ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি চিক টেক্সটাইলের শেয়ার কেলেঙ্কারি মামলায় রাষ্ট্রপক্ষের আরও ২ জন জবানবন্দী দিয়েছেন। বিশেষ ট্রাইবুন্যাল সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার শেয়ারবাজার বিষয়ক বিশেষ ট্রাইবুন্যালে জবানবন্দী দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহা-ব্যবস্থাপক মো. রুহুল খালেক ও সিনিয়র এক্সিকিউটিভ দেলোয়ার হোসেন।
চিক টেক্সটাইলের শেয়ার প্রতারণা মামলায় কোম্পানিটিসহ অভিযুক্তরা হলেন- ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রসূল ও পরিচালক ইফতেখার মোহাম্মদ।
আদালতে বিচারপতি হূমায়ুন কবিরসহ রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মাসুদ রানা খান, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উপ-পরিচালক এএসএম মাহুমুদুল হাসান ও সাক্ষীরা উপস্থিত ছিলেন। এ মামলার আগের দিনের ন্যায় আজকেও আসামিরা অনুপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/এইচ