বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করবে অ্যাসোসিয়েশন

smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে কাজ করবে নবগঠিত সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করেছে সংগঠনটি। সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে বাজারের স্বার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি),বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নীতিনির্ধারণীমহল সমন্বয়ে কাজ করবে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন ডিএসইর সাবেক সভাপতি ও অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল হক, সাবেক পরিচালক ও অ্যাসোসিয়েশনের সদস্য মিনহাজ মান্নান ইমন, শাহেদ আব্দুল খালেক, খুজিস্থা নূর-ই-নাহরীন, সদস্য ডা. জহিরুল ইসলাম এবং মাহবুবুর রহমান।

সংবাদ সম্মেলনে সংগঠনটির আহবায়ক আহসানুল ইসলাম টিটু বলেন, বাজার উন্নয়নে বেশকিছু লক্ষ্য নিয়ে কাজ করবে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমাদের আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে আলোচনা হয়েছে। সেই আলোচনার মাধ্যমে আমরা সংস্থাটির সহযোগিতা চেয়েছি। যাতে আমাদের যে দায়িত্ব তা পালন করতে পারি। বিএসইসি আমাদের পরামর্শগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাসও দিয়েছে।

তিনি বলেন, আমাদের দেশের শেয়ারবাজারে এখন বড় সমস্যা হচ্ছে বিনিয়োগকারীদের সচেতনতার অভাব। এটি না থাকার করণে লাভের আশায় আসা বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হন। তাই আমরা চেষ্টা করবো শেয়ারবাজার শক্তিশালী ও বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা করতে।

উল্লেখ্য, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ১৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করেছে। এই পর্ষদে রয়েছেন, আহসানুল ইসলাম,কাজী ফিরোজ রশিদ,আব্দুল হক, মো: মিজানুর রহমান খান, মো: হানিফ ভূঁইয়া, মিনহাজ মান্নান ইমন, শাহেদ আব্দুল খালেক,খুজিস্তা নূর-ই নেহেরিন, শরিফ আতাউর রহমান, মোস্তাক আহমেদ সাদেক, এম মোয়াজ্জেম হোসেন, এ.এস. শহিদুল হক বুলবুল, মাহবুবুর রহমান, খাঁজা আসিফ আহমেদ এবং ডা. মো: জহিরুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/

রূপালী লাইফ ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করেছে। এই কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল ২৭ আগষ্ট থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

গত বছর কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৩ সালের সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. স্কয়ার ফার্মা
  2. ইসলামী ব্যাংক
  3. শাহজিবাজার পাওয়ার
  4. আলহাজ্ব টেক্সটাইল
  5. ইফাদ অটোস
  6. এপেক্স টেনারী
  7. ফার কেমিক্যাল
  8. ইউনাইটেড পাওয়ার
  9. লাফার্জ সুরমা সিমেন্ট
  10. ন্যাশনাল ফিড মিল লিমিটেড।

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কম

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ সবগুলো সূচক বৃদ্ধি পেয়েছে। এদিন মোট লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩১ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার এই স্টক এক্সচেঞ্জে ৪৫৬ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১২.৭২ পয়েন্ট বেড়ে ৪৮০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল মঙ্লবার ডিএসইতে এই সূচক ১.০৬ পয়েন্ট কমে ৪৭৯২ পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে এদিন ৩১৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১০৬ টির, আর অপরিবর্তিত ছিল ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, আলহাজ্ব টেক্সটাইল, ইফাদ অটোস, এপেক্স টেনারী, ফার কেমিক্যাল, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট ও ন্যাশনাল ফিড মিল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

রূপালী লাইফের বোনাস বিওতে জমা

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গত বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৫ আগষ্ট রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

উল্লেখ্য, বিমাটি ৩১ ডিসেম্বর ২০১৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

এনসিসি ব্যাংকের ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

ncc-smbdস্টটকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্দ্যোক্তা এমএ কাসেম ব্যাংকটির ৩ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এবং চলমান বাজারদরে তিনি শেয়ার বিক্রয় করবেন।

তার হাতে ব্যাংকিটর মোট ৫৭ লাখ ৩৩ হাজার ৬৯১টি শেয়ার রয়েছে। এসব শেয়ারের মধ্য হতে তিনি এই তিন লাখ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ব্ল্যাক মানডে’র প্রভাব ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :
বিশ্ব শেয়ারবাজারের নতুন ‘কালো সোমবার বা ব্ল্যাক মানডে’র প্রভাব পড়েনি বাংলাদেশের শেয়ারবাজারে। যদিও গত সোমবার বিশ্ব শেয়ারবাজারে ব্যাপক দরপতনের কারণে ওই দিন বিকেল থেকেই বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ায়। তবে নেতিবাচক প্রভাব এড়াতে প্রস্তুত ছিল রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

লেনদেনের শুরুতে গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে আতঙ্কের কিছুটা রেশ দেখা যায়। এদিন লেনদেনের শুরুতেই ছিল সূচকের নেতিবাচক প্রবণতা। প্রথম ৩০ মিনিটের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্টের মতো কমে যায়। যদিও আগের দিনের চেয়ে মাত্র এক পয়েন্ট সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আর লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
দিনের শুরুতে সূচক কমতে থাকলে পতন ঠেকাতে সক্রিয় হয়ে ওঠে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আইসিবির সক্রিয় হয়ে ওঠায় সূচক ধীরে ধীরে বাড়তে থাকে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গতকাল প্রতিষ্ঠানটি এককভাবে ১০০ কোটি টাকার প্রকৃত বিনিয়োগ করেছে। অর্থাৎ গতকাল আইসিবি যে পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় করেছে দিন শেষে তাতে শতকোটি টাকার প্রকৃত বিনিয়োগ দাঁড়িয়েছে।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান বলেন, বিশ্ব শেয়ারবাজারের নেতিবাচক প্রভাব যাতে দেশের শেয়ারবাজারে না পড়ে তার জন্য আইসিবি যথাযথ ভূমিকা পালন করছে। গতকাল বাজারে আইসিবির উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ ছিল। ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে।

মোহাম্মদ ফায়েকুজ্জামান বলেন, ‘বিশ্ব শেয়ারবাজারের সঙ্গে বাংলাদেশের শেয়ারবাজারের সরাসরি উল্লেখযোগ্য কোনো সম্পৃক্ততা নেই। আমাদের শেয়ারবাজারে কিছু বিদেশি বিনিয়োগ রয়েছে, তবে বাজারের আকারের তুলনায় তার পরিমাণ খুবই নগণ্য। তা সত্ত্বেও বিশ্ব শেয়ারবাজারের পতন বিনিয়োগকারীসহ অনেকের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি করেছে।’

সোমবার যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, ভারতসহ বিশ্বের বড় বড় শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটে। বিশ্ব শেয়ারবাজার বিশ্লেষকদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা গত সোমবারের এ পতনকে আরেক ‘কালো সোমবার’ হিসেবে উল্লেখ করেছে। ১৯৮৭ সালের ১৯ অক্টোবর বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের ধস নামে। ওই দিনটি ছিল সোমবার। তাই বিশ্ব শেয়ারবাজারের ইতিহাসে দিনটি ‘ব্ল্যাক মানডে’ হিসেবে চিহ্নিত।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

আমান ফিডের লেনদেন ১ সেপ্টেম্বর

aman-addস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত আমান ফিড মিল লিমিটেডের লেনদেন আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি এন ক্যাটাগরিতে লেনদেন হবে। ট্রেডিং কোড নির্ধারণ হয়েছে “AMANFEED”। ডিএসইতে কোম্পানিটির কোড নম্বর ৯৯৯৪১।

গত ২৪ আগষ্ট আমান ফিডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার আবেদনকারীদের বিও হিসাবে জমা দেয় সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

এর আগে গত ২৪ জুন এ কোম্পানির আইপিও শেয়ার বণ্টনে লটারি হয়। কোম্পানির আইপিওতে মোট ৯১০ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২০০ টাকার আবেদন জমা পড়েছিল, যা চাহিদার চেয়ে ১২ দশমিক ৬৪ গুণ বেশি।

চলতি বছরের এপ্রিলে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৬ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৩৬ টাকায় ইস্যুর অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এফ

 

ইবনে সিনার দর এক মাসে ৪০% বৃদ্ধি

IBNSINAস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা লিমিটেডের দর গত এক মাসে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) শেয়ারের দর বাড়ার কারণ জানতে চাইলে আজ বুধবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো তথ্য নেই।

ডিএসই সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ১০০ টাকা। গতকাল ২৫ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ১৪০ টাকা ছাঁড়িয়েছে। এসময় শেয়ারটির দর উঠা-নামা করেছে। এক মাসের এই ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪০ টাকা।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। গতকাল ২৫ আগষ্ট কোম্পানিটির নিকট শেয়ারের দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই।

এ সময় ইবনে সিনা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এফ

বিডি অটোর মূল্য সংবেদনশীল তথ্য নেই

BDAUTOCAস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি অটোকার লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) শেয়ারের দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১৭ আগষ্ট কোম্পানির শেয়ারের দর ছিল ২৩.৮০ টাকা। গতকাল ২৫ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ টাকা। এসময় শেয়ারটির দর উঠা-নামা করেছে। ২৩ ও ২৪ আগষ্ট দর কমলেও বাকি দিনগুলোতে দর বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। গতকাল ২৫ আগষ্ট কোম্পানিটির নিকট শেয়ারের দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কি না – তা জানতে চায় ডিএসই। এ সময় বিডি অটোকার লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এফ