ডিএসইতে বেড়েছে পিই

dse1স্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৪৭ পয়েন্টে, যা আগের সপ্তাহে ছিল ১৫ দশমিক ৩৭ পয়েন্ট।

বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৪ দশমিক ৬ পয়েন্ট, সিরামিক খাতের ৪৬ দশমিক ৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ২৭ দশমিক ৬ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৯ দশমিক ৯ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৪ দশমিক ৩ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১০ দশমিক ৪ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ২০ দশমিক ৫ পয়েন্টে, পাট খাতের ১৮ দশমিক ৩ পয়েন্ট, বিবিধ খাতের ২৩ দশমিক ৫ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৫ দশমিক ৯ পয়েন্টে, কাগজ খাতের ১৩ দশমিক ৩ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৩ দশমিক ৪ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩০ দশমিক ২ পয়েন্ট, চামড়া খাতের ২৩ দশমিক ৬ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ২৩ পয়েন্ট, বস্ত্র খাতের ১১ দশমিক ৮ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৫ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে আইসিবি

icbস্টকমার্কেট ডেস্ক :

রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পাশে দাঁড়াচ্ছে। প্রতিষ্ঠানটি শেয়ার কেনার জন্য গ্রাহকদের নেওয়া ঋণের (Margin Loan) সুদের একটি বড় অংশ মওকুফ করতে যাচ্ছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সুদ মওকুফের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিস্তারিত প্রস্তাব ও পরিকল্পনা প্রণয়নে একটি কমিটি গঠন করে দিয়েছে পর্ষদ। আইসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ের মার্জিন ঋণের ৭৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে আইসিবি। আর বাকী ২৫ শতাংশেও পাওয়া যাবে নমনীয় সুদে পরিশোধের সুযোগ। ঋণের এ অংশ পরিশোধে ৩ বছর সময় পাবেন গ্রাহকরা। আর এর জন্য দিতে হবে বার্ষিক ৮ শতাংশ সুদ, যা মার্জিন ঋণের প্রচলিত সুদ হারের অর্ধেকেরও কম।

জানা গেছে, সুদ মওকুফ সংক্রান্ত কমিটি আগামী রোববার বৈঠকে বসবে। এ কমিটিতে আছেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো: ফায়েকুজ্জামান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান এবং সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম।

আগামী ১১ জুন আইসিবির পরবর্তী পর্ষদ সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

এ ব্যাপারে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, বিষয়টি নীতিগতভাবে অনুমোদিত হলেও তার রূপরেখা চূড়ান্ত হয়নি। কমিটি রবিবার বসে সেটি চূড়ান্ত করবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে কেপিসিএল

kpplস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল বিদ্যুত্ খাতের প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

পাঁচ কার্যদিবস মিলিয়ে এ কোম্পানির মোট ২৬৩ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়, যা স্টক এক্সচেঞ্জের মোট লেনদেনের ৭ শতাংশেরও বেশি। কেনাবেচার পাশাপাশি কোম্পানিটির শেয়ারদরও বেড়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৬৫ লাখ ৫১ হাজার ১৬৭টি শেয়ার ১২৬ কোটি ৫ লাখ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবল কোস্পানি লিমিটেডের সপ্তাহজুড়ে ৭৫ লাখ ৬ হাজার ৭৯৮টি শেয়ার ১২৪ কোটি ৮৫ লাখ ৩৮হাজার টাকায় লেনদেন হয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, সাইফ পাওয়ারটেক, আরএকে সিরামিকস বাংলাদেশ, এসিআই ফরমুলেশনস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি এবং এমজেএল বাংলাদেশ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

অগ্রণী ইন্স্যুরেন্সের এজিএম

agriniস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ২০১৪ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ বেলা ১১টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এর এজিএম অনুষ্ঠিত হবে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে গেল হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা, বোনাস শেয়ার সমন্বয় শেষে আগের বছর যা ছিল ১ টাকা ৭৪ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ