1. অলিম্পিক এক্সেসরিজ
  2. ইউনাইটেড এয়ার
  3. বেক্সিমকো
  4. অ্যাপলো ইস্পাত
  5. ইউনাইটেড পাওয়ার
  6. গ্রামীণফোন
  7. বেক্সিমকো ফার্মা
  8. খুলনা পাওয়ার
  9. ইফাদ অটোস
  10. ফার কেমিক্যাল।

অর্থবছরের ১ম দিনেই নেতিবাচক লেনদেন

dseস্টকমার্কেট ডেস্ক :

নতুন অর্থবছরের (২০১৫-১৬) প্রথম দিনটা পতন দিয়েই শেষ হয়েছে লেনদেন। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের জন্য যেসব প্রণোদনা দেওয়া হলেও তার প্রভাব পড়ছে না।

বৃহস্পতিবার অর্থবছরের প্রথম লেনদেন দিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১০.৫২ পয়েন্ট। দিনশেষে সূচক ৪৫৭২.৫৮ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। অবশ্য আগের দিন মঙ্গলবার সূচক বেড়েছিল ৫১.১২ পয়েন্ট।

অবশ্য সূচক কমলেও অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। ৩১০টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪টির দর।

বৃহস্পতিবার তা কমে হয়েছে ৫০৪ কোটি ৬২ লাখ টাকা। সর্বশেষ মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৯০ কোটি ৪৫ লাখ টাকা। মঙ্গলবারের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছে ৮৫ কোটি ৮২ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে নতুন তালিকাভুক্ত অলিম্পিক এক্সেসরিজ, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, অ্যাপলো ইস্পাত, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, খুলনা পাওয়ার, ইফাদ অটোস ও ফার কেমিক্যাল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর/জেডকে

ফারইষ্ট ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহ্বান

farest lifeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আগামী ৪ জুলাই বেলা ৩ টায় বোর্ড সভা আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ফারইষ্ট ইন্স্যুরেন্স লিমিটেড গত বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর/জেডকে

ঈদ উপলক্ষে শেয়ারবাজার ৬ দিন বন্ধ

dse-1-smbdস্টকমার্কেট ডেস্ক :

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের শেয়ারবাজার ৬ দিন ছুটিতে থাকবে। আগামী ১৫ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত শেয়ারবাজার বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ১৫ জুলাই বুধবার থেকে ২০ জুলাই সোমবার পর্যন্ত পর্যন্ত শেয়ারবাজার বন্ধ থাকবে।কিন্তু ঈদের ছুটির পরে আগামী ২১ জুলাই মঙ্গলবার থেকে শেয়ারবাজারে লেনদেন যথা সময়ে শুরু হবে।

ছুটি চলকালীন সময়ে দুই স্টক এক্সচেঞ্জের অফিসের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের পর শেয়ারবাজারে অফিস সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

অলিম্পিক এক্সেসরিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

olimpic-...smbd_-300x219স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেন শুরুর মাত্র চার দিনের মধ্যে অলিম্পিক এক্সেসরিজের দর বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। অভিহিত মূল্যে (১০ টাকা) বাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ারের সর্বশেষ আজ বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন হয়েছে ৬৪.৭০ টাকায়।

গত ৪ কার্যদিবসে শেয়ারটির দর টানা বেড়েছে। আর শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সিএফওকে আর্থিক জড়িমানা করেছে বিএসইসি

sahjibazerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) বুলান ভৌমিককে আইন ভঙ্গের দায়ে আর্থিক জড়িমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির এই কর্মকর্তাকে বিএসইসি তিন লাখ টাকা জড়িমানা করেছে।

অভিযোগে বলা হয়েছে, বুলান ভৌমিককে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন-১৯৬৯ এর ২২ ধারা অনুযায়ী আইন ভঙ্গের জন্য এই আর্থিক শাস্তি প্রদান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

স্ট্যান্ডার্ড সিরামিকসের নতুন মেশিনারিজ আমদানি

standard-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক শিল্প খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস নতুন মেশিনারিজ আমদানি করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ইলেক্ট্রোম্যাগনেট সেপারেটর, এ্যাজ ক্লিয়ারিং মেশিন, গ্লেজিং মেশিন, বল মিল ও ভ্যাকুম ডি বাবলিং ব্যারেল স্থানীয়ভাবে কিনেছে ও আমদানি করেছে।

মেশিনগুলো কিনতে কোম্পানির মোট ৪৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। মেশিনারিজ স্থাপনের ফলে কোম্পানির পণ্যের গুণগতমান ও বছরে কোম্পানির উৎপাদন ক্ষমতা ৭০০ মেট্রিক টন বাড়বে বলে কোম্পানিটির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ডেল্টা লাইফের তহবিল ৩ হাজার কোটি টাকা

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে। প্রথম প্রান্তিকে কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা।

কোম্পানিটির প্রথম প্রান্তিক (জানুয়ারি,১৫-মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য বেরিয়ে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৯০ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা।

আগের বছর ২০১৪ সালে একই প্রান্তিকে কোম্পানির প্রিমিয়াম আয় কমেছিল ৭৬ কোটি ১১ লাখ টাকা। আর তহবিলের পরিমাণ ছিল ২৮৮১ কোটি ৩৩ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে

সন্ধানী লাইফের প্রিমিয়াম আয় কমেছে

sandani-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় কমেছে। কোম্পানির প্রথম প্রান্তিকে প্রিমিয়াম আয় কমেছে ৭ কোটি ৯১ লাখ টাকার।

কোম্পানিটির প্রথম প্রান্তিক (জানুয়ারি,১৫-মার্চ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য বেরিয়ে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯৪ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা।

আগের বছর ২০১৪ সালে কোম্পানির প্রিমিয়াম আয় কমেছিল ৬ কোটি ২৯ লাখ টাকা। আর তহবিলের পরিমাণ ছিল ৮৮৯ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে

স্টাইলক্রাফটের ৬০% লভ্যাংশ ঘোষণা

style-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এই লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। স্টাইলক্রাফট লিমিটেডের গত ৩১ মার্চ শেষ হওয়া ২০১৫ হিসাব বছরের জন্য এ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

উক্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৫৭ পয়সা আর নেট এসেস্ট ভ্যালু ৩৭২.৭০ টাকা হয়েছে।

আগামী ২৭ আগষ্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে