণা করেছে সরকার। এদিন সকল ব্যাংক-বীমাও বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

রংপুর ফাউন্ড্রির বোর্ড সভা আগামীকাল

rangpur-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি রংপুর ফাউন্ড্রি লিমিটেড বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামীকাল ২৭ এপ্রিল সোমবার বিকেল ৩টায় এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়াও বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ন্যাশনাল টিউবস তৃতীয় প্রান্তিকে লোকসানে

natস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস তৃতীয় প্রান্তিকে লোকসানে পড়েছে । চলতি অর্থ বছরের এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অনীরিক্ষিত আর্থিক হিসাব অনুযায়ি, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী লোকসানের পরিমাণ ২ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা। শেয়ার প্রতি এ লোকসানের পরিমাণ হচ্ছে ১ টাকা ৭ পয়সা। আগের বছরে একই সময়ে ন্যাশনাল টিউবসের কর পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ৩ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয়ের পরিমান ছিল ১ টাকা ৬৩ পয়সা।

আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় কমেছে ১৬৫.৬৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

বাংলাদেশ রি-রোলিং মিলসের লেনদেন শুরু

bsrmস্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের লেনদেন শুরু হচ্ছে আজ ২৭ এপ্রিল সোমবার। ‘এন’ ক্যাটাগরির আওতায় এ লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ডিএসইতে ট্রেডিং কোড হবে বিএসআরএমএলটিডি ও কোম্পানি কোড নম্বর ১৩২৩৮।

এর আগে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ১ হাজার ২৩২ কোটি ৩৮ লাখ টাকার আবেদন জমা পড়ে। যা কোম্পানির চাহিদার তুলনায় ২০.১২ গুণ বেশি।শেয়ার বরাদ্দে গত ৫ মার্চ লটারি অনুষ্ঠিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

৫ দিনে বাজার মূলধন কমেছে ১০ হাজার কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহব্যাপী নেতিবাচক প্রবণতা দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। এক সপ্তাহের ব্যবধানে ডিএসই প্রায় ১০ হাজার কোটি টাকা মূলধন হারায়। ৩ লাখ ১৪ হাজার ৬ কোটি টাকা মূলধন নিয়ে সপ্তাহ শুরু করলেও বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর মূলধন দাঁড়ায় ৩ লাখ ৪ হাজার ৮৯ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ১৬ শতাংশ কম।

সপ্তাহের পাঁচ কর্মদিবসের সব ক’টিতে ব্যাপক দরপতনের ফলে এ মূলধন হারায় ডিএসই। একই সময় ডিএসইর সব ক’টি সূচকের মারাত্মক অবনতি ঘটে। ডিএসইর প্রধান সূচকটি ১৮১ দশমিক ১৩ পয়েন্ট হারায়।

গত রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ৪ হাজার ৩৭৩ দশমিক ৩৪ পয়েন্ট থেকে সপ্তাহের লেনদেন শুরু করলেও বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর প্রধান সূচকটি নেমে আসে ৪ হাজার ১৯২ দশমিক ২১ পয়েন্টে। এ সময় ডিএসই-৩০ ও শরিয়াহ সূচকের অবনতি ঘটে ৭৫ দশমিক ৫৯ ও ৩৬ পয়েন্ট।

তবে সূচকের এ অবনতির মধ্যে বেড়েছে পুঁজিবাজারটির লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে মোট ২ হাজার ৩৬৬ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন নিষ্পত্তি হয়, যা আগের সপ্তাহ অপেক্ষা ৩৮ দশমিক ৪০ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইর মোট লেনদেন ছিল ১৭১০ কোটি ৩ লাখ টাকার। একই কারণে বেড়েছে ডিএসইর গড় লেনদেনও।

আগের সপ্তাহের ৪২৭ কোটি ৫০ লাখ টাকার স্থলে গত সপ্তাহে ডিএসইর গড় লেনদেন দাঁড়ায় ৪৭৩ কোটি ৩৪ লাখ টাকায়, যা আগের সপ্তাহ অপেক্ষা ১০ দশমিক ৭২ শতাংশ বেশি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

রেনেটা লিমিটেডের বোর্ড সভা ৩০ এপ্রিল

reneta-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেড বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টায় এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রেনটা গতবছর ২০১৪ সালে বিনিয়োগকারীদের জন্য ৭৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ন্যাশনাল ফিডের বোর্ড সভা আজ

national_groupস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেড বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আজ ২৭ এপ্রিল সোমবার বিকেল ৪টায় এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ন্যাশনাল ফিড মিল ২০১৫ সালেই শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করলে এটাই হবে কোম্পানিটির প্রথম ঘোষণা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর