এনসিসি ব্যাংকের ইজিএম স্থগিত

ncc-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) স্থগিত করা হয়েছে। হাইকোর্ট ডিভিশনের সুপ্রিম কোর্টের নির্দেশে ব্যাংকটির পূর্বনির্ধারিত ইজিএম স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ১১ মে সোমবার ব্যাংকটি ইজিএম অনুষ্ঠিত করার ঘোষণা দিয়েছিল। সকাল ১১টায়, পুলিশ কনভেনশন হল (২য় তলা), ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০ এ ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, গত ৬মে এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশের পুরোটাই বোনাস।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

প্রগ্রেসিভ ইন্স্যুরেন্স ৩.৩ কোটি টাকার জমি কিনবে

progresiveস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মৌলবিবাজার জেলায় ভবনসহ জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স মৌলবিবাজারে নিজুমালায়ের কোর্ট রোডে ২০, ০৩০ স্কয়ার ফুটের ১০ তলা ভবনের ভিত্তিসহ ৫ ডিসিমল জমি কিনবে। রেজিষ্ট্রেশন ব্যয় বাদে এই জায়গার দাম ৩ কোটি ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

মূল্য সূচকের রেকর্ডে বীমা খাতের রাজত্ব

dseস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সূচকের বড় ধরনের উত্থান ঘটেছে। বেশ কিছুদিন টানা পতনের পর রবিবার মূল্য সূচকের বড় ধরনের রেকর্ড হয়েছে। আর এদিন টপটেন গেইনার তালিকায় রাজত্ব করেছে বীমা খাতের কোম্পানি। তালিকার ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে বীমা খাতের।

উল্লেখ্য, বাজারে বীমা খাতের মোট ৪৬টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টি বা ৯৮ শতাংশ কোম্পানির।

ডিএসইর তথ্য অনুযায়ী, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড টপটেন গেইনারের শীর্ষে রয়েছে। শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ২১ দশমিক ৫২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৯ টাকা ২০ পয়সা দরে। কোম্পানির ৭৬ হাজার ৮৩টি শেয়ার ১৩ লাখ ৭৭ হাজার টাকায় লেনদেন হয়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ২ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা ২০ পয়সা দরে। কোম্পানির ১ লাখ ৭ হাজার ২৫৫টি শেয়ার ১৪ লাখ টাকায় লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৪২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২০ টাকা ৬০ পয়সা দরে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৮ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৩ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

পূরবী ইন্স্যুরেন্সের ১৫% বোনাস লভ্যাংশ ঘোষণা

purabi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের রবিবারের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৬৫ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩.৬৫ টাকায়।

আগামী ৩০ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে আগামী ৭ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর