এফবিসিসিআইয়ের সাথে ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক

banner-logoনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকার্স অ্যাসোসিয়েশনের বৈঠক করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের (এফবিসিসিআই)। বৈঠকে ফেডারেশনের সভাপতি মাতলুব আহমাদসহ দুটি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। ব্রোকার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটুসহ ডিএসইর সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশে বিনিয়োগ তহবিলের বিকল্প উৎসের (অল্টারনেটিভ সোর্স অব ফান্ড) অভাব রয়েছে। শেয়ারবাজার হতে পারে বিনিয়োগ তহবিলের বিকল্প উৎস। বড় বড় শিল্পপতিরা যাতে শেয়ারবাজারকে তহবিলের বিকল্প উৎস হিসাবে ব্যবহার করতে পারে সেজন্য এই বৈঠকটি করা হয়।

এসময় মাতলুব আহমাদ বলেন, প্রতি দুই মাস পর পর আমরা সমন্বিত বৈঠক করব। এ বৈঠকে দেশের বড় বড় শিল্পপতিরাও উপস্থিত থাকবেন। বৈঠকে অল্টারনেটিভ সোর্স অব ফান্ড সম্পর্কে ডিএসইর ব্রোকারর্স এসোসিয়েশন শিল্পপতিদের বোঝাবেন বা ব্যাখা দেবেন।

এদিকে বৈঠক শেষে ডিএসই’র ব্রোকার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন, বৈঠকটি মূলত উদ্যোক্তারা কী ভাবে এ অল্টারনেটিভ সোর্স অব ফান্ডে ঝুঁকিমুক্ত বিনিয়োগ করবেন তা নিয়ে আলোচনা হবে। এক কথায় কী ভাবে শেয়ারবাজারকে কাজে লাগাতে পারি তা নিয়ে আলোচনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/

চট্টগ্রামে সিএসআই সূচকের পূন:তালিকা

cse-logo-sস্টকমার্কেট ডেস্ক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসআই সূচকের পূন:তালিকা করা হয়েছে। যা সোমবার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সিএসআই সূচকের নতুন এই তালিকাটি হলো – আমরা টেকনোলজি, এসিআই ফর্মূলেশন, একটিভ ফাইন, এএফসিএগ্রো, আফতাব অটোস, আল-আরাফা ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, এপেক্স ট্যানারী, এ্যাপোলা ইস্পাত, বারাকা পাওয়ার, বাটা সু, বিডি কম, বিডি ল্যাম্পস, বেঙ্গল উন্ডসর, বার্জার পেইন্টস, সেন্ট্রাল ফার্মা, সিএনএ টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, সিভিও পেট্রো, ঢাকা ডায়িং, দেশবন্ধু, ইষ্টার্ণ হাইজিং, এনভয় টেক্সটাইল, ফারইষ্ট লাইফ, ফারইষ্ট নিটিং, ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক, ফুয়াং সিরামিকস, ফুয়াং ফুড, জেবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট,  গোল্ডেনসন, গোল্ডেন হ্যাবি কেমিক্যাল, গ্রামীন ফোন, হাক্কানী পুল, হেডেলবার্গ সিমেন্ট, হামিদ ফেব্রিকস, হাওয়ায়েল টেক্সটাইল, ইবনে সিনা, ইনটেক, ইসলামী ব্যাংক, ইসলামী ফাইন্যান্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

এছাড়া কহিনুর কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, লিন্ডে বিডি, মালেক স্পিনিং, ম্যারিকো বাংলাদেশ, মতিন স্পিনিং, মোজাফ্ফর স্পিনিং, এমজেএলবিডি, নাভানা সিএনজি, ন্যাশনাল ফিডস, ন্যাশনাল টি কোম্পানি, অলিম্পিক, ওরিয়ন ফার্মা, প্রাইম লাইফ, আরএসআরএম স্টিল, সাফকো স্পিনিং, সমরিতা, সাপোর্ট, শাহজালাল ব্যাংক, এসআইবিএল, সিঙ্গারবিডি, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এসপিপিসিএল, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার ও ইউনাইটেড পাওয়ার এই সূচকের নতুন তালিকায় স্থান পেয়েছে। এই কোম্পানিগুলো মুলধন সিএসই বাজার মুলধনের ৫০.৮১ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

গ্রীন ডেলটা মিউচুয়াল ফান্ড মার্জিনধারীদের তালিকা চায়

green deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল খাতের প্রতিষ্ঠান গ্রীন ডেলটা মিউচুয়াল ফান্ড লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋনধারীদের নাম, বিও নম্বর, ব্যাংকের নাম, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছেন।

আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে ব্রোকারেজ হাউজগুলোকে চিঠিতে অথবা ই-মেইলের মাধ্যমে ঋনধারীদের ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে গ্রীন ডেলটা মিউচুয়াল ফান্ডের পক্ষ থেকে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

  1. আমান ফিডস
  2. স্কয়ার ফার্মা
  3. ইউনাইটেড এয়ারওয়েজ
  4. ইউনাইটেড পাওয়ার
  5. এমারেল্ড ওয়েল
  6. বিএসআরএম লিমিটেড
  7. ওরিয়ন ইনফিউশন
  8. ফার কেমিক্যাল
  9. লাফার্জ সুরমা সিমেন্ট
  10. শাহজিবাজার পাওয়ার।

ডিএসইতে সূচকের সাথে বেড়েছে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেন প্রথম দিনের চেয়ে সামান্য বেড়েছে। এদিন অন্যান্য সূচকের সাথে প্রধান সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১৯.২৬ পয়েন্ট বেড়ে ৪৭৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল রবিবার ডিএসইতে এই সূচক ৬.৯৩ পয়েন্ট বেড়ে ৪৭৭২ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৩ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ৪৩৪ কোটি ৯ লাখ টাকা টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩১৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২ টির দাম বেড়েছে। এছাড়া দর কমেছে ১২৪ টির। আর অপরিবর্তিত ছিল ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – আমান ফিডস, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনাইটেড পাওয়ার, এমারেল্ড ওয়েল, বিএসআরএম লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

 

জাহিনটেক্সের কর্পোরেট অফিস পরিবর্তন

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্টিজ লিমিটেড কর্পোরেট অফিস পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির প্রধান অফিস গাজীপুর মনিপুরে স্থানান্তর করা হয়েছে।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে কোম্পানির প্রধান কার্যালয় ছিল উত্তরা মডেল টাউন ৬ নম্বর ভবনে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

আরেক দফায় ইসলামী ব্যাংকের শেয়ার ছাড়বে দুবাই ব্যাংক

islamiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্পন্সর উদ্দোক্তা দুবাই ইসলামী ব্যাংক ব্যাংকটির শেয়ার দ্বিতীয় দফায় ছেড়ে দিচ্ছে। প্রতিষ্ঠানটি এসব শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই স্পন্সর আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ২৯ লাখ শেযার বিক্রয় করবে।

দুবাই ইসলামী ব্যাংকের কাছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মোট ৩০ লাখ শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি এসব শেয়ার বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছেন দুবাই ইসলামী ব্যাংক। এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।

উল্লেখ্য যে,  দুবাই ইসলামী ব্যাংক গত ১০ আগস্ট  ইসলামী ব্যাংক বাংলাদেশের ৩৭ লাখ ৩ হাজার ৫৪০ টি শেযার বিক্রয় করেছে প্রতিষ্ঠানটির হাতে থাকা ৬৭ লাখ ৩ হাজার ৫৪০টি শেয়ারের মধ্যে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

ফেডারেল ইন্স্যুরেন্স পরিচালকের শেয়ার বিক্রয়

federal-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক নিজের হাতে থাকা প্রতিষ্ঠানটির ২ লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

মোঃ সাবিরুল হক নামে এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ২ লাখ ৮৫ হাজার শেয়ার বিক্রয় করবেন।

এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করবেন। তার হাতে এখন ১৪ লাখ ২২ হাজার ৬৬২ টি শেয়ার রয়েছে।।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

বিডি ল্যাম্পসের দর বাড়ার কারণ নেই

bdlams-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পসের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বিশ্লেষণে দেখা যায়, গত ৭ কার্যদিবসের মাত্র ১ দিন শেয়ারটির দর কমেছে। গত ৩১ আগস্ট শেয়ারটির দর ছিল ১৬৫ টাকা গত ৬ সেপ্টেম্বর বেড়ে হয় ১৯৩ টাকা। এ সময় শেয়ারটির দর বেড়েছে প্রায় ২৮ টাকা ।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

চিটাগাং সিমেন্টের পরবর্তী শুনানি ২০ সেপ্টেম্বর

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বহুল আলোচিত ১৯৯৬ সালের চিটাগাং সিমেন্টের কেলেংকারি মামলায় সাক্ষ্য দিয়েছেন তদন্ত কমিটির সদস্য অধ্যাপক জহিরুল হক। রাজধানীর হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে তিনি সাক্ষ্য দেন। এরপর আগামী ২০ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন বিচারক হুমায়ুন কবীর।

ওইদিন সাক্ষ্য মামলার বাদী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান মনিরউদ্দিন আহমেদ। আসামি পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার খন্দকার মাহাবুব হোসেন ও মোহাম্মদ মহসিন রশিদ। বাদী পক্ষে বিএসইসির আইনজীবী মাসুদ রানা খান।

এর আগে ১৬ আগস্ট মামলার বাদী এমএ রশীদ খানকে জেরা করেছিলেন আসামিপক্ষের আইনজীবী। আর ১৭ আগস্ট ১৯৯৬ সালে শেয়ারবাজার কেলেংকারির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আমিরুল ইসলাম চৌধুরীকে জেরা করা হয়। ওই দিনই এ মামলার প্রথম জেরা ও জবানবন্দি গ্রহণ শুরু করেন ট্রাইব্যুনাল।

পরবর্তী সময়ে ৩০ আগস্ট বাদীপক্ষ এ মামলা পরিচালনায় আরও সময় চাইলে জবানবন্দি গ্রহণের দিন ১ সেপ্টেম্বর ধার্য্য করেন। কিন্তু এদিনও সাক্ষী আমিরুল ইসলাম চৌধুরীকে জেরা সম্পন্ন না হওয়ায় ৩ সেপ্টেম্বর ও ৬ সেপ্টেম্বর জেরা ও সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, আসামিরা ১৯৯৬ সালে চিটাগাং সিমেন্টের পরিচালক ছিলেন। ভারতীয় ও ইরানী বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার কিনবে বলে আসামিরা মূল্য সংবেদনশীল তথ্য ছড়িয়ে শেয়ার মূল্য প্রভাবিত করেন। এ ব্যাপারে পরবর্তীকালে চিটাগাং সিমেন্টের পক্ষ থেকে সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি।
এরপর কোম্পানির একজন পরিচালক বড় অংকের শেয়ার হস্তান্তর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে কী পরিমাণ ও কোন ব্যক্তি এ কাজ করেছেন তা ১৯৯৬ সালের তদন্ত প্রতিবেদনে উল্লেখ নেই।

এছাড়া বিএসইসির নির্দেশনা থাকাসত্ত্বেও রকিবুর রহমান ও এএস শহিদুল হক বুলবুল পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স-১৯৬৯ এর ১৭ ধারা অনুসারে কারসাজি বলে মনে করে গঠিত তদন্ত কমিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম