শেয়ার কেলেঙ্কারি মামলায় চিক টেক্সটাইলের রায় আজ

bishes tribunalনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি চিক টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে দায়ের করা শেয়ার কেলেঙ্কারি মামলার রায় আজ ৩১ আগস্ট ঘোষনা করা হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শেয়ারবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ন কবীর রায়ের তারিখ ধার্য করেছেন।

ট্রাইবুনাল সূত্রে জানা যায়, এই মামলাটির আংশিক যুক্তিতর্ক গত মঙ্গলবার উপস্থাপিত হয়েছিল। চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিজ্ঞ আদালত এই মামলার তারিখ ঘোষনা করেন।

চিক টেক্সটাইলের শেয়ার কেলেঙ্কারি মামলার আসামিরা হলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রসূল ও পরিচালক ইফতেখার মোহাম্মদ। এছাড়া মামলায় চিক টেক্সটাইল কোম্পানিকেও আসামি করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আসামিরা চিক টেক্সটাইলের শেয়ারের দর বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড করেছেন। ওই সময় বিনিয়োগকারীদের সাথে প্রতারণার মাধ্যমে ভাল মুনাফা করার জন্য ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রসূল ৮লাখ ২৮হাজার ৪৬৪টি ও পরিচালক ইফতেখার মোহাম্মদ ৮লাখ ৩৫হাজার শেয়ার অপারেট করেন, যার পরিপ্রেক্ষিতে ১৯৯৭সালের ২৭মার্চ বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২১ ধারা অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করে। পরে ১৯৯৭সালের ২এপ্রিল বিএসইসির ওই সময়ের নির্বাহী পরিচালক এম এ রশীদ খান বাদী হয়ে তদন্তের সকল প্রমাণাদিসহ আসামিদের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে মামলা (মামলা নম্বর-১০৮২) দায়ের করেন।

পরবর্তীতে ১৯৯৯ সালে মহানগর দায়রা জজ আদালতে মামলাটি (মামলা নম্বর ৩৫৭৯) স্থানান্তর করা হয়। বিশেষ ট্রাইব্যুনালে মামলাটির নতুন নম্বর দেয়া হয় (১/২০১৫)। কোম্পানিটির বিরুদ্ধে কেলেঙ্কারি করে ৭ টাকার শেয়ার ৪৬ টাকায় উঠানোর অভিযোগ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ