ন্যাশনাল টিউবসের অফিস গাজীপুরে

national-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড এর রেজিস্ট্রি অফিস গাজীপুরে স্থানান্তর করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার অফিস গাজীপুরে টংগী বানিজ্যিক এলাকায় ১৩২-১৪৩ নম্বর দাগে স্থানান্তর করা হয়েছে।

এখন থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে কোম্পানির শেয়ার কার্যালয় ছিল রাজধানীর মতিঝিলে কারওয়ানবাজারে।

স্টকমার্কেটবিডি.কম/এম

আজ আবারো শুনানী

bishes tribunalস্টকমার্কেট ডেস্ক :

১৯৯৬ সালের চিটাগং সিমেন্টের শেয়ার কেলেঙ্কারির মামলার বাদী পক্ষের স্বাক্ষীকে জেরা ও শুনানি অনুষ্ঠিত হয়ছে। রবিবার বিএসইসির স্পেশাল ট্রাইবু্নালে এ জেরা ও শুনানী অনিুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার (১৭ আগস্ট) মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে।

জেরা ও শুনানীতে বাদী পক্ষের স্বাক্ষীকে সহযোগিতা করেন বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা খান। অপরদিকে আসামি পক্ষে সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন স্বাক্ষীকে জেরা করেন। এসময় শারীরিক অসুস্থতার কারণে মামলার অভিযুক্ত আসামি মো. আবু তৈয়বের জামিন চাইলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনালের বিচার হুমায়ুন কবীর।

মামলার আসামিরা হলেন, এ এস শহীদুল হক বুলবুল, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রকিবুর রহমান, আবু তৈয়ব এবং চিটাগাং সিমেন্ট ক্লিংকার গ্রীডিং কোম্পানি। স্বাক্ষ্য জেরা চলাকালে ট্রাইব্যুনালে আসামিরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/এম

এপেক্স ট্যানারির ৪৫% নগদ লভ্যাংশ ঘোষণা

apex foot-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

সিএসইতে লেনদেন কম

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের লেনদেনের থেকে কম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৮৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৫ পয়েন্ট কমে ১০৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২৪৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬ টির দাম বেড়েছে। কমেছে ১৫৮ টির, আর অপরিবর্তিত ছিল ৩৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ কোটি ৭৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে ৪৮ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

 

  1. শাহজিবাজার পাওয়ার
  2. স্কয়ার ফার্মা
  3. আরএসআরএম স্টীল
  4. ইসলামী ব্যাংক
  5. ইউনাইটেড পাওয়ার
  6. সেন্ট্রাল ফার্মা সিটিক্যাল
  7. বিএসআরএম লিমিটেড
  8. আলহাজ্ব টেক্সটাইল
  9. ফার কেমিক্যাল
  10. এমারেল্ড ওয়েল।

প্রথম কার্যদিবসে লেনদেন ও সূচকের পতন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ সূচক ও লেনদেন কমেছে। এদিন ডিএসইতে মোট ৫৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ২৫.০৬ পয়েন্ট কমে ৪৭৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে এই সূচক ১২.৭৫ পয়েন্ট কমে ৪৮০৮ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে ৩২০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ২০২ টির, আর অপরিবর্তিত ছিল ৩৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩৩ কোটি ৪০ লাখ টাকা। গত বৃহস্পতিবার এই স্টক এক্সচেঞ্জে ৬০৩ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, আরএসআরএম স্টীল, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, সেন্ট্রাল ফার্মা সিটিক্যাল, বিএসআরএম লিমিটেড, আলহাজ্ব টেক্সটাইল, ফার কেমিক্যাল, এমারেল্ড ওয়েল।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

কোম্পানিকে আইপিওতে আনতে উদ্যোগী ডিএসই

ipo-smbdনিজস্ব প্রতিবেদক :

মৌল ভিত্তি ও স্বনামখ্যাত দেশীয় কোম্পানিকে শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলনের সুবিধা ও প্রক্রিয়া নিয়ে বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আইপিওর মাধ্যমে তালিকাবুক্ত করতে স্টক এক্সচেঞ্জটি দেশীয় শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র আরো জানায়, এ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সেমিনার বা সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে ডিএসই। শেয়ারবাজার বিষয়ে ভ্রান্ত ধারণা দূর করতে শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলনের সুবিধা ও প্রক্রিয়া নিয়ে ধারণা দিবে ডিএসই। ডিএসইর ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণ বিভাগ এ কাজ করবে।

যৌথ মূলধনি কোম্পানিগুলোর নিবন্ধন সংস্থা আরজেএসসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় এক হাজার ৮০০ পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। প্রাইভেট ও পাবলিক লিমিটেড হিসেবে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে এমন কোম্পানির সংখ্যা ৫৫ হাজারের বেশি। এর মধ্যে মাত্র ২৯০টি দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত।

প্রতিষ্ঠিত কোম্পানির তুলনায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা খুবই কম – এমন তথ্য জানিয়ে ডিএসইর কর্মকর্তারা বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে মাঝারি ও বৃহৎ শিল্পায়নের পথে যেতে হবে। এ জন্য যে বিপুল অর্থের জোগান নিশ্চিত করা প্রয়োজন, তা বর্তমান ব্যাংকনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে পাওয়া সম্ভব নয়।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্বপন কুমার বালা বলেন, শেয়ারবাজারকে প্রকৃত অর্থেই পুঁজি উত্তোলনের প্রধান উৎস হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে ডিএসই। শেয়ারবাজারের বাইরে রয়েছে এমন শীর্ষ ব্যবসায়িক গ্রুপ ও শিল্প উদ্যোক্তা এবং তাদের ব্যবসায়িক সংগঠনগুলোর সঙ্গে শিগগির ধারাবাহিকভাবে বৈঠক করা হবে।

তিনি জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৃহৎ আকারে সেমিনার বা সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তার আগে শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলনের সুবিধা ও প্রক্রিয়া নিয়ে ‘আইপিও বুকলেট’ নামে একটি বই প্রকাশ করা হবে। এটি উদ্যোক্তাদের শেয়ারবাজার বিষয়ে ভ্রান্ত ধারণা দূর করবে বলে তিনি উল্লেখ করেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

এক্সিম ব্যাংকের ২৫ লাখ শেয়ার বিক্রি

exim-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংকের এক উদ্দোক্তা নিজের হাতে থাকা কোম্পানিটির ২৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

নজরুল ইসলাম স্বপন নামে এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ২৫ লাখ ৬০ হাজার শেযার বিক্রয় করবেন।

পরিচালকের কাছে থাকা প্রতিষ্ঠানটির এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

নাভানা সিএনজির ইপিএস .৮২ টাকা

navanaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে। এসময় কোম্পানিটির ইপিএস এসেছে .৮২ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১.০৩ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রান্তিকের (এপ্রিল, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ৩১.০৮ টাকা। ২০১৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সম্পদ ছিল ৩০.১৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/এম

স্কয়ার ফার্মার ১ম প্রান্তিকের ইপিএস

squreস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মা লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস কমেছে। এসময় ইপিএস এসেছে ৩.২৮ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২.৫১ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের (এপ্রিল, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ৬০.৩৮ টাকা। ২০১৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সম্পদ ছিল ৫৬.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/এম