একীভূতকরণে ইজিএম করবে ইউনাইটেড পাওয়ার

Upgdclনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি দুই অঙ্গ প্রতিষ্ঠান একীভূতকরণে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ নভেম্বর ইজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানি আইন-১৯৯৪ এর সেকশন ২২৮ ও ২২৯ অনুযায়ী সুপ্রীম কোর্টের হাউকোর্ট ডিভিশন একীভূতকরণ স্কীম অনুমোদন করায় এ ইজিএম আহ্বান করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

যে দুটি অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হওয়ার প্রস্তাবনা রয়েছে সে দুটি হচ্ছে- আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও শাহাজানউল্লাহ পাওয়ার জেনারেশন। গত সেপ্টেম্বর মাসে এ দুটি অঙ্গপ্রতিষ্ঠানকে একীভূতকরণে ইউনাইটেড পাওয়ারের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আগামী ৩০ নভেম্বর গুলশান-২ এ অবস্থিত ইউনাইটেড হসপিটালের অডিটরিয়ামে সকাল সাড়ে ১১ টায় ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএমের জন্য বিনিয়োগকারী বাছাইয়ে রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

পিপলস লিজিংয়ের শেয়ার হস্তান্তরের ঘোষণা

peoplesস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের উদ্যোক্তা নিজের হাতে থাকা প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মো: ইউসুফ ইসমাইল নামে এই উদ্যোক্তা নিজের হাতে থাকা প্রতিষ্ঠানটির ৩৭ লাখ ৪৩ হাজার ৪৩৭ টি শেয়ারের মধ্যে ৩৭ লাখ ১ হাজার শেয়ার প্রতিষ্ঠানটির অপর উদ্যোক্তা ও তাহার সহধর্মীনী লোটিফা ইউসুফ এর নিকট ট্রেডিং সিস্টেমের বাহিরে উপহার হিসেবে হস্তান্তর করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এসব শেয়ার হস্তান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রিলায়েন্স ইন্সুরেন্সের ঋণমান ‘এএএ’

Reliance-Insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেডের ঋণমান ‘এএএ’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সারবিস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।
স্টকমার্কেটবিডি.কম/বিএ

ঢাকা ইন্সুরেন্সের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’

dhakaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্সুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সারবিস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।
স্টকমার্কেটবিডি.কম/বিএ

১০ নভেম্বর মিথুন নিটিংয়ের বোর্ড সভা

mithunস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বোর্ড সভাটি বিকাল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

বঙ্গজের বোর্ড সভা ১০ নভেম্বর

bangasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বোর্ড সভাটি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

বঙ্গজ লিমিটেড গত বছর বিনিয়োগকারিদের জন্য ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. খুলনা পাওয়ার
  2. স্কয়ার ফার্মাসিউটিক্যালস
  3. শাহজিবাজার পাওয়ার
  4. ইফাদ অটোস
  5. এসিআই
  6. লাফার্জ সুরমা
  7. গ্রামীণফোন
  8. বেক্স ফার্মা
  9. বারাকা পাওয়ার
  10. সিঙ্গার বাংলাদেশ।

শেষ দিনেও সূচকের পতন : ডিএসইতে লেনদেন ৪৫৬ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই শেয়ারবাজারে সূচক পতনে সপ্তাহের শেষ দিন অতিবাহিত হলো। আজ উভয বাজারে শেয়ারের দর কমেছে। ডিএসইতে ৪৫৬ কোটি টাকার লেনদেন হয়েছে। উভয় স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ২৬২ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। বুধবারের চেয়ে বৃহস্পতিবারে ১৯৩ কোটি ৪৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার বেশি লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪.৮৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭২৫ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে সিএএসপিআই সূচক ৪১.২২ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ২৪.১৭ পয়েন্ট কমে ৮ হাজার ৪৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ৪৮.৬৪ পয়েন্ট কমে ১২ হাজার ৩৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ২.৬৪ পয়েন্ট কমে ১ হাজার ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৩.৬৬ পয়েন্ট কমে ৯৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ৫৯ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে শাহজিবাজার পাওয়ার ও এমারেল্ড অয়েল।।

সিএসইতে বৃহস্পতিবারে ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৮টির দাম বেড়েছে, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত ছিল ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার দর।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, শাহজিবাজার পাওয়ার, ইফাদ অটোস, এসিআই, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, বেক্স ফার্মা, বারাকা পাওয়ার ও সিঙ্গার বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

৩০% লভ্যাংশ ঘোষণা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের

olympicস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ২১ টাকা ৩১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

দেশ গামের্ন্টসের ২০% লভ্যাংশ ঘোষণা

deshস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গামের্ন্টস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশ গামের্ন্টস লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৮ পয়সা। শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ১৪ টাকা ৭৩ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ