বাংলাদেশ সাবমেরিন কেবলের রেকর্ড তারিখ পরিবর্তন

bsclস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড রেকর্ড তারিখ পরিবর্তন করেছে। ডিএসই সূত্র থেকে জানা যায়।

গত শনিবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ২৮ সেপ্টেম্বর যা ডিএসই নিয়ন্ত্রণ ২৩ ধারা মেনে পরিবর্তিত হয়ে ২৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখ করা হয়েছে।

অন্যান্য সকল তথ্য অপরিবর্তিত থেকে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

বন্দরনগরীতে হবে কেডিএসের আইপিও লটারি ড্র

kds-smbdনিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন সংগ্রহ শেষে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বণ্টনের উদ্দেশ্যে লটারির তারিখ নির্ধারণ করেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। কোম্পানির আইপিও লটারির ড্র আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এক সূত্রে এ তথ্য জানা যায়।

ইস্যু ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত জমাকৃত আবেদনের পরিপূর্ণ গণনা সম্ভব হয়নি। তবে সর্বশেষ হিসাবানুযায়ী কোম্পানিটির প্রায় ৮৫০ কোটি টাকার আবেদন জমা পড়েছে। আগামী দুই এক কার্যদিবসের মধ্যে কোম্পানিটির আইপিও আবেদনের পরিপূর্ণ গণনা সম্ভব হবে।

জানা যায়, কেডিএস এক্সেসরিজের আইপিওতে স্থানীয় বিনিয়োগকারীরা ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত মোট ১০ কার্যদিবস আবেদন করেন। আর প্রবাসী বিনিয়োগকারীদের জন্যও একই সময় নির্ধারণ করা হয়েছিল।

শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা উত্তোলন করবে কেডিএস এক্সেসরিজ। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যু করছে কোম্পানিটি। ২৫০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়।

এদিকে উত্তোলিত টাকায় কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করা হবে।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৫তম সাধারণ সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/