ডিএসইতে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

sqoreস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড। ডিএসইর সূত্রে এই তথ্য জানা যায়।

আরো জানা যায়, এদিন কোম্পানিটির মোট ২৮ কোটি ৮৫ লাখ টাকার ১১,৪৭,৯৩৯ টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১৩ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছে।

এদিন তৃতীয় ও চত’র্থ স্থানে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট ও তিতাস গ্যাস লিমিটেড। এদিন এদের লেনদেন হয়েছে র ক্যামিকেল ১২ কোটি ৫৮ লাখ ও ৯ কোটি ৭৪ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানি হচ্ছে ফার কেমিক্যাল ৮ কোটি ৩৫ লাখ টাকা, শাহজিবাজার ৬ কোটি ২৬ লাখ টাকা, ইউনাইটেড পাওয়ারের ৫ কোটি ৭১ লাখ টাকা, সিভিও পেট্রো ৫ কোটি ৬৯ লাখ, বারাকা পাওয়ার ৫ কোটি ৩২ লাখ এবং ন্যাশনাল ফিড মিলস লিমিটেড ৪ কোটি ৯১ লাখ লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/হিরা/এম

আমান ফিডের তৃতীয় প্রান্তিকের ইপিএস ৭৩ পয়সা

aman-addনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড মিল লিমিটিডের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ৭৩ পয়সা। আইপিও শেয়ার বাদ দিয়ে এসময়ে কোম্পানিটির ইপিএস দাঁড়ায় ৯৭ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির চলতি বছরের ৩য় প্রান্তিকের (জানু-মার্চ) আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

এই প্রান্তিকে কোম্পানিটির আইপিও পরবর্তী ইপিএস দাঁড়িয়েছে ৭৩ পয়সা। আর আইপিও শেয়ার বাদ দিয়ে এই ইপিএস ৯৭ পয়সা।

গত ৯ মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা এসেছে ২১ কোটি ৫৭ লাখ টাকা। এ সময় ইপিএস হয়েছে ৩.৬০ টাকা। গত বছরের একই সময় মুনাফা ছিল ১৯ কোটি ৮৫ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় ছিল ৩.৩১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. স্কয়ার ফার্মা
  2. ইসলামী ব্যাংক
  3. লাফার্জ সুরমা সিমেন্ট
  4. তিতাস গ্যাস
  5. ফার কেমিক্যাল
  6. শাহজিবাজার পাওয়ার
  7. ইউনাইটেড পাওয়ার
  8. সিভিও পেট্রো
  9. বারাকা পাওয়ার
  10. ন্যাশনাল ফিড মিলস।

ডিএসইতে ৬৪ শতাংশ শেয়ারের দর পতন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিন প্রধান সূচকসহ সবগুলো সূচকের পতন হয়েছে। এদিন লেনদেন হওয়া ৬৪ শতাংশ শেয়ারেরই দর পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫১ কোটি ১৬ লাখ টাকা। গতকাল রবিবার এই স্টক এক্সচেঞ্জে ৩৫০ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ২২.৩০ পয়েন্ট কমে ৪৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। রবিবার ডিএসইতে এই সূচক ২১.৮৪ পয়েন্ট কমে ৪৭৯০ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট ৩১৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭২ টির দাম বেড়েছে। এছাড়া দর কমেছে ৬৪ শতাংশ বা ২০৫ টির। আর অপরিবর্তিত ছিল ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, ফার কেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, সিভিও পেট্রো, বারাকা পাওয়ার ও ন্যাশনাল ফিড মিলস।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

অকারণেই ঝিল-বাংলার দর বৃদ্ধি

ZEALBANGLA স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঝিল-বাংলা লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৩ আগষ্ট কোম্পানির শেয়ারের দর ছিল ৬.৩০ টাকা। টানা দর বেড়ে গতকাল ৩০ আগষ্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৮.১০ টাকায়। এসময় ২৫ আগষ্ট মাত্র এদিন শেয়ারটির দর কমে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। গতকাল ৩০ আগষ্ট দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই। এ সময় ঝিল-বাংলা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ছিয়ানব্বইয়ের শেয়ার কেলেঙ্কারি: দু’জনের কারাদণ্ড

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে ১৯৯৬ সালের আলোচিত শেয়ার বাজার কেলেঙ্কারির একটি মামলায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে একটি আদালত। চিক টেক্সটাইলের এই দুই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তারা ওই সময়ে কারসাজি করে নিজেদের কোম্পানির শেয়ার দর বাড়িয়েছিলেন।

রায়ে চিক টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রসুল ও পরিচালক ইফতেখার মোহাম্মদকে চার বছর করে কারাদণ্ড ও ৩০ লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।

১৯৯৬ সালে কারসাজি করে নিজেদের কোম্পানির শেয়ারের দর বাড়ানোর অভিযোগে এদের বিরুদ্ধে ১৯৯৭ সালে আদালতে মামলা হয়।

পুঁজি বাজার সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য গত জুন মাসে একটি বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার পর এই নিয়ে তিনটি মামলার রায় ঘোষণা করা হল।

তবে ছিয়ানব্বইয়ের শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে যে পনেরোটি মামলা দায়ের করা হয়েছিল তার মধ্যে আজ এই প্রথম একটি মামলার রায় এল।

জুন মাসে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরপরই মামলাটি সেখানে স্থানান্তর করা হয়। ১৯৯৭ সালে মামলা হবার পর থেকে অভিযুক্তরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। জুন মাসে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকেই তারা পলাতক রয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক

ন্যাশনাল ফিডের ১৬ লাখ শেয়ার বিক্রি

national_feed_mill_939619377স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের একজন পরিচালক নিজের হাতে থাকা কোম্পানিটির ১৬ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আকতার হোসেন বাবুল নামে এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ১৬ লাখ ২৪ হাজার ২০৬ টি শেযার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করবেন। তার হাতে এখন ১ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ২৬৬টি শেয়ার রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/বি

আলফা ক্যাপিটালে প্রগ্রেসিভ লাইফের বিনিয়োগ প্রত্যাহার

progresiveস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সব সব বিনিয়োগ আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (এসিএমএল) নিকট থেকে প্রত্যাহার করে নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, ইন্স্যুরেন্সের লভ্যাংশ ব্যতিত ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার শেয়ার মোট ১২ কোটি ৭৫ লাখ টাকার বিনিময়ে হস্তান্তর করেছে ।

আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট একটি পরিপূর্ণ মার্চেন্ট ব্যাংক। ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিপূর্ণ মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/বি

আমান ফিডের লেনদেন শুরু

aman-addস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত আমান ফিড মিল লিমিটেডের লেনদেন আজ ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি এন ক্যাটাগরিতে লেনদেন হবে। ট্রেডিং কোড নির্ধারণ হয়েছে “AMANFEED”। ডিএসইতে কোম্পানিটির কোড নম্বর ৯৯৯৪১।

গত ২৪ আগষ্ট আমান ফিডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার আবেদনকারীদের বিও হিসাবে জমা দেয় সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

এর আগে গত ২৪ জুন এ কোম্পানির আইপিও শেয়ার বণ্টনে লটারি হয়। কোম্পানির আইপিওতে মোট ৯১০ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২০০ টাকার আবেদন জমা পড়েছিল, যা চাহিদার চেয়ে ১২ দশমিক ৬৪ গুণ বেশি।

চলতি বছরের এপ্রিলে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৬ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৩৬ টাকায় ইস্যুর অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

440916স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পুনঃনির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ১০৫তম সভায় শেখ কবির হোসেনকে পুনরায় কোম্পানির চেয়ারম্যান এবং কৈলাস চন্দ্র বাড়ৈকে ভাইস-চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ