ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের (এফবিসিসিআই)। বৈঠকে ফেডারেশনের সভাপতি মাতলুব আহমাদসহ দুটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। ব্রোকার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটুসহ ডিএসইর সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশে বিনিয়োগ তহবিলের বিকল্প উৎসের (অল্টারনেটিভ সোর্স অব ফান্ড) অভাব রয়েছে। শেয়ারবাজার হতে পারে বিনিয়োগ তহবিলের বিকল্প উৎস। বড় বড় শিল্পপতিরা যাতে শেয়ারবাজারকে তহবিলের বিকল্প উৎস হিসাবে ব্যবহার করতে পারে সেজন্য এই বৈঠকটি করা হয়।
এসময় মাতলুব আহমাদ বলেন, প্রতি দুই মাস পর পর আমরা সমন্বিত বৈঠক করব। এ বৈঠকে দেশের বড় বড় শিল্পপতিরাও উপস্থিত থাকবেন। বৈঠকে অল্টারনেটিভ সোর্স অব ফান্ড সম্পর্কে ডিএসইর ব্রোকারর্স এসোসিয়েশন শিল্পপতিদের বোঝাবেন বা ব্যাখা দেবেন।
এদিকে বৈঠক শেষে ডিএসই’র ব্রোকার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন, বৈঠকটি মূলত উদ্যোক্তারা কী ভাবে এ অল্টারনেটিভ সোর্স অব ফান্ডে ঝুঁকিমুক্ত বিনিয়োগ করবেন তা নিয়ে আলোচনা হবে। এক কথায় কী ভাবে শেয়ারবাজারকে কাজে লাগাতে পারি তা নিয়ে আলোচনা হবে।
স্টকমার্কেটবিডি.কম/এম/