সামিট পোর্টের রাইট ইস্যুতে প্রিমিয়াম ১৫ টাকা

summit-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্টের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুতে প্রিমিয়াম ২৫ টাকার পরিবর্তে ১৫ টাকায় শেয়ার ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, কোম্পানিটি ১০ টাকা ফেসভ্যালুর সাথে ১৫ টাকা প্রিমিয়ামে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। এখন কোম্পানিটি ৫ টাকা প্রিমিয়ামে রাইট শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটি ১:৫ হারে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা যাবে।

কোম্পানিটি জানিয়েছে, রাইট ইস্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে পরবর্তী রেকর্ড তারিখ জানানো হবে। আর শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৩০ জুলাই বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে। ওইদিন সকাল ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্স বাংলাদেশ, খামামারবাড়ি ফার্মগেট ইজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিডি সার্ভিসেসের রেকর্ড ডেট পরিবর্তন

bd serv-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট পরিবর্তন করা হয়েছে। কোম্পানির রেকর্ড ডেট আগামী ২৩ জুলাই নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ১৪ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া অর্থবছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

বিডি সার্ভিসেসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর আগারাগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে .৩৮ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮.৬৬ টাকায়। শেয়ার প্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ১.৮৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিওতে জমা

standard-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ২৫ জুন বৃহষ্পতিবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৪ সালের সমাপ্ত হিসাব বছরে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাসলভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৬ জুন অনুষ্ঠিত হয়েছে । কোম্পানির রেকর্ড ডেট ছিল গত ১৪ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. বিএটিবিসি
  2. লাফার্জ সুরমা সিমেন্ট
  3. গ্রামীনফোন
  4. ইউনাইটেড এয়ার
  5. স্কয়ার ফার্মা
  6. ইউনাইটেড পাওয়ার
  7. এএফসি এগ্রো
  8. বেক্সিমকো
  9. তসরিফা
  10. এ্যাপোলো ইস্পাত লিমিটেড।

সিএসইতে সূচক বাড়লেও লেনদেন কম

cseনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার দিন শেষে আগের দিনের চেয়ে বেড়েছে মূল্যসূচক ও শেয়ারের দর। তবে গত দিনের মত এ দিনও লেনদেনের পরিমান আগের দিনের চেয়ে কমেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিএসইর তথ্য অনুযায়ী, চট্রগাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক ১৮৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১০১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১০৩১ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১০৮ পয়েন্ট বেড়ে ৮৫৮৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন বেড়েছে সিএসই৩০ সূচক ১০৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে ৩৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল সোমবার ছিল ৪২ কোটি ৮৫ লাখ টাকা। এ হিসাবে ২ দিনের চেয়ে আজ লেনদেন কিছুটা কমেছে।

দিনভর সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬১ টির, কমেছে ৫১ টির এবং ৩৪ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

এদিন টাকার পরিমানে লেনদেনের প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল ইউনিটেডার ও লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ডিএসইতে লেনদেন ৫৯০ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯০ কোটি টাকা। যা আগের কার্যদিবসে ছিল ৪২৮ কোটি টাকা। এদিন বেড়েছে শেয়ারের দর ও সবধরণের সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবা দিন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫১.১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।। এছাড়া ডিএস-৩০ সূচক ১৭.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬৯ পয়েন্টে।

ডিএসইতে দিন শেষে লেনদেনের মোট পরিমাণ দাড়িয়েছে ৪২৮ কোটি ৩০ লাখ টাকা। যা আগের কার্যদিবস সোমবার ছিল ৫৯০ কোটি ৪৫ লাখ টাকা।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ২১৭ টি কোম্পানির দর বেড়েছে। এছাড়া কমেছে ৬৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির শেয়ার দর।

টাকার পরিমাণে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানিগুলো হলাে- বিএটিবিসি, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীনফোন, ইউনিট্রেডার, স্কয়ার ফার্মা, ইউনাইটেইড পাওয়ার, এএফসি এগ্রো,
বেক্সিমকো, তসরিফা এবং এ্যাপোলো ইস্পাত লিমিটেড

স্টকমার্কেটবিডি.কম/এমআর

১ জুলাই শেয়ারবাজারে লেনদেন বন্ধ

dseস্টকমার্কেট ডেস্ক :

আগামীকাল ১ জুলাই, বুধবার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক হলিডের কারণে লেনদেন বন্ধ থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরের দিন বৃহষ্পতিবার থেকে যথারীতি দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

প্রিমিয়ার লিজিং এর পরিচালকের শেয়ার ক্রয়

premiarস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্দোক্তা জরিনা বেগম আজ ২য় দফায় শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই পরিচালক এবার ৪ লাখ শেয়ার ক্রয় করবেন বলে ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদরে তিনি এ সব শেযার ক্রয় করবেন।

এর আগে গত ১৫ তারিখে তিনি আরো ৫ লাখ শেয়ার ক্রয় করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

হাক্কানি পাল্পের দর-বৃদ্ধি তদন্ত করবে বিএসইসি

hakkaniনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প এন্ড পেপার লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আজ মঙ্গলবার এক নোটিসে এই কমিটি গঠন করা করার কথা জানায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ১৩ বছর ধরে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর ১৬ থেকে ৩২ টাকার মধ্যে উঠা-নামা করলেও সম্প্রতি শেয়ারের দাম প্রায় ৫৮ টাকায় উপনিত হয়। উল্লেখ্য যে, গত ৬ মাসের মধ্যে শুধুমাত্র এবারই প্রথম কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৩ কার্যদিবসে হাক্কানি পাল্প এন্ড পেপার লিমিটেডের শেয়ার দর বেড়েছে প্রায় ৩৮ টাকা । গত ১০ জুন এ শেয়ারের দর ছিল ২০ টাকা এবং গত ২৯ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৮ টাকা।

গত ১৩ কার্যদিবসে শেয়ারটির দর ১৩ দিনই বেড়েছে। আর শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

শেয়ার কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

shakh hasena-smbdনিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুঁজিবাজারের সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।  আমাদের বিভিন্ন পদক্ষেপের কারণেই পুঁজিবাজার এখন একটি স্থিতিশীল অবস্থায় এসেছে।

পুঁজিবাজারের কারসাজির ব্যাপারে তিনি বলেন, মাঝে-মধ্যে হয়তো কিছু কিছু খেলার চেষ্টা করা হয়। তবে যখনই এ ধরনের চেষ্টা করা হয়, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করছি। যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তা নয়। অনেকেই হয়তো দেশে নেই, দেশ ছেড়ে চলে গেছেন। দেশে ফিরলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।জাতীয় সংসদে গতকাল অর্থবিলের ওপর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের এ অবস্থানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্বাবলম্বী হয়ে উঠছে, এবার ২ লাখ ৯৫ হাজার কোটি টাকার বেশি বিশাল বাজেট ঘোষণাই তার প্রমাণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা আজ কেউ-ই অস্বীকার করতে পারছে না। বিশ্বব্যাংক ও আইএমএফের রিপোর্টেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এক বছরে ১৪ ধাপ এগিয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে।

তিনি বাজেটের ওপর প্রায় দেড় ঘণ্টার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের বর্ণনা দেন। প্রধানমন্ত্রী দেশের পোলট্রি ফার্ম, ক্যান্সার প্রতিষেধক ওষুধ, তৈরি পোশাকসহ সব ধরনের রপ্তানি পণ্যের ওপর আরোপিত কর এবং শিক্ষাখাতে আরোপিত ভ্যাট হ্রাস ও প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীর কাছে সুপারিশ তুলে ধরলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, এবারের বাজেটে হয়তো ৫% ঘাটতি আছে। এটা কোনো সমস্যা নয়। জনকল্যাণমুখী এই বাজেট দেশের জনগণের উন্নয়নের পথকে সুগম করবে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।

চার দেশের মধ্যে আন্তঃযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে কোনো একটি দেশ এককভাবে এগিয়ে যেতে পারে না। সেই চেষ্টার ফসল হিসেবে সম্প্রতি নেপাল-ভুটান-ভারত-বাংলাদেশ এই চার দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এতে ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার ঊন্মোচিত হয়েছে। এ ছাড়া মায়ানমার-চীন-ভারত-বাংলাদেশের জন্য অর্থনৈতিক জোন গড়ে তোলার প্রক্রিয়া চলছে। এ লক্ষ্যে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার চিন্তাভাবনা চলছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর