ঋণমানে নেতিবাচক অবস্থায় মোজাফ্ফর হুসাইন

MOZAFFOR-SPENNINGনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর হুসাইন স্পিনিং মিলস ঋণমানে দীর্ঘ মেয়াদে ‘বিবিবি’ ও স্বল্প মেয়াদে ‘এআর-৪’ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ কোম্পানিটি সার্বিকভাবে নেতিবাচক অবস্থায় রয়েছে। কোম্পানিটির ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে পাঁচ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে এর মুনাফা হয়েছে তিন কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা ও ইপিএস ৫৯ পয়সা।

অন্যদিকে এ হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটি মুনাফা হয়েছে ১৬ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা ও ইপিএস দুই টাকা নয় পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে এর মুনাফা হয় সাত কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা ও ইপিএস এক টাকা ২৭ পয়সা।

২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে মুনাফা হয়েছে ১৩ কোটি ২৯ লাখ টাকা, ইপিএস দুই টাকা ৬২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ২৩ পয়সা।

গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৩৪ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ৩৬ টাকা ৭০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১২ : ৩১

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ঢাকায় টানা তিনদিন সূচকের উত্থান

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে। টানা তিনদিন সেখানে সূচক বৃদ্ধি পেয়েছে। তবে এদিন লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৯৯ পয়েন্টে। দিনশেষে লেনদেন হয়েছে ৪৭৭ কোটি ২৬ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৫২ লাখ টাকা।

লেনদেনে অংশ নেয়া ৩১৬টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

গতকাল বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ১৪ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৭৯ পয়েন্টে। আগের দিন মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪৫৬৫ পয়েন্টে।

এদিন লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীন ফোন, ইফাদ অটোস, কেপিসিএল, ইউনাইটেড এয়ার, এসিআই, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, বেক্স-ফার্মা, এএফসি এগ্রো ও স্কয়ার ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড