বিএসআরএমের মূল্য সংবেদনশীল নোটিস আবারো

BSRM_thereport24স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ রি-রোলিং মিলস লিমিটেডের দর নোটিসেও থামছে না। সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে একাধিকবার জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারো নোটিস করে যে, এই কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। গত ২৮ জুলাই বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একই নোটিস করা হয়।

গত ২৯ জুলাই শেয়ারটির দর কমলেও তা আবার টানা বেড়েছে। সর্বশেষ গতকাল রবিবার এ দর অবস্থান করছে ১০৬ টাকায়।

এক পর্যালোচনায় দেখা যায়, ৬ দিনে শেয়ারটির দর ৭০ টাকা হতে বেড়ে প্রায় ৯৭ টাকা হয়েছে। এ্ই দর বাড়ার কারণ জানতে চাইলে ২৮ জুলাই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, দর বাড়ার কোনো কারণ নেই।

এক বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৩ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ৭০ টাকা। গতকাল ২৭ জুলাই কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকায়। এসময় এক কার্য দিবসে শেয়ারটির দর কমলেও ৫ দিন দর টানা বেড়েছে। এসময় কোম্পানির শেয়ারের দর বাড়ে ২৭ টাকা।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য আছে কি না – তা জানতে চায় সিএসই। এ সময় বিএসআরএম লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি